ঢাকা ১২:১৪ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

অমির এজেন্সিতে অভিযান চালিয়ে শতাধিক পাসপোর্ট উদ্ধার

  • আপডেট সময় : ০১:১৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১
  • ১১৩ বার পড়া হয়েছে

সাভার প্রতিনিধি : সাভার বোট ক্লাবে পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনার আসামি অমির দক্ষিণখান এলাকার রিক্রুটিং এজেন্সিতে অভিযান চালিয়ে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও সেখান থেকে বিভিন্ন জনের ১০২টি পাসপোর্ট উদ্ধার করা হয়। গতকাল বুধবার সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
গত মঙ্গলবার গভীর রাতে সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার নামে ওই প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালনা করে সাভার ও দক্ষিণখান থানা পুলিশ। অভিযানে আটক দুজন হচ্ছে– মশিউর ও বাছির। সাভার মডেল থানার ওসি বলেন, ‘আসামি অমির দুটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। তবে এর মধ্যে উত্তরা এলাকার অমির মালিকানাধীন ট্রাভেল এজেন্সিতে অভিযান চালিয়ে তেমন কিছু পাওয়া যায়নি।’
ওসি জানান, এ ঘটনায় পাসপোর্ট আইনে তিনি নিজে বাদী হয়ে দক্ষিণখান থানায় একটি মামলা দায়ের করেছেন। এছাড়া উদ্ধার করা বিভিন্ন নারী ও পুরুষের পাসপোর্টগুলো অবৈধভাবে এখানে রাখা হয়েছে কিনা এবং ট্রেনিং সেন্টারের অনুমোদন আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
অমির দুই সহযোগী রিমান্ডে : চিত্রনায়িকা পরীমণিকে নির্যাতনের ঘটনায় গ্রেফতার তুহিন সিদ্দিকী অমির দুই সহযোগী বাছির ও মশিউর মিয়াকে বেআইনিভাবে পাসপোর্ট রাখার দায়ে করা মামলায় দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত রিমান্ডের আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য নিশ্চিত করেছে। এদিন মামলার তদন্ত কর্মকর্তা আসামিদেরকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাইলে আদালত প্রত্যেকের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মঙ্গলবার (১৫ জুন) রাতে ঢাকা জেলা পুলিশ দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

অমির এজেন্সিতে অভিযান চালিয়ে শতাধিক পাসপোর্ট উদ্ধার

আপডেট সময় : ০১:১৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১

সাভার প্রতিনিধি : সাভার বোট ক্লাবে পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনার আসামি অমির দক্ষিণখান এলাকার রিক্রুটিং এজেন্সিতে অভিযান চালিয়ে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও সেখান থেকে বিভিন্ন জনের ১০২টি পাসপোর্ট উদ্ধার করা হয়। গতকাল বুধবার সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
গত মঙ্গলবার গভীর রাতে সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার নামে ওই প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালনা করে সাভার ও দক্ষিণখান থানা পুলিশ। অভিযানে আটক দুজন হচ্ছে– মশিউর ও বাছির। সাভার মডেল থানার ওসি বলেন, ‘আসামি অমির দুটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। তবে এর মধ্যে উত্তরা এলাকার অমির মালিকানাধীন ট্রাভেল এজেন্সিতে অভিযান চালিয়ে তেমন কিছু পাওয়া যায়নি।’
ওসি জানান, এ ঘটনায় পাসপোর্ট আইনে তিনি নিজে বাদী হয়ে দক্ষিণখান থানায় একটি মামলা দায়ের করেছেন। এছাড়া উদ্ধার করা বিভিন্ন নারী ও পুরুষের পাসপোর্টগুলো অবৈধভাবে এখানে রাখা হয়েছে কিনা এবং ট্রেনিং সেন্টারের অনুমোদন আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
অমির দুই সহযোগী রিমান্ডে : চিত্রনায়িকা পরীমণিকে নির্যাতনের ঘটনায় গ্রেফতার তুহিন সিদ্দিকী অমির দুই সহযোগী বাছির ও মশিউর মিয়াকে বেআইনিভাবে পাসপোর্ট রাখার দায়ে করা মামলায় দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত রিমান্ডের আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য নিশ্চিত করেছে। এদিন মামলার তদন্ত কর্মকর্তা আসামিদেরকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