ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫

খাসির মাংসের দাম কেজিতে বেড়েছে ৫০ টাকা

  • আপডেট সময় : ১২:৪০:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২
  • ১১৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহ সংবাদদাতা : ময়মনসিংহে সপ্তাহের ব্যবধানে মুরগির দাম কমলেও বেড়েছে সবজি, মাছ ও খাসির মাংসের দাম। খাসির মাংস কেজিতে ৫০ টাকা বেড়ে ৯০০ টাকায় বিক্রি হচ্ছে। গতকাল রোববার দুপুরে ময়মনসিংহ মহানগরীর মেছুয়া বাজার ঘুরে এসব তথ্য পাওয়া যায়। বাজারের সবজি বিক্রেতা তামিম মিয়া বলেন, বাজারে সবজির আমদানি কম, চাহিদা বেশি। তাই সব প্রকার সবজির দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। তিনি বলেন, বেগুন ৮০, কাঁচামরিচ ৮০, পেঁপে ৩০, কুমড়া ৫০, মিষ্টিকুমড়া ২৫, করলা ৬০, ঢেঁড়স ৩০, গাজর ১৪০, পটল ৪০, শসা ৮০, লেবু ১৫ টাকা হালি, কাকরোল ৬০, লাউ ৫০, মুখি কচু ৪০, বরবটি ৬০, কাঁচকলা ৩০, ঝিঙা ৬০, ধুন্ধল ৬০ ও চিচিঙ্গা ৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে। একই বাজারের সুরুজ আলী বলেন, সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ কেজিতে ১০ টাকা বেড়ে ৪৫ টাকা, আলু ৫ টাকা বেড়ে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। ইন্ডিয়ান রসুন ২০ টাকা বেড়ে ১৮০ টাকা হয়েছে। তিনি বলেন, দেশি রসুন ৯০, দেশি, ইন্ডিয়ান আলু ৩০, দেশি মুরগির ডিম ৬০, ফার্মের মুরগির ডিম ৪০, হাঁসের ডিম ৫৫ টাকা হালি বিক্রি হচ্ছে। একই বাজারের নিউ জঙ্গল বাড়ি স্টোরের বিক্রেতা আতাউর রহমান বলেন, কোনো প্রকার ডালের দাম বাড়েনি। মোটা মসুর ডাল ৯৫, দেশি মসুর ডাল ১৩০, ভাঙ্গা মাসকলাই ১৩০, মাসকলাই ৯৫, বুটের ডাল ৭৫, খেসারি ৭০, আস্ত বুটের ডাল ৮৫, ছোলা বুট ৭০, মুগডাল ১৩০, মোটর ৬৫, চিনি ৮০, খোলা আটা ৪০ ও প্যাকেট আটা ৫০ টাকা বিক্রি হচ্ছে। বিক্রেতা কাঞ্চন পাল বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমায় দেশেও কমেছে। বাজারে এখন তেলের কোনো সংকট নেই। এখন তেলের ক্রেতাই খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি বলেন, খোলা সয়াবিন তেল ২০০, পাম তেল ১৭১, কোয়ালিটি তেল ১৮৮, সরিষার তেল ২৬০, নারকেলি তেল ৬০০ কেজি বিক্রি হচ্ছে। একই বাজারের ‘আকবর মাংসের দোকান’র বিক্রেতা রাজ বলেন, গরুর মাংসের দাম না বাড়লেও খাসির মাংস কেজিতে ৫০ টাকা বেড়েছে। গরুর মাংস ৬৫০ ও খাসির মাংস ৯০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

খাসির মাংসের দাম কেজিতে বেড়েছে ৫০ টাকা

আপডেট সময় : ১২:৪০:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২

ময়মনসিংহ সংবাদদাতা : ময়মনসিংহে সপ্তাহের ব্যবধানে মুরগির দাম কমলেও বেড়েছে সবজি, মাছ ও খাসির মাংসের দাম। খাসির মাংস কেজিতে ৫০ টাকা বেড়ে ৯০০ টাকায় বিক্রি হচ্ছে। গতকাল রোববার দুপুরে ময়মনসিংহ মহানগরীর মেছুয়া বাজার ঘুরে এসব তথ্য পাওয়া যায়। বাজারের সবজি বিক্রেতা তামিম মিয়া বলেন, বাজারে সবজির আমদানি কম, চাহিদা বেশি। তাই সব প্রকার সবজির দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। তিনি বলেন, বেগুন ৮০, কাঁচামরিচ ৮০, পেঁপে ৩০, কুমড়া ৫০, মিষ্টিকুমড়া ২৫, করলা ৬০, ঢেঁড়স ৩০, গাজর ১৪০, পটল ৪০, শসা ৮০, লেবু ১৫ টাকা হালি, কাকরোল ৬০, লাউ ৫০, মুখি কচু ৪০, বরবটি ৬০, কাঁচকলা ৩০, ঝিঙা ৬০, ধুন্ধল ৬০ ও চিচিঙ্গা ৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে। একই বাজারের সুরুজ আলী বলেন, সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ কেজিতে ১০ টাকা বেড়ে ৪৫ টাকা, আলু ৫ টাকা বেড়ে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। ইন্ডিয়ান রসুন ২০ টাকা বেড়ে ১৮০ টাকা হয়েছে। তিনি বলেন, দেশি রসুন ৯০, দেশি, ইন্ডিয়ান আলু ৩০, দেশি মুরগির ডিম ৬০, ফার্মের মুরগির ডিম ৪০, হাঁসের ডিম ৫৫ টাকা হালি বিক্রি হচ্ছে। একই বাজারের নিউ জঙ্গল বাড়ি স্টোরের বিক্রেতা আতাউর রহমান বলেন, কোনো প্রকার ডালের দাম বাড়েনি। মোটা মসুর ডাল ৯৫, দেশি মসুর ডাল ১৩০, ভাঙ্গা মাসকলাই ১৩০, মাসকলাই ৯৫, বুটের ডাল ৭৫, খেসারি ৭০, আস্ত বুটের ডাল ৮৫, ছোলা বুট ৭০, মুগডাল ১৩০, মোটর ৬৫, চিনি ৮০, খোলা আটা ৪০ ও প্যাকেট আটা ৫০ টাকা বিক্রি হচ্ছে। বিক্রেতা কাঞ্চন পাল বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমায় দেশেও কমেছে। বাজারে এখন তেলের কোনো সংকট নেই। এখন তেলের ক্রেতাই খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি বলেন, খোলা সয়াবিন তেল ২০০, পাম তেল ১৭১, কোয়ালিটি তেল ১৮৮, সরিষার তেল ২৬০, নারকেলি তেল ৬০০ কেজি বিক্রি হচ্ছে। একই বাজারের ‘আকবর মাংসের দোকান’র বিক্রেতা রাজ বলেন, গরুর মাংসের দাম না বাড়লেও খাসির মাংস কেজিতে ৫০ টাকা বেড়েছে। গরুর মাংস ৬৫০ ও খাসির মাংস ৯০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।