ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫

বিশ্বকাপে স্টেডিয়াম ৯৭৪-এ ফ্যাশন শো ও কনসার্ট

  • আপডেট সময় : ১২:১০:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০২২
  • ৭৯ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : আর পাঁচ মাসও বাকি নেই কাতার বিশ্বকাপের পর্দা উঠতে। মধ্যপ্রাচ্যের দেশটি প্রথমবার বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে, সেরা আতিথেয়তা দিতে যেন কোনো কার্পণ্য নেই তাদের। নিজেদের সংস্কৃতিও তুলে ধরতে বদ্ধপরিকর তারা। থাকছে নানা বিনোদনও। বিশ্বকাপের জন্য আটটি স্টেডিয়ামের সবগুলো প্রস্তুত। এর একটিতেই হবে দেশটির শিল্প-সংস্কৃতি বিশ্বের সামনে তুলে ধরার আয়োজন। বিশ্বকাপের অন্যতম ভেন্যু স্টেডিয়াম ৯৭৪ সিআর রানওয়ের পরিচালিত কাতার ফ্যাশন ইউনাইটেড আয়োজন করবে। এই ইভেন্টে ১০০টিরও বেশি ফ্যাশন ব্র্যান্ড মঞ্চ আলোকিত করবে, এর মধ্যে বিশ্বসেরা কয়েকটি ব্র্যান্ডও থাকবে। এছাড়া দেশের শীর্ষ শিল্পীদের নিয়ে আয়োজিত হবে একটি কনসার্টও। এই ইভেন্টটি হবে বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালের মাঝামাঝি সময়ে। স্টেডিয়াম ৯৭৪ এ হবে বিশ্বকাপের ছয়টি ম্যাচ, শেষ ষোলোর ম্যাচও হবে। মজার ব্যাপার হলো স্টেডিয়াম ৯৭৪ শিপিং কন্টেইনার ব্যবহার করে বানানো হয়েছে এবং বিশ্বকাপের পর তা সম্পূর্ণরূপে অপসারণযোগ্য।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও পরিবারের ৫৭৬ কোটি টাকা ফ্রিজ

বিশ্বকাপে স্টেডিয়াম ৯৭৪-এ ফ্যাশন শো ও কনসার্ট

আপডেট সময় : ১২:১০:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০২২

ক্রীড়া ডেস্ক : আর পাঁচ মাসও বাকি নেই কাতার বিশ্বকাপের পর্দা উঠতে। মধ্যপ্রাচ্যের দেশটি প্রথমবার বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে, সেরা আতিথেয়তা দিতে যেন কোনো কার্পণ্য নেই তাদের। নিজেদের সংস্কৃতিও তুলে ধরতে বদ্ধপরিকর তারা। থাকছে নানা বিনোদনও। বিশ্বকাপের জন্য আটটি স্টেডিয়ামের সবগুলো প্রস্তুত। এর একটিতেই হবে দেশটির শিল্প-সংস্কৃতি বিশ্বের সামনে তুলে ধরার আয়োজন। বিশ্বকাপের অন্যতম ভেন্যু স্টেডিয়াম ৯৭৪ সিআর রানওয়ের পরিচালিত কাতার ফ্যাশন ইউনাইটেড আয়োজন করবে। এই ইভেন্টে ১০০টিরও বেশি ফ্যাশন ব্র্যান্ড মঞ্চ আলোকিত করবে, এর মধ্যে বিশ্বসেরা কয়েকটি ব্র্যান্ডও থাকবে। এছাড়া দেশের শীর্ষ শিল্পীদের নিয়ে আয়োজিত হবে একটি কনসার্টও। এই ইভেন্টটি হবে বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালের মাঝামাঝি সময়ে। স্টেডিয়াম ৯৭৪ এ হবে বিশ্বকাপের ছয়টি ম্যাচ, শেষ ষোলোর ম্যাচও হবে। মজার ব্যাপার হলো স্টেডিয়াম ৯৭৪ শিপিং কন্টেইনার ব্যবহার করে বানানো হয়েছে এবং বিশ্বকাপের পর তা সম্পূর্ণরূপে অপসারণযোগ্য।