ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

বার্সেলোনা অতীতে বাস করে : কোম্যান

  • আপডেট সময় : ১০:৪৩:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০২২
  • ৮২ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : ব্যর্থতার দায় কাঁধে নিয়ে গত অক্টোবরে বরখাস্ত হন রোনাল্ড কোম্যান। তার জায়গায় ডাগআউটে দাঁড়ান ক্লাব লিজেন্ড জাভি। তার অধীনেও সুবিধা করতে পারেনি বার্সা। লা লিগায় শেষ দিকে হঠাৎ করে খেই হারিয়ে রানার্সআপ হয়েছে। প্রত্যাশিত সাফল্য পায়নি দল, এই সুযোগে সাবেক ক্লাবকে একহাত নিলেন কোম্যান। বিশ্বকাপের পর কোচ লুইস ফন গালের উত্তরসূরি হয়ে নেদারল্যান্ডসের ডাগআউটে দেখা যাবে কোম্যানকে। ন্যু ক্যাম্পে এক বছরের অভিজ্ঞতা থেকে তার মন্তব্য, বার্সা অতীতে বাস করে।
বার্সার টিকিটাকা ও ৪-৩-৩ ধারণা বিরোধী কোম্যান এস্পোর্ত-৩ কে বলেছেন, ‘আমি খেলায় আধিপত্য বিস্তারের পক্ষে। যদি আপনি তিনজন সেন্ট্রাল ডিফেন্ডার ও পাঁচ ডিফেন্ডার নিয়ে খেলেন, আপনি বলতে পারেন না যে এটা ডিফেন্সিভ সিস্টেম।’ বার্সার সঙ্গে কোপা দেল রে জয়ী কোচ নিজের রণকৌশল নিয়ে বললেন, ‘এই পদ্ধতি নিয়ে তিন বা চার মাস ধরে আমরা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সেরা খেলা খেলেছিলাম। এর পরিষ্কার উদাহরণ অ্যাথলেটিকের বিপক্ষে কোপা দেল রে ফাইনাল। বার্সা অতীতে বাস করে, তাদের ৪-৩-৩ ও টিকি-টাকা। ফুটবল বদলে গেছে, এখন এটা আরও গতিময়, আরও বেশি শারীরিক। আপনি অতীতে বাস করতে পারেন না।’ শোনা যাচ্ছে, বায়ার্ন মিউনিখ থেকে রবার্ট লেভানডোভস্কিকে কিনছে বার্সা। এ নিয়ে সংশয় প্রকাশ করলেন ডাচ ট্যাকটিশিয়ান, ‘লেভানডোভস্কি একজন সেরা খেলোয়াড়, নিয়মিত গোল করে। কিন্তু তার বয়স, ৩৫? বেতনসহ সব মিলিয়ে তাদের একজন খেলোয়াড়কে ৫ কিংবা ৬ কোটি দিতে পারা নিয়ে আমার অনেক সংশয় আছে। সম্ভবত তার এখনও দুই বছর বাকি। তাকে চুক্তি করা না করা নিয়ে আমার অনেক সংশয় আছে।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বার্সেলোনা অতীতে বাস করে : কোম্যান

আপডেট সময় : ১০:৪৩:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০২২

ক্রীড়া ডেস্ক : ব্যর্থতার দায় কাঁধে নিয়ে গত অক্টোবরে বরখাস্ত হন রোনাল্ড কোম্যান। তার জায়গায় ডাগআউটে দাঁড়ান ক্লাব লিজেন্ড জাভি। তার অধীনেও সুবিধা করতে পারেনি বার্সা। লা লিগায় শেষ দিকে হঠাৎ করে খেই হারিয়ে রানার্সআপ হয়েছে। প্রত্যাশিত সাফল্য পায়নি দল, এই সুযোগে সাবেক ক্লাবকে একহাত নিলেন কোম্যান। বিশ্বকাপের পর কোচ লুইস ফন গালের উত্তরসূরি হয়ে নেদারল্যান্ডসের ডাগআউটে দেখা যাবে কোম্যানকে। ন্যু ক্যাম্পে এক বছরের অভিজ্ঞতা থেকে তার মন্তব্য, বার্সা অতীতে বাস করে।
বার্সার টিকিটাকা ও ৪-৩-৩ ধারণা বিরোধী কোম্যান এস্পোর্ত-৩ কে বলেছেন, ‘আমি খেলায় আধিপত্য বিস্তারের পক্ষে। যদি আপনি তিনজন সেন্ট্রাল ডিফেন্ডার ও পাঁচ ডিফেন্ডার নিয়ে খেলেন, আপনি বলতে পারেন না যে এটা ডিফেন্সিভ সিস্টেম।’ বার্সার সঙ্গে কোপা দেল রে জয়ী কোচ নিজের রণকৌশল নিয়ে বললেন, ‘এই পদ্ধতি নিয়ে তিন বা চার মাস ধরে আমরা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সেরা খেলা খেলেছিলাম। এর পরিষ্কার উদাহরণ অ্যাথলেটিকের বিপক্ষে কোপা দেল রে ফাইনাল। বার্সা অতীতে বাস করে, তাদের ৪-৩-৩ ও টিকি-টাকা। ফুটবল বদলে গেছে, এখন এটা আরও গতিময়, আরও বেশি শারীরিক। আপনি অতীতে বাস করতে পারেন না।’ শোনা যাচ্ছে, বায়ার্ন মিউনিখ থেকে রবার্ট লেভানডোভস্কিকে কিনছে বার্সা। এ নিয়ে সংশয় প্রকাশ করলেন ডাচ ট্যাকটিশিয়ান, ‘লেভানডোভস্কি একজন সেরা খেলোয়াড়, নিয়মিত গোল করে। কিন্তু তার বয়স, ৩৫? বেতনসহ সব মিলিয়ে তাদের একজন খেলোয়াড়কে ৫ কিংবা ৬ কোটি দিতে পারা নিয়ে আমার অনেক সংশয় আছে। সম্ভবত তার এখনও দুই বছর বাকি। তাকে চুক্তি করা না করা নিয়ে আমার অনেক সংশয় আছে।’