নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক মানের বিজ্ঞানী পরিচয় দেয়া ভূয়া বিজ্ঞানী সাইফুল ইসলাম ওরফে বিজ্ঞানী সাইফুল ওরফে সায়েন্টিস্ট সাইফুলকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার চক্রের আরও ১৫ জনকে গ্রেপ্তার করে র্যাব।
গত মঙ্গলবার রাত থেকে সকাল পর্যন্ত ঢাকা ও টাঙ্গাইলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র ও মাদক। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রতারক সাইফুল জলবায়ু পরিবর্তনের প্রভাব ও প্রতিকার, পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট, করোনা প্রতিরোধ ব্যবস্থা ও অন্যান্য প্রজেক্ট বাস্তবায়নের নামে কোটি কোটি টাকা ও জমি আত্মসাত করেছে। সে নিজেকে আন্তর্জাতিক মানের বিজ্ঞানী পরিচয় দিত।
গতকাল বুধবার বিকালে তার ব্যাপারে রাজধানীর কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে মিডিয়া ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলে জানান মঈন।
১৫ সহযোগীসহ ভুয়া বিজ্ঞানী গ্রেপ্তার
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