প্রত্যাশা ডেস্ক : অর্থনৈতিক সংকট গভীর হতে থাকায় পার্লামেন্টে বিক্ষোভের মুখে পড়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। বিরোধী আইনপ্রণেতারা তার বিরুদ্ধে স্লোগান দেওয়ায় পার্লামেন্ট ছেড়ে যেতে বাধ্য হন তিনি। গতকাল মঙ্গলবার প্রেসিডেন্টের পার্লামেন্ট ছেড়ে যাওয়ার ভিডিও অনলাইনে শেয়ার করেছেন আইনপ্রণেতা হর্ষ ডি সিলভা। টুইটারে প্রকাশ করা ওই ভিডিওতে দেখা যায়, পার্লামেন্টের কিছু সদস্য প্লাকার্ড উচিয়ে ধরার পাশাপাশি ‘গোটা ফিরে যাও’ স্লোগান শুরু করে। এরপর গোটাবায়া তার সহকারীর সঙ্গে কথা বলেন, উঠে দাঁড়ান এবং পার্লামেন্ট ছেড়ে যান। হর্ষ ডি সিলভা ভিডিওটির ক্যাপশনে লিখেছেন, ‘ওহ! এভাবেই শ্রীলঙ্কার পার্লামেন্টে প্রেসিডেন্ট গোটাবায়ার আগমন কয়েক মিনিট আগে শেষ হয়েছে, ‘গোটা বাড়ি যাও’। অপরিকল্পিত এবং ইতিহাসে আগে এমনটা ঘটেনি। তাকে উঠে দাঁড়াতে হয়েছে এবং চলে যেতে হয়েছে’। অত্যাবশ্যকীয় পণ্য আমদানির জন্য সরকারের বৈদেশিক মুদ্রা ফুরিয়ে যাওয়ার পর দ্বীপ দেশটিতে গত কয়েক মাস ধরে মুদ্রাস্ফীতি এবং দীর্ঘ লোড শেডিং চলছে। জ্বালানি সাশ্রয়ে অত্যাবশ্যকীয় নয় এমন সরকারি সেবা বন্ধ করে দিয়েছে। মঙ্গলবার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে পার্লামেন্টে জানিয়েছেন, দেশ এখন দেউলিয়া এবং অর্থনৈতিক সংকট অন্তত পক্ষে আগামী বছরের শেষ নাগাদ চলবে। তিনি বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে শ্রীলঙ্কার চলমান বেলআউট আলোচনা আগস্টের মধ্যে ঋণদাতাদের সঙ্গে ঋণ পুনর্গঠন পরিকল্পনা চূড়ান্ত করার উপর নির্ভর করছে। বিক্রমাসিংহে বলেন, ‘এমন এখন একটি দেউলিয়া দেশ হিসেবে দরকষাকষির আলোচনায় অংশ নি”িছ’। গত সপ্তাহে আইএমএফ জানিয়ে দেয়, দেশের অর্থব্যব¯’া ঠিক রাখতে এবং অর্থপ্রদানের ভারসাম্য সংকট মোকাবিলার জন্য একটি তহবিল ব্যব¯’া নিয়ে চুক্তি হওয়ার আগে এর রাজস্ব ঘাটতি মেটাতে আরও কাজ করা প্রয়োজন।