ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

আরও হিংস্র রূপ ধারণ করেছে সরকার: ফখরুল

  • আপডেট সময় : ১২:২৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০২২
  • ১০০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বিরোধী দল ও মতকে দমনে সরকার এখন ‘আরও হিংস্র রূপ ধারণ করেছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক এক নেতাকে পুলিশ তুলে নিয়ে গেছে অভিযোগ করে বিবৃতিটি দেন তিনি। সোমবার থেকে ওই ছাত্রদল নেতাকে পাওয়া যাচ্ছে না। বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘পুলিশের গুলিতে পঙ্গুত্ব বরণকারী চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফ গতকাল (সোমবার) চট্টগ্রাম আদালতে হাজিরা দিতে যান। এ সময় তাকে পাঁচলাইশ থানার পুলিশ তুলে নিয়ে যায়। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।’
সাইফকে ‘এভাবে আটক ও গুম করে রাখা’ নির্মম মনুষ্যত্বহীনতা ও ভয়ানক অশুভ সংকেত বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। বলেন, ‘এর আগেও তাকে হত্যার উদ্দেশ্যে পুলিশ উঠিয়ে নিয়ে গিয়ে পায়ে অস্ত্র ঠেকিয়ে দুই রাউন্ড গুলি করে। এতে সাইফ চিরতরে পঙ্গু হয়ে যায়। আবারও তাকে একই কায়দায় আটক এবং তার কোনো সন্ধান না পাওয়া গভীর উদ্বেগজনক।’
মির্জা ফখরুল বলেন, ‘রাষ্ট্র পরিচালনার সব ক্ষেত্রে নিজেদের ব্যর্থতা আড়াল করতে ও আওয়ামী দুঃশাসন টিকিয়ে রাখতেই বিরোধী দল ও মতকে দমনে সরকার এখন আরও হিংস্র রূপ ধারণ করেছে। এটি সবার কাছে দৃশ্যমান যে, সাইফকে পাঁচলাইশ থানার পুলিশ তুলে নিয়ে যায়।’ সাইফ পুলিশের কাছেই আছে দাবি করে বিবৃতিতে বলা হয়, ‘তাকে এভাবে নিখোঁজ করে রাখায় দলের সব পর্যায়ের নেতাকর্মী ও তার পরিবার গভীরভাবে উদ্বিগ্ন। আমি অবিলম্বে সাইফকে জনসমক্ষে হাজির করার জোর দাবি জানাচ্ছি।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

গভীর সংস্কার না করলে স্বৈরাচার ফিরে আসবে

আরও হিংস্র রূপ ধারণ করেছে সরকার: ফখরুল

আপডেট সময় : ১২:২৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০২২

নিজস্ব প্রতিবেদক : বিরোধী দল ও মতকে দমনে সরকার এখন ‘আরও হিংস্র রূপ ধারণ করেছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক এক নেতাকে পুলিশ তুলে নিয়ে গেছে অভিযোগ করে বিবৃতিটি দেন তিনি। সোমবার থেকে ওই ছাত্রদল নেতাকে পাওয়া যাচ্ছে না। বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘পুলিশের গুলিতে পঙ্গুত্ব বরণকারী চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফ গতকাল (সোমবার) চট্টগ্রাম আদালতে হাজিরা দিতে যান। এ সময় তাকে পাঁচলাইশ থানার পুলিশ তুলে নিয়ে যায়। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।’
সাইফকে ‘এভাবে আটক ও গুম করে রাখা’ নির্মম মনুষ্যত্বহীনতা ও ভয়ানক অশুভ সংকেত বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। বলেন, ‘এর আগেও তাকে হত্যার উদ্দেশ্যে পুলিশ উঠিয়ে নিয়ে গিয়ে পায়ে অস্ত্র ঠেকিয়ে দুই রাউন্ড গুলি করে। এতে সাইফ চিরতরে পঙ্গু হয়ে যায়। আবারও তাকে একই কায়দায় আটক এবং তার কোনো সন্ধান না পাওয়া গভীর উদ্বেগজনক।’
মির্জা ফখরুল বলেন, ‘রাষ্ট্র পরিচালনার সব ক্ষেত্রে নিজেদের ব্যর্থতা আড়াল করতে ও আওয়ামী দুঃশাসন টিকিয়ে রাখতেই বিরোধী দল ও মতকে দমনে সরকার এখন আরও হিংস্র রূপ ধারণ করেছে। এটি সবার কাছে দৃশ্যমান যে, সাইফকে পাঁচলাইশ থানার পুলিশ তুলে নিয়ে যায়।’ সাইফ পুলিশের কাছেই আছে দাবি করে বিবৃতিতে বলা হয়, ‘তাকে এভাবে নিখোঁজ করে রাখায় দলের সব পর্যায়ের নেতাকর্মী ও তার পরিবার গভীরভাবে উদ্বিগ্ন। আমি অবিলম্বে সাইফকে জনসমক্ষে হাজির করার জোর দাবি জানাচ্ছি।’