ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আন্তর্জাতিক সেমিনারে ছয়টি প্রবন্ধ উপস্থাপন

  • আপডেট সময় : ০৯:০৪:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২
  • ১০২ বার পড়া হয়েছে

সাহিত্য ডেস্ক : ‘ভাষা কেবল মৌখিক বিষয় নয়, এর লিখিত রূপের গুরুত্বও অপরিসীম। তাই ভাষা-কাঠামোর বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে।’
গত বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের (আমাই) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সেমিনারে বক্তারা এ কথা বলেন। ‘ল্যাঙ্গুয়েজ ডকুমেন্টেশন ফোকাসিং অন দ্য ইন্টারন্যাশনাল স্ট্রাকচার অব ল্যাঙ্গুয়েজেস’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে মূল প্রবন্ধসহ মোট ছয়টি প্রবন্ধ উপস্থাপিত হয়। দিনব্যাপী এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দীক। আমাই মহাপরিচালক অধ্যাপক ড. হাকিম আরিফের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন, অর্থ ও প্রশিক্ষণ) মাহবুবা আক্তার।
সেমিনারে কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন ইমেরিটাস অধ্যাপক ডেভিড ব্রাডলি (অস্ট্রেলিয়া)। তার প্রবন্ধের শিরোনাম ‘হোয়াই ল্যাঙ্গুয়েজ ডকুমেন্টেশন ইজ অ্যাসেনশিয়াল ফর অ্যাডুকেশন অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট’। এ ছাড়াও প্রবন্ধ উপস্থাপন করেন ড. ডেভিড এ পিটারসন (আমেরিকা), ড. মুহাম্মদ জাকারিয়া রহমান (জাপান), মোস্তাফা রাসেল (বাংলাদেশ), ড. ইস্টার মানু-বারফো (ঘানা) ও ড. নেত্র পি পাউডাল (জার্মানি)। আলোচক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শিশির ভট্টাচার্য্য, অধ্যাপক ড. সায়েদুর রহমান, সহযোগী অধ্যাপক ড. মিয়া মো. নওশাদ কবির প্রমুখ। সমাপনী বক্তব্যে ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. হাকিম আরিফ বলেন, ‘সাতটি মহাদেশের মধ্যে পাঁচটি মহাদেশ থেকে প্রবন্ধ উপস্থাপক ও আলোচকরা এ সেমিনারে অংশ নেন। এ আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আন্তর্জাতিক সেমিনারে ছয়টি প্রবন্ধ উপস্থাপন

আপডেট সময় : ০৯:০৪:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২

সাহিত্য ডেস্ক : ‘ভাষা কেবল মৌখিক বিষয় নয়, এর লিখিত রূপের গুরুত্বও অপরিসীম। তাই ভাষা-কাঠামোর বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে।’
গত বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের (আমাই) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সেমিনারে বক্তারা এ কথা বলেন। ‘ল্যাঙ্গুয়েজ ডকুমেন্টেশন ফোকাসিং অন দ্য ইন্টারন্যাশনাল স্ট্রাকচার অব ল্যাঙ্গুয়েজেস’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে মূল প্রবন্ধসহ মোট ছয়টি প্রবন্ধ উপস্থাপিত হয়। দিনব্যাপী এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দীক। আমাই মহাপরিচালক অধ্যাপক ড. হাকিম আরিফের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন, অর্থ ও প্রশিক্ষণ) মাহবুবা আক্তার।
সেমিনারে কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন ইমেরিটাস অধ্যাপক ডেভিড ব্রাডলি (অস্ট্রেলিয়া)। তার প্রবন্ধের শিরোনাম ‘হোয়াই ল্যাঙ্গুয়েজ ডকুমেন্টেশন ইজ অ্যাসেনশিয়াল ফর অ্যাডুকেশন অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট’। এ ছাড়াও প্রবন্ধ উপস্থাপন করেন ড. ডেভিড এ পিটারসন (আমেরিকা), ড. মুহাম্মদ জাকারিয়া রহমান (জাপান), মোস্তাফা রাসেল (বাংলাদেশ), ড. ইস্টার মানু-বারফো (ঘানা) ও ড. নেত্র পি পাউডাল (জার্মানি)। আলোচক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শিশির ভট্টাচার্য্য, অধ্যাপক ড. সায়েদুর রহমান, সহযোগী অধ্যাপক ড. মিয়া মো. নওশাদ কবির প্রমুখ। সমাপনী বক্তব্যে ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. হাকিম আরিফ বলেন, ‘সাতটি মহাদেশের মধ্যে পাঁচটি মহাদেশ থেকে প্রবন্ধ উপস্থাপক ও আলোচকরা এ সেমিনারে অংশ নেন। এ আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’