ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫

জাপানে দেড় শ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা

  • আপডেট সময় : ১২:৫০:৪৩ অপরাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২
  • ৭৮ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : জাপানে ভয়াবহ দাবদাহে বিপর্যস্ত জনজীবন। স্থানীয় সময় গত শুক্রবার পূর্ব জাপানে প্রায় দেড় শ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। টোকিওর আশপাশের অঞ্চলে এক সপ্তাহ ধরে টানা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জাপানের পশ্চিমাঞ্চল নাগয়াতে আজকের তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দেশটির আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আগামী সোমবারের দিকে বৃষ্টি হতে পারে। তখন তাপমাত্রা খানিকটা কমতে পারে। বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় এরই মধ্যে ২০১১ সালের ফুকুশিমা বিপর্যয়ের পর বন্ধ থাকা পারমাণবিক চুল্লি পুনরায় চালু করার চিন্তা করছে জাপান। জাপান সরকার এর আগে সতর্ক করেছিল, তাপমাত্রা বৃদ্ধির বিপজ্জনক এই পরিস্থিতি বজায় থাকবে। প্রচ- গরমে কর্তৃপক্ষ ঘরের বাইরে মানুষের মাস্ক ব্যবহার শিথিল করার কথা বলেছে।
ডেপুটি চিফ ক্যাবিনেট সেক্রেটারি সেজি কিহারা এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এই গরমে হিটস্ট্রোকের ঝুঁকি বাড়ে। তাই অনুগ্রহ করে বাইরে গেলে মাস্ক খুলে ফেলুন, যদি আপনি অন্যদের থেকে দূরে থাকেন এবং কথা না বলেন।’ ৩ কোটি ৭০ লাখ মানুষের আবাসস্থল টোকিওতে পাওয়ার গ্রিড ব্যবহারে বিপজ্জনক মাত্রার কাছাকাছি পৌঁছে যায়, যার ফলে গত বৃহস্পতিবার বিদ্যুৎ-বিভ্রাটের হুমকি তৈরি হয়েছিল। সাম্প্রতিক বছরগুলো জাপানে গ্রীষ্মের সময় তীব্র দাবদাহ অনুভূত হয়। গত বছর অতিরিক্ত গরমের কারণে টোকিও অলিম্পিকের বেশ কিছু অনুষ্ঠান নির্ধারিত সময়ে হয়নি। জাপানের অর্থ মন্ত্রণালয়ের এক মুখপাত্র গত বৃহস্পতিবার বলেছেন, ‘রেকর্ড উচ্চ তাপমাত্রার কারণে এ বছরের জুনে আমাদের (বিদ্যুৎ) চাহিদা ছিল গ্রীষ্মের সর্বোচ্চ চাহিদার সমান। আমরা পর্যাপ্ত সরবরাহ সংস্থান সংগ্রহ করতে সক্ষম হওয়ার আগেই এমন পরিস্থিতি তৈরি হয়। এ কারণেই পরিস্থিতি খানিকটা জটিল হয়ে গেছে।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জাপানে দেড় শ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা

আপডেট সময় : ১২:৫০:৪৩ অপরাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২

প্রত্যাশা ডেস্ক : জাপানে ভয়াবহ দাবদাহে বিপর্যস্ত জনজীবন। স্থানীয় সময় গত শুক্রবার পূর্ব জাপানে প্রায় দেড় শ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। টোকিওর আশপাশের অঞ্চলে এক সপ্তাহ ধরে টানা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জাপানের পশ্চিমাঞ্চল নাগয়াতে আজকের তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দেশটির আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আগামী সোমবারের দিকে বৃষ্টি হতে পারে। তখন তাপমাত্রা খানিকটা কমতে পারে। বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় এরই মধ্যে ২০১১ সালের ফুকুশিমা বিপর্যয়ের পর বন্ধ থাকা পারমাণবিক চুল্লি পুনরায় চালু করার চিন্তা করছে জাপান। জাপান সরকার এর আগে সতর্ক করেছিল, তাপমাত্রা বৃদ্ধির বিপজ্জনক এই পরিস্থিতি বজায় থাকবে। প্রচ- গরমে কর্তৃপক্ষ ঘরের বাইরে মানুষের মাস্ক ব্যবহার শিথিল করার কথা বলেছে।
ডেপুটি চিফ ক্যাবিনেট সেক্রেটারি সেজি কিহারা এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এই গরমে হিটস্ট্রোকের ঝুঁকি বাড়ে। তাই অনুগ্রহ করে বাইরে গেলে মাস্ক খুলে ফেলুন, যদি আপনি অন্যদের থেকে দূরে থাকেন এবং কথা না বলেন।’ ৩ কোটি ৭০ লাখ মানুষের আবাসস্থল টোকিওতে পাওয়ার গ্রিড ব্যবহারে বিপজ্জনক মাত্রার কাছাকাছি পৌঁছে যায়, যার ফলে গত বৃহস্পতিবার বিদ্যুৎ-বিভ্রাটের হুমকি তৈরি হয়েছিল। সাম্প্রতিক বছরগুলো জাপানে গ্রীষ্মের সময় তীব্র দাবদাহ অনুভূত হয়। গত বছর অতিরিক্ত গরমের কারণে টোকিও অলিম্পিকের বেশ কিছু অনুষ্ঠান নির্ধারিত সময়ে হয়নি। জাপানের অর্থ মন্ত্রণালয়ের এক মুখপাত্র গত বৃহস্পতিবার বলেছেন, ‘রেকর্ড উচ্চ তাপমাত্রার কারণে এ বছরের জুনে আমাদের (বিদ্যুৎ) চাহিদা ছিল গ্রীষ্মের সর্বোচ্চ চাহিদার সমান। আমরা পর্যাপ্ত সরবরাহ সংস্থান সংগ্রহ করতে সক্ষম হওয়ার আগেই এমন পরিস্থিতি তৈরি হয়। এ কারণেই পরিস্থিতি খানিকটা জটিল হয়ে গেছে।’