ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

মাস ঘোরার আগেই টেলিগ্রামে ‘প্রিমিয়াম’ সেবা

  • আপডেট সময় : ০৯:৫৮:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২
  • ৮৮ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : তরিৎ গতিতে ‘প্রিমিয়াম’ সাবস্ক্রিপশন সেবা চালু করেছে মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রাম। এ মাসের শুরুতেই নির্দিষ্ট ফি’র বিনিময়ে বিশেষ গ্রাহক সেবা চালু করার ঘোষণা দিয়ে মাস ঘোরার আগেই সেবাটি চালু করেছে আলোচিত প্ল্যাটফর্মটি।
‘প্রিমিয়াম’ সেবার জন্য চার ডলার ৯৯ সেন্ট করে খরচ করে ব্যবহারকারীরা বাড়তি অনেক সুবিধা পাবেন বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ। টেলিগ্রাম থেকে ফাইল ডাউনলোডের বেলায় বাড়তি গতি পাবেন প্রিমিয়াম সেবা গ্রাহকরা। সর্বোচ্চ চার গিগাবাইটের ফাইল আপলোড করতে পারবেন তারা।
প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ জানিয়েছে, কার্যত সাধারণ ব্যবহারকারীদের ব্যবহৃত ফিচারগুলোই দ্বিগুণ আকারে ব্যবহারের সুযোগ পাবেন প্রিমিয়াম সেবাগ্রাহকরা। পাঁচশ চ্যানেলের বদলে এক হাজার চ্যানেলে যোগ দিতে পারবেন তারা। অন্যান্য ফিচারগুলোর ক্ষেত্রেও দৃশ্যপট একই। দুইশ চ্যাটের ২০টি চ্যাট ফোল্ডার তৈরি করতে পারেন সাধারণ ব্যবহারকারীরা। এ ছাড়াও ১০টি স্টিকার সেইভ করে রাখা, ১০টি চ্যাট পিন করে রাখার সুযোগ পান একজন সাধারণ ব্যবহারকারী। প্রিমিয়াম সেবাগ্রাহকদের জন্য দ্বিগুণ হবে এই ফিচারগুলো। এ ছাড়াও, প্রিমিয়াম স্টিকারের পুরো লাইব্রেরিতে প্রবেশাধিকার থাকবে গ্রাহকদের। পাবলিক চ্যানেল থেকে স্পনসর্ড মেসেজ সরিয়ে দেবে প্রিমিয়াম সাবস্ক্রিপশন সেবা। আর ভয়েস মেসেজ শোনার জন্য হাতের কাছে হেডফোন না থাকলে, মেসেজ টেক্সটে রূপান্তর করে দেবে ‘টেলিগ্রাম প্রিমিয়াম’। সার্বিক পরিকল্পনা নিয়ে টেলিগ্রাম প্রধান পাভেল দুরভ জানিয়েছেন, প্ল্যাটফর্মটির ফ্রি ফিচারগুলো ফ্রি’ই থাকবে; প্রিমিয়াম সেবার গ্রাহক নন, এমন কারও অভিজ্ঞতায় কোনো নেতিবাচক পরিবর্তনও আসবে না। অর্থাৎ, প্রিমিয়াম সেবাগ্রাহকদের আপলোড করা বড় ফাইল ডাউনলোড করতে বা প্রিমিয়াম স্টিকারগুলো দেখার ক্ষেত্রে সাধারণ ব্যবহারকারীরা কোনো বাধার মুখে পড়বেন না বলে জানিয়েছে ভার্জ। অন্যদিকে, সাধারণ ব্যবহারকারীদের জন্য নতুন ফিচারের নির্মাণ কাজও থেমে থাকবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন দুরভ। অ্যাপটির সর্বশেষ আপডেটে চ্যাটে ভেরিফাইড ব্যাজ দেখানোর ফিচার যোগ হয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আবু সাঈদের নৃশংস হত্যাকাণ্ডে গণঅভ্যুত্থানের সূচনা

