ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

ঢাকা-১৪ আসনের উপনির্বাচনে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল

  • আপডেট সময় : ০১:৩৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
  • ১৬২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : যাচাই-বাছাইয়ের পর ঢাকা-১৪ আসনের উপনির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামানের মনোনয়নপত্রের সঙ্গে জমা দেয়া ১ শতাংশ সমর্থনযুক্ত ভোটার থেকে দ্বৈবচয়ন পদ্ধতিতে যাচাই করে তাদের তথ্য সঠিক না হওয়ায় এবং আরেক স্বতন্ত্র প্রার্থী এম রুহুল আমীন সরকার সঠিকভাবে মনোনয়নপত্র ও জামানতের টাকা জমা না দেয়ায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এই আসনের রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার এই তথ্য জানান। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আগা খান মিন্টু, জাতীয় পার্টির মোস্তাকুর রহমান, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) অ্যাডভোকেট আবু হানিফ, বিএনএফ-এর এ ওয়াই এম কামরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫, আসন ৩টিতে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ১৫ জুন। মনোয়নপত্র বাছাই ১৭ জুন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৩ জুন, প্রতীক বরাদ্দ ২৪ জুন এবং ভোটগ্রহণ হবে আগামী ২৮ জুলাই।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ঢাকা-১৪ আসনের উপনির্বাচনে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল

আপডেট সময় : ০১:৩৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১

নিজস্ব প্রতিবেদক : যাচাই-বাছাইয়ের পর ঢাকা-১৪ আসনের উপনির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামানের মনোনয়নপত্রের সঙ্গে জমা দেয়া ১ শতাংশ সমর্থনযুক্ত ভোটার থেকে দ্বৈবচয়ন পদ্ধতিতে যাচাই করে তাদের তথ্য সঠিক না হওয়ায় এবং আরেক স্বতন্ত্র প্রার্থী এম রুহুল আমীন সরকার সঠিকভাবে মনোনয়নপত্র ও জামানতের টাকা জমা না দেয়ায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এই আসনের রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার এই তথ্য জানান। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আগা খান মিন্টু, জাতীয় পার্টির মোস্তাকুর রহমান, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) অ্যাডভোকেট আবু হানিফ, বিএনএফ-এর এ ওয়াই এম কামরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫, আসন ৩টিতে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ১৫ জুন। মনোয়নপত্র বাছাই ১৭ জুন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৩ জুন, প্রতীক বরাদ্দ ২৪ জুন এবং ভোটগ্রহণ হবে আগামী ২৮ জুলাই।