ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

গরু কিনে ডিজিটাল হাটের উদ্বোধন করলেন পলক

  • আপডেট সময় : ০৮:৫১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২
  • ৯৩ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গত রোববার (৩ জুলাই) বিকালে অনলাইনে কোরবানির গরু কিনে উদ্বোধন করেন কোরবানি পশু বিক্রির অনলাইন প্লাটফর্ম ডিজিটাল কোরবানি হাট ফরমরঃধষযধধঃ.মড়া.নফ
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। প্রাণিসম্পদ মন্ত্রণালয়, আইসিটি বিভাগের এটুআই-একশপ ও ই-ক্যাবের আয়োজনে ডিজিটাল হাট বাস্তবায়নে সহযোগিতা করছে বাণিজ্য মন্ত্রণালয়, ঢাকা উত্তর সিটি করপোরেশন ও বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশন। প্রধান অতিথির বক্তব্যে প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, ‘এবার ১ কোটি ২১ লাখ ২৪ হাজার ৩৮৯ পশু মজুত রয়েছে। ফলে কোরবানির জন্য কোনোরকম সংশয়, সংকট বা আশঙ্কার কারণ নেই।’
তিনি জানান, কোরবানির হাটে স্বাস্থ্যবিধি অনুসরণ করা হবে। হাটে রোগগ্রস্ত পশু বিক্রি করতে দেওয়া হবে না। ক্রেতা-বিক্রেতা কেউ হয়রানির শিকার হবেন না, ক্ষতিগ্রস্ত হবেন না। আইনশৃঙ্খলা রক্ষার জন্য পর্যাপ্ত সদস্য নিয়োগ করা হবে।’
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘আজকের ডিজিটাল বাংলাদেশ ও অন্যান্য ডিজিটাল সেবার মাধ্যমে যে উন্নতি করেছে, সেটা সম্ভব হয়েছে সরকারের ডিজিটাল অবকাঠামো উন্নয়ন করার কারণে। ইউনিয়ন পর্যায়ে ডিজিটাল নেটওয়ার্ক বিস্তৃতি হয়েছে। সম্প্রতি ডিবিআইডিসহ আরও চারটি ডিজিটাল প্রযুক্তি উন্নয়নে কাজ করেছি। এসব বাস্তবায়ন হওয়ার পর ই-কমার্স খাতে শৃঙ্খলা ও আস্থা আরও উন্নত হবে। এই খাতে উদ্যোক্তা তৈরি করতে সরকার প্রণোদনাসহ বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করেছে।’
আইসিটি প্রতিমন্ত্রী ডিজিটাল হাট থেকে একটি গরু কিনে সেটা গতবারের মতো ই-ক্যাবের মানবসেবা প্রকল্পের মাধ্যমে দান করেন। এটি সিলেটের বন্যাকবলিত এলাকার মানুষের মাঝে বিতরণের অনুরোধ করেন তিনি। আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব এএনএম জিয়াউল আলম বলেন, ‘ডিজিটাল হাটে পশু বিক্রির যে চিত্র ফুটে উঠেছে, তাতে সরকারের ডিজিটাল রেডিনেস যে উন্নত হয়েছে, এটা তা প্রমাণ করে।’
