ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

বিএসএমএমইউতে সিনিয়র সিটিজেনদের জন্য আলাদা সেবা

  • আপডেট সময় : ০৮:৫৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২
  • ৬৭ বার পড়া হয়েছে

স্বাস্থ্য ও পরিচর্যা ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, দেশের সিনিয়র সিটিজেনদের আলাদা চিকিৎসার ব্যবস্থা করা হবে।
গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সভায় এ বিষয়ে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের তিনি এই নির্দেশ দিয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উপাচার্য বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ৫৭টি বিভাগ সমন্বয় করে রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছে। বর্তমান প্রশাসন দায়িত্ব নেওয়ার পর এর সমন্বয় বৃদ্ধি পেয়েছে। ফলে দেশবাসীর একমাত্র চিকিৎসার ভরসাস্থল হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় পরিণত হয়েছে। এতে হাসপাতাল রোগীর চাপ অনেক বৃদ্ধি পেয়েছে। রোগীর ভিড়ে চিকিৎসা সেবা নিতে আসা বয়স্করা কিছু সমস্যার সম্মুখীন হন। বিষয়টি আমাদের নজরে এসেছে।
অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, প্রতিদিন আমাদের বহির্বিভাগ থেকে ৯ হাজারের অধিক রোগী চিকিৎসা সেবা নিতে আসছেন। ফলে প্রতিটি সেবা বুথে দীর্ঘ লাইন থাকে। এজন্য আমরা সিনিয়র সিটিজেন যাদের বয়স ৬০ বছরের বেশী তাদের জন্য আলাদা ব্যবস্থা করার নির্দেশ দিয়েছি। রোগীদের সহযোগিতা পেলে সিনিয়র সিটিজেনরা নির্বিঘেœ চিকিৎসা সেবা নিতে পারবেন।
প্রশাসনিক সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, ব্যাসিক সায়েন্স ও প্যারা ক্লিনিক্লাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. শিরিন তরফদার, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার, অতিরিক্ত পরিচালক ডা. পবিত্র দেবনাথ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বজ্রপাতে একদিনে ১০ জনের মৃত্যু

বিএসএমএমইউতে সিনিয়র সিটিজেনদের জন্য আলাদা সেবা

আপডেট সময় : ০৮:৫৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২

স্বাস্থ্য ও পরিচর্যা ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, দেশের সিনিয়র সিটিজেনদের আলাদা চিকিৎসার ব্যবস্থা করা হবে।
গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সভায় এ বিষয়ে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের তিনি এই নির্দেশ দিয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উপাচার্য বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ৫৭টি বিভাগ সমন্বয় করে রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছে। বর্তমান প্রশাসন দায়িত্ব নেওয়ার পর এর সমন্বয় বৃদ্ধি পেয়েছে। ফলে দেশবাসীর একমাত্র চিকিৎসার ভরসাস্থল হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় পরিণত হয়েছে। এতে হাসপাতাল রোগীর চাপ অনেক বৃদ্ধি পেয়েছে। রোগীর ভিড়ে চিকিৎসা সেবা নিতে আসা বয়স্করা কিছু সমস্যার সম্মুখীন হন। বিষয়টি আমাদের নজরে এসেছে।
অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, প্রতিদিন আমাদের বহির্বিভাগ থেকে ৯ হাজারের অধিক রোগী চিকিৎসা সেবা নিতে আসছেন। ফলে প্রতিটি সেবা বুথে দীর্ঘ লাইন থাকে। এজন্য আমরা সিনিয়র সিটিজেন যাদের বয়স ৬০ বছরের বেশী তাদের জন্য আলাদা ব্যবস্থা করার নির্দেশ দিয়েছি। রোগীদের সহযোগিতা পেলে সিনিয়র সিটিজেনরা নির্বিঘেœ চিকিৎসা সেবা নিতে পারবেন।
প্রশাসনিক সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, ব্যাসিক সায়েন্স ও প্যারা ক্লিনিক্লাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. শিরিন তরফদার, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার, অতিরিক্ত পরিচালক ডা. পবিত্র দেবনাথ উপস্থিত ছিলেন।