ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, রবিবার, ০৩ অগাস্ট ২০২৫

বিশ্বকাপ ছাড়িয়ে ২০২৪ ইউরোতে তাকিয়ে বেল

  • আপডেট সময় : ১০:২৮:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২
  • ১০২ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : ব্রিটিশ সংবাদমাধ্যমের জোর গুঞ্জন, আগামী বিশ্বকাপ শেষেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারে গ্যারেথ বেল। তবে তিনি নিজে পরিষ্কার করে দিলেন, এখনই থেমে যাওয়ার কোনো ভাবনা তার নেই। বিশ্বকাপেরও পরও খেলে যেতে চান তো বটেই, ওয়েলস তারকা খেলতে চান ২০২৪ ইউরোতেও। বেলের নেতৃত্বেই এবারের বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ওয়েলস। ১৯৫৮ সালের পর প্রথমবার দেশটি খেলবে ফুটবলের বিশ্বমঞ্চে। সব ঠিকঠাক থাকলে, বিশ্বকাপেও আর্মব্যান্ড পরে মাঠে নামার কথা বেলের। তবে স্বপ্নের বিশ্বকাপে মাঠে নেমেই তিনি থমকে যেতে চান না। ক্লাব ফুটবলে স্পেনের অধ্যায় চুকিয়ে এখন তিনি পা রেখেছেন যুক্তরাষ্ট্রে। সেখানেই এক সংবাদ সম্মেলেনে নিজের ভবিষ্যৎ ভাবনার কথা জানালেন এই তারকা। লস অ্যাঞ্জেলস ফুটবল ক্লাবের হয়ে তার চুক্তি এক বছরের। তবে সুযোগ আছে তা ২০২৪ সাল পর্যন্ত বাড়ানোর। আগামী শনিবার ৩৩ পূর্ণ করতে যাওয়া এই ফরোয়ার্ড জাতীয় দলের হয়েও অন্তত ওই সময়টা পর্যন্ত মাঠ মাতাতে চান। “এখানে আমি সংক্ষিপ্ত সময়ের জন্য আসিনি। এই লিগে আমি নিজের ছাপ রাখতে চাই এবং আমার মনে হয়, এখানে থাকতে পারলে তা আমাকে ইউরো (২০২৪ সালে, জার্মানিতে) খেলার এবং হয়তো আরও অনেক জয়ের সম্ভাব্য সেরা সুযোগ তৈরি করে দেবে।” “এটাই আমার লক্ষ্য। আমার বিশ্বাস, এখানে অনেক বড় কিছু করতে এসেছি আমি।”
ইউরোপ ছেড়ে যুক্তরাষ্ট্রের ফুটবলে পা রাখা মানে সাধারণ ভাবনায় ধরে নেওয়া হয় ক্যারিয়ারের শেষের দিকে এগিয়ে চলা। তবে বেল এখানে দেখছেন নতুন চ্যালেঞ্জ। “আমার কাছে পরিষ্কার যে, এখানেই আমি আসতে চেয়েছিলাম। অবিশ্বাস্য একটি ক্লাব এটি এবং সমর্থকদের জন্য আবহ অসাধারণ এখানে। আশা করি, আমি এখন নিজের ভূমিকা পালন করতে পারব এবং ক্লাবকে পরের ধাপে নিয়ে গিয়ে ট্রফি জিততে পারব।” “এখানকার মান সত্যিই বেড়ে চলেছে। ইউরোপে লোকে যেমনটা ভাবে, আসলে তার চেয়ে অনেক ভালো। মান উন্নত হচ্ছে, লিগের উন্নতি হচ্ছে, স্টেডিয়ামগুলো আরও ভালো হচ্ছে, দলগুলির উন্নতি হচ্ছে। এই লিগ ক্রমশ ওপরের দিকে উঠছে।” নতুন ক্লাবে তিনি সতীর্থ হিসেবে পাবেন জর্জো কিয়েল্লিনির মতো একজনকে। ইতালিয়ান এই ডিফেন্ডারের লক্ষ্যও একই বলে মনে করেন বেল। “তিনি আমার মতোই। অনেক ম্যাচ ও ট্রফি জিততে তিনিও নিজের সবটা উজাড় করে দিতে চান।”

