ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

বৈশ্বিক খাদ্য সংকটের জন্য এককভাবে দায়ী রাশিয়া

  • আপডেট সময় : ১২:৩৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২
  • ১৪৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : বৈশ্বিক খাদ্য সংকটের জন্য রাশিয়াকে এককভাবে দায়ী করেছে ইউরোপীয় কাউন্সিল। গত রোববার জি-৭ শীর্ষ সম্মেলনে কাউন্সিলের সভাপতি চার্লস মিশেল এমন অভিযোগ করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। রাশিয়ার বিরুদ্ধে বিপজ্জনক ‘হাঙ্গার গেমস’ খেলারও অভিযোগ করেন চার্লস মিশেল।
রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা এবং ইউক্রেনের মধ্য ও দীর্ঘমেয়াদী পুনর্গঠনের বিষয়ে আলোচনার জন্য রবিবার জার্মানিতে জড়ো হয়েছেন জি-৭ দেশগুলোর নেতারা।
শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে এক সংবাদ সম্মেলনে চার্লস মিশেল বলেন, ক্রেমলিন খাবারকে ‘যুদ্ধের নীরব অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে। তিনি বলেন, আমাদের অবশ্যই খাবার ও সারের দাম সম্পর্কে রুশ প্রপাগান্ডা কঠোরভাবে মোকাবিলা করতে হবে। ইউক্রেনের দীর্ঘ পথচলায় ইউরোপীয় ইউনিয়ন পাশে থাকবে বলেও জানান চার্লস মিশেল।
এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সতর্ক করে বলেছেন, ইউক্রেনে রাশিয়া জিতে গেলে তা বিশ্বের জন্য বিপর্যয় বয়ে আনবে। রবিবার সংবাদমাধ্যম সিএনএনের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি। গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এই অভিযানকে অবৈধ অ্যাখা দিয়ে পুতিন ও তার ঘনিষ্ঠজনদের ওপর নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। গত ১৪ জুন প্রকাশিত এক সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ স্বীকার করেছেন, পশ্চিমা নিষেধাজ্ঞার ধকল কাটানো সহজ নয়। তিনি বলেন, পশ্চিমাদের যেসব পদক্ষেপ রাশিয়ার অর্থনীতিকে বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে সেগুলো ছিল কঠিন। তবে তাদের এসব পদক্ষেপ মস্কোকে ‘বন্ধুত্বপূর্ণ’ দেশগুলোর দিকে আরও ঠেলে দিচ্ছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বৈশ্বিক খাদ্য সংকটের জন্য এককভাবে দায়ী রাশিয়া

আপডেট সময় : ১২:৩৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : বৈশ্বিক খাদ্য সংকটের জন্য রাশিয়াকে এককভাবে দায়ী করেছে ইউরোপীয় কাউন্সিল। গত রোববার জি-৭ শীর্ষ সম্মেলনে কাউন্সিলের সভাপতি চার্লস মিশেল এমন অভিযোগ করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। রাশিয়ার বিরুদ্ধে বিপজ্জনক ‘হাঙ্গার গেমস’ খেলারও অভিযোগ করেন চার্লস মিশেল।
রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা এবং ইউক্রেনের মধ্য ও দীর্ঘমেয়াদী পুনর্গঠনের বিষয়ে আলোচনার জন্য রবিবার জার্মানিতে জড়ো হয়েছেন জি-৭ দেশগুলোর নেতারা।
শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে এক সংবাদ সম্মেলনে চার্লস মিশেল বলেন, ক্রেমলিন খাবারকে ‘যুদ্ধের নীরব অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে। তিনি বলেন, আমাদের অবশ্যই খাবার ও সারের দাম সম্পর্কে রুশ প্রপাগান্ডা কঠোরভাবে মোকাবিলা করতে হবে। ইউক্রেনের দীর্ঘ পথচলায় ইউরোপীয় ইউনিয়ন পাশে থাকবে বলেও জানান চার্লস মিশেল।
এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সতর্ক করে বলেছেন, ইউক্রেনে রাশিয়া জিতে গেলে তা বিশ্বের জন্য বিপর্যয় বয়ে আনবে। রবিবার সংবাদমাধ্যম সিএনএনের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি। গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এই অভিযানকে অবৈধ অ্যাখা দিয়ে পুতিন ও তার ঘনিষ্ঠজনদের ওপর নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। গত ১৪ জুন প্রকাশিত এক সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ স্বীকার করেছেন, পশ্চিমা নিষেধাজ্ঞার ধকল কাটানো সহজ নয়। তিনি বলেন, পশ্চিমাদের যেসব পদক্ষেপ রাশিয়ার অর্থনীতিকে বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে সেগুলো ছিল কঠিন। তবে তাদের এসব পদক্ষেপ মস্কোকে ‘বন্ধুত্বপূর্ণ’ দেশগুলোর দিকে আরও ঠেলে দিচ্ছে।