মাস ঘোরার আগেই টেলিগ্রামে ‘প্রিমিয়াম’ সেবা

আপডেট সময় : ০৯:৫৮:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২

প্রযুক্তি ডেস্ক : তরিৎ গতিতে ‘প্রিমিয়াম’ সাবস্ক্রিপশন সেবা চালু করেছে মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রাম। এ মাসের শুরুতেই নির্দিষ্ট ফি’র বিনিময়ে বিশেষ গ্রাহক সেবা চালু করার ঘোষণা দিয়ে মাস ঘোরার আগেই সেবাটি চালু করেছে আলোচিত প্ল্যাটফর্মটি।
‘প্রিমিয়াম’ সেবার জন্য চার ডলার ৯৯ সেন্ট করে খরচ করে ব্যবহারকারীরা বাড়তি অনেক সুবিধা পাবেন বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ। টেলিগ্রাম থেকে ফাইল ডাউনলোডের বেলায় বাড়তি গতি পাবেন প্রিমিয়াম সেবা গ্রাহকরা। সর্বোচ্চ চার গিগাবাইটের ফাইল আপলোড করতে পারবেন তারা।
প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ জানিয়েছে, কার্যত সাধারণ ব্যবহারকারীদের ব্যবহৃত ফিচারগুলোই দ্বিগুণ আকারে ব্যবহারের সুযোগ পাবেন প্রিমিয়াম সেবাগ্রাহকরা। পাঁচশ চ্যানেলের বদলে এক হাজার চ্যানেলে যোগ দিতে পারবেন তারা। অন্যান্য ফিচারগুলোর ক্ষেত্রেও দৃশ্যপট একই। দুইশ চ্যাটের ২০টি চ্যাট ফোল্ডার তৈরি করতে পারেন সাধারণ ব্যবহারকারীরা। এ ছাড়াও ১০টি স্টিকার সেইভ করে রাখা, ১০টি চ্যাট পিন করে রাখার সুযোগ পান একজন সাধারণ ব্যবহারকারী। প্রিমিয়াম সেবাগ্রাহকদের জন্য দ্বিগুণ হবে এই ফিচারগুলো। এ ছাড়াও, প্রিমিয়াম স্টিকারের পুরো লাইব্রেরিতে প্রবেশাধিকার থাকবে গ্রাহকদের। পাবলিক চ্যানেল থেকে স্পনসর্ড মেসেজ সরিয়ে দেবে প্রিমিয়াম সাবস্ক্রিপশন সেবা। আর ভয়েস মেসেজ শোনার জন্য হাতের কাছে হেডফোন না থাকলে, মেসেজ টেক্সটে রূপান্তর করে দেবে ‘টেলিগ্রাম প্রিমিয়াম’। সার্বিক পরিকল্পনা নিয়ে টেলিগ্রাম প্রধান পাভেল দুরভ জানিয়েছেন, প্ল্যাটফর্মটির ফ্রি ফিচারগুলো ফ্রি’ই থাকবে; প্রিমিয়াম সেবার গ্রাহক নন, এমন কারও অভিজ্ঞতায় কোনো নেতিবাচক পরিবর্তনও আসবে না। অর্থাৎ, প্রিমিয়াম সেবাগ্রাহকদের আপলোড করা বড় ফাইল ডাউনলোড করতে বা প্রিমিয়াম স্টিকারগুলো দেখার ক্ষেত্রে সাধারণ ব্যবহারকারীরা কোনো বাধার মুখে পড়বেন না বলে জানিয়েছে ভার্জ। অন্যদিকে, সাধারণ ব্যবহারকারীদের জন্য নতুন ফিচারের নির্মাণ কাজও থেমে থাকবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন দুরভ। অ্যাপটির সর্বশেষ আপডেটে চ্যাটে ভেরিফাইড ব্যাজ দেখানোর ফিচার যোগ হয়েছে।