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ ছাড়িয়ে ২০২৪ ইউরোতে তাকিয়ে বেল

আপডেট সময় : ১০:২৮:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২

ক্রীড়া ডেস্ক : ব্রিটিশ সংবাদমাধ্যমের জোর গুঞ্জন, আগামী বিশ্বকাপ শেষেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারে গ্যারেথ বেল। তবে তিনি নিজে পরিষ্কার করে দিলেন, এখনই থেমে যাওয়ার কোনো ভাবনা তার নেই। বিশ্বকাপেরও পরও খেলে যেতে চান তো বটেই, ওয়েলস তারকা খেলতে চান ২০২৪ ইউরোতেও। বেলের নেতৃত্বেই এবারের বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ওয়েলস। ১৯৫৮ সালের পর প্রথমবার দেশটি খেলবে ফুটবলের বিশ্বমঞ্চে। সব ঠিকঠাক থাকলে, বিশ্বকাপেও আর্মব্যান্ড পরে মাঠে নামার কথা বেলের। তবে স্বপ্নের বিশ্বকাপে মাঠে নেমেই তিনি থমকে যেতে চান না। ক্লাব ফুটবলে স্পেনের অধ্যায় চুকিয়ে এখন তিনি পা রেখেছেন যুক্তরাষ্ট্রে। সেখানেই এক সংবাদ সম্মেলেনে নিজের ভবিষ্যৎ ভাবনার কথা জানালেন এই তারকা। লস অ্যাঞ্জেলস ফুটবল ক্লাবের হয়ে তার চুক্তি এক বছরের। তবে সুযোগ আছে তা ২০২৪ সাল পর্যন্ত বাড়ানোর। আগামী শনিবার ৩৩ পূর্ণ করতে যাওয়া এই ফরোয়ার্ড জাতীয় দলের হয়েও অন্তত ওই সময়টা পর্যন্ত মাঠ মাতাতে চান। “এখানে আমি সংক্ষিপ্ত সময়ের জন্য আসিনি। এই লিগে আমি নিজের ছাপ রাখতে চাই এবং আমার মনে হয়, এখানে থাকতে পারলে তা আমাকে ইউরো (২০২৪ সালে, জার্মানিতে) খেলার এবং হয়তো আরও অনেক জয়ের সম্ভাব্য সেরা সুযোগ তৈরি করে দেবে।” “এটাই আমার লক্ষ্য। আমার বিশ্বাস, এখানে অনেক বড় কিছু করতে এসেছি আমি।”
ইউরোপ ছেড়ে যুক্তরাষ্ট্রের ফুটবলে পা রাখা মানে সাধারণ ভাবনায় ধরে নেওয়া হয় ক্যারিয়ারের শেষের দিকে এগিয়ে চলা। তবে বেল এখানে দেখছেন নতুন চ্যালেঞ্জ। “আমার কাছে পরিষ্কার যে, এখানেই আমি আসতে চেয়েছিলাম। অবিশ্বাস্য একটি ক্লাব এটি এবং সমর্থকদের জন্য আবহ অসাধারণ এখানে। আশা করি, আমি এখন নিজের ভূমিকা পালন করতে পারব এবং ক্লাবকে পরের ধাপে নিয়ে গিয়ে ট্রফি জিততে পারব।” “এখানকার মান সত্যিই বেড়ে চলেছে। ইউরোপে লোকে যেমনটা ভাবে, আসলে তার চেয়ে অনেক ভালো। মান উন্নত হচ্ছে, লিগের উন্নতি হচ্ছে, স্টেডিয়ামগুলো আরও ভালো হচ্ছে, দলগুলির উন্নতি হচ্ছে। এই লিগ ক্রমশ ওপরের দিকে উঠছে।” নতুন ক্লাবে তিনি সতীর্থ হিসেবে পাবেন জর্জো কিয়েল্লিনির মতো একজনকে। ইতালিয়ান এই ডিফেন্ডারের লক্ষ্যও একই বলে মনে করেন বেল। “তিনি আমার মতোই। অনেক ম্যাচ ও ট্রফি জিততে তিনিও নিজের সবটা উজাড় করে দিতে চান।”