ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬

২০২৩ সালে জনসংখ্যায় শীর্ষে থাকবে ভারত

  • আপডেট সময় : ১০:৪৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২
  • ১৫১ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : আগামী বছর চীনকে পেছনে ফেলে বিশ্বে মোট জনসংখ্যায় শীর্ষ দেশ হবে ভারত। আর চলতি বছরের নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে বিশ্বে মোট জনসংখ্যা ৮০০ কোটি ছাড়িয়ে যাবে। ২০২২ সালে বৈশ্বিক জনসংখ্যা নিয়ে জাতিসংঘের অর্থনীতি এবং সামাজিক বিষয় শাখা একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, বর্তমানে চীনের মোট জনসংখ্যা সবচেয়ে বেশি। চলতি বছরের শেষে ভারতের মোট জনসংখ্যা হবে ১৪১ কোটি ২০ লাখে। আর এ সময় চীনের মোট জনসংখ্যা হবে ১৪২ কোটি ৬০ লাখে। কিন্তু আগামী বছর নাগাদ জনসংখ্যার দিক দিয়ে চীনকে ছাড়িয়ে যেতে পারে ভারত। প্রতিবেদনে বলা হয়, গত ২০ বছরে বিশ্বে মোট জনসংখ্যা সাত গুণ বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের নভেম্বরের মাঝামাঝিতে বিশ্বে মোট জনসংখ্যা আটশ কোটি বা আট বিলিয়ন ছাড়িয়ে যাবে। ২০৩০ সালে এ সংখ্যা সাড়ে আটশ কোটি ছাড়িয়ে যাবে। আর ২০৫০ সালে তা নয়শ সত্তর কোটি হবে।
ধারণা করা হচ্ছে, ২০৮০ সালে মোট জনসংখ্যা সাড়ে এক হাজার কোটি হবে। আর ২১০০ সাল পর্যন্ত জনসংখ্যার পরিমাণ ওই সংখ্যাতেই স্থির থাকবে। সংস্থাটির সেক্রেটারি অ্যান্তোনিও গুতেরেস পরিবেশের সুরক্ষায় প্রত্যেকের দায়িত্বের প্রতি জোর দিয়েছেন। পাশাপাশি তিনি জানান, মানুষের আয়ুষ্কাল বৃদ্ধি পেয়েছে। আর মাতৃ মৃত্যুহার নি¤œমুখী।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

২০২৩ সালে জনসংখ্যায় শীর্ষে থাকবে ভারত

আপডেট সময় : ১০:৪৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২

প্রত্যাশা ডেস্ক : আগামী বছর চীনকে পেছনে ফেলে বিশ্বে মোট জনসংখ্যায় শীর্ষ দেশ হবে ভারত। আর চলতি বছরের নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে বিশ্বে মোট জনসংখ্যা ৮০০ কোটি ছাড়িয়ে যাবে। ২০২২ সালে বৈশ্বিক জনসংখ্যা নিয়ে জাতিসংঘের অর্থনীতি এবং সামাজিক বিষয় শাখা একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, বর্তমানে চীনের মোট জনসংখ্যা সবচেয়ে বেশি। চলতি বছরের শেষে ভারতের মোট জনসংখ্যা হবে ১৪১ কোটি ২০ লাখে। আর এ সময় চীনের মোট জনসংখ্যা হবে ১৪২ কোটি ৬০ লাখে। কিন্তু আগামী বছর নাগাদ জনসংখ্যার দিক দিয়ে চীনকে ছাড়িয়ে যেতে পারে ভারত। প্রতিবেদনে বলা হয়, গত ২০ বছরে বিশ্বে মোট জনসংখ্যা সাত গুণ বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের নভেম্বরের মাঝামাঝিতে বিশ্বে মোট জনসংখ্যা আটশ কোটি বা আট বিলিয়ন ছাড়িয়ে যাবে। ২০৩০ সালে এ সংখ্যা সাড়ে আটশ কোটি ছাড়িয়ে যাবে। আর ২০৫০ সালে তা নয়শ সত্তর কোটি হবে।
ধারণা করা হচ্ছে, ২০৮০ সালে মোট জনসংখ্যা সাড়ে এক হাজার কোটি হবে। আর ২১০০ সাল পর্যন্ত জনসংখ্যার পরিমাণ ওই সংখ্যাতেই স্থির থাকবে। সংস্থাটির সেক্রেটারি অ্যান্তোনিও গুতেরেস পরিবেশের সুরক্ষায় প্রত্যেকের দায়িত্বের প্রতি জোর দিয়েছেন। পাশাপাশি তিনি জানান, মানুষের আয়ুষ্কাল বৃদ্ধি পেয়েছে। আর মাতৃ মৃত্যুহার নি¤œমুখী।