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেন, ‘পশু ক্রয়-বিক্রয় ব্যবসা খাতের একটি বড় লেনদেনের সঙ্গে সম্পৃক্ত। এ ডিজিটাল হাটকে যদি সারা বছর করা যায়, তাহলে প্রান্তিক চাষি ও খামারিদের জন্য সারা বছর অনলাইনে পশু বিক্রির সুযোগ হবে ‘
এটুআইয়ের প্রকল্প পরিচালক দেওয়ান মোহাম্মদ হুমায়ন কবীর বলেন, ‘এবার ডিজিটাল হাটে দুটো নতুন সুবিধা যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে গরুর ওজন মাপার ডিজিটাল ক্যালকুলেটর এবং পূর্বাচলে গরু রাখার জন্য একটি জায়গাও আছে। এছাড়া প্লাটফর্মে যারা পশু বিক্রি করবেন, তাদেরকে আয়োজকদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।’
ই-ক্যাব সভাপতি শমী কায়সার বলেন, ‘২০২০ এবং ২০২১ সালে অনলাইন কোরবানি হাট হিসেবে ডিজিটাল হাটের সফল বাস্তবায়ন হয়েছে। ২০২০ সালে ২৭ হাজার এবং ২১ সালে ৩ লাখ ৮৭ হাজার পশু বিক্রি করে মাইল ফলক সৃষ্টি করেছে ডিজিটাল হাট।’
একশপ এর ই-কমার্স হেড রেজওয়ানুল হক জামি বলেন, ‘আমাদের এসক্রো এবং কাস্টমার কেয়ার সার্বক্ষণিক প্রতিটি বিষয়ে নজরদারি করছে। আমরা এসক্রো সুবিধা রেখেছিলাম এবং সেটি পরীক্ষামূলক সফল বাস্তবায়ন হয়েছে। প্রচুর প্রবাসীও এই ডিজিটাল হাট থেকে গরু কেনার জন্য যোগাযোগ করেছিলেন। এবারও প্রান্তিক পর্যায়ের খামারিদের যুক্ত করা হয়েছে।’
ই-ক্যাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল বলেন, ‘ই-ক্যাবের উদ্যোগে পর পর তিন বার এই ডিজিটাল হাট বাস্তবায়ন হচ্ছে। গত ২ বছর সরকারের ৪ জন মন্ত্রী এই হাট থেকে পশু কিনেছেন। এই ধরনের জীবন্ত প্রাণী এবং উচ্চমূল্যের এ ধরনের সর্বজনীন ডিজিটাল প্লাটফর্ম বিশ্বে খুব বিরল। আমরা আশা করছি, এবারও কার্যক্রম সফল হবে।’
উল্লেখ্য, চলতি বছর ডিজিটাল হাটে কেন্দ্রীয় হাটের সঙ্গে জেলা-উপজেলা পর্যায়ের হাটগুলোকে যুক্ত করা হয়েছে। দুইভাবে ক্রেতারা পশু কিনতে পারবেন। প্রথম বিক্রেতার সঙ্গে সরাসরি যোগাযোগ করে পশু ক্রয় করতে পারবেন। আবার চাইলে এসক্রো’র মাধ্যমেও ক্রয় করতে পারবেন। ঢাকার ক্রেতাদের জন্য রয়েছে স্লটারিং সুবিধা।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ইইউ ও মেক্সিকোর ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

গরু কিনে ডিজিটাল হাটের উদ্বোধন করলেন পলক

আপডেট সময় : ০৮:৫১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২

প্রযুক্তি ডেস্ক : আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গত রোববার (৩ জুলাই) বিকালে অনলাইনে কোরবানির গরু কিনে উদ্বোধন করেন কোরবানি পশু বিক্রির অনলাইন প্লাটফর্ম ডিজিটাল কোরবানি হাট ফরমরঃধষযধধঃ.মড়া.নফ
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। প্রাণিসম্পদ মন্ত্রণালয়, আইসিটি বিভাগের এটুআই-একশপ ও ই-ক্যাবের আয়োজনে ডিজিটাল হাট বাস্তবায়নে সহযোগিতা করছে বাণিজ্য মন্ত্রণালয়, ঢাকা উত্তর সিটি করপোরেশন ও বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশন। প্রধান অতিথির বক্তব্যে প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, ‘এবার ১ কোটি ২১ লাখ ২৪ হাজার ৩৮৯ পশু মজুত রয়েছে। ফলে কোরবানির জন্য কোনোরকম সংশয়, সংকট বা আশঙ্কার কারণ নেই।’
তিনি জানান, কোরবানির হাটে স্বাস্থ্যবিধি অনুসরণ করা হবে। হাটে রোগগ্রস্ত পশু বিক্রি করতে দেওয়া হবে না। ক্রেতা-বিক্রেতা কেউ হয়রানির শিকার হবেন না, ক্ষতিগ্রস্ত হবেন না। আইনশৃঙ্খলা রক্ষার জন্য পর্যাপ্ত সদস্য নিয়োগ করা হবে।’
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘আজকের ডিজিটাল বাংলাদেশ ও অন্যান্য ডিজিটাল সেবার মাধ্যমে যে উন্নতি করেছে, সেটা সম্ভব হয়েছে সরকারের ডিজিটাল অবকাঠামো উন্নয়ন করার কারণে। ইউনিয়ন পর্যায়ে ডিজিটাল নেটওয়ার্ক বিস্তৃতি হয়েছে। সম্প্রতি ডিবিআইডিসহ আরও চারটি ডিজিটাল প্রযুক্তি উন্নয়নে কাজ করেছি। এসব বাস্তবায়ন হওয়ার পর ই-কমার্স খাতে শৃঙ্খলা ও আস্থা আরও উন্নত হবে। এই খাতে উদ্যোক্তা তৈরি করতে সরকার প্রণোদনাসহ বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করেছে।’
আইসিটি প্রতিমন্ত্রী ডিজিটাল হাট থেকে একটি গরু কিনে সেটা গতবারের মতো ই-ক্যাবের মানবসেবা প্রকল্পের মাধ্যমে দান করেন। এটি সিলেটের বন্যাকবলিত এলাকার মানুষের মাঝে বিতরণের অনুরোধ করেন তিনি। আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব এএনএম জিয়াউল আলম বলেন, ‘ডিজিটাল হাটে পশু বিক্রির যে চিত্র ফুটে উঠেছে, তাতে সরকারের ডিজিটাল রেডিনেস যে উন্নত হয়েছে, এটা তা প্রমাণ করে।’
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেন, ‘পশু ক্রয়-বিক্রয় ব্যবসা খাতের একটি বড় লেনদেনের সঙ্গে সম্পৃক্ত। এ ডিজিটাল হাটকে যদি সারা বছর করা যায়, তাহলে প্রান্তিক চাষি ও খামারিদের জন্য সারা বছর অনলাইনে পশু বিক্রির সুযোগ হবে ‘
এটুআইয়ের প্রকল্প পরিচালক দেওয়ান মোহাম্মদ হুমায়ন কবীর বলেন, ‘এবার ডিজিটাল হাটে দুটো নতুন সুবিধা যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে গরুর ওজন মাপার ডিজিটাল ক্যালকুলেটর এবং পূর্বাচলে গরু রাখার জন্য একটি জায়গাও আছে। এছাড়া প্লাটফর্মে যারা পশু বিক্রি করবেন, তাদেরকে আয়োজকদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।’
ই-ক্যাব সভাপতি শমী কায়সার বলেন, ‘২০২০ এবং ২০২১ সালে অনলাইন কোরবানি হাট হিসেবে ডিজিটাল হাটের সফল বাস্তবায়ন হয়েছে। ২০২০ সালে ২৭ হাজার এবং ২১ সালে ৩ লাখ ৮৭ হাজার পশু বিক্রি করে মাইল ফলক সৃষ্টি করেছে ডিজিটাল হাট।’
একশপ এর ই-কমার্স হেড রেজওয়ানুল হক জামি বলেন, ‘আমাদের এসক্রো এবং কাস্টমার কেয়ার সার্বক্ষণিক প্রতিটি বিষয়ে নজরদারি করছে। আমরা এসক্রো সুবিধা রেখেছিলাম এবং সেটি পরীক্ষামূলক সফল বাস্তবায়ন হয়েছে। প্রচুর প্রবাসীও এই ডিজিটাল হাট থেকে গরু কেনার জন্য যোগাযোগ করেছিলেন। এবারও প্রান্তিক পর্যায়ের খামারিদের যুক্ত করা হয়েছে।’
ই-ক্যাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল বলেন, ‘ই-ক্যাবের উদ্যোগে পর পর তিন বার এই ডিজিটাল হাট বাস্তবায়ন হচ্ছে। গত ২ বছর সরকারের ৪ জন মন্ত্রী এই হাট থেকে পশু কিনেছেন। এই ধরনের জীবন্ত প্রাণী এবং উচ্চমূল্যের এ ধরনের সর্বজনীন ডিজিটাল প্লাটফর্ম বিশ্বে খুব বিরল। আমরা আশা করছি, এবারও কার্যক্রম সফল হবে।’
উল্লেখ্য, চলতি বছর ডিজিটাল হাটে কেন্দ্রীয় হাটের সঙ্গে জেলা-উপজেলা পর্যায়ের হাটগুলোকে যুক্ত করা হয়েছে। দুইভাবে ক্রেতারা পশু কিনতে পারবেন। প্রথম বিক্রেতার সঙ্গে সরাসরি যোগাযোগ করে পশু ক্রয় করতে পারবেন। আবার চাইলে এসক্রো’র মাধ্যমেও ক্রয় করতে পারবেন। ঢাকার ক্রেতাদের জন্য রয়েছে স্লটারিং সুবিধা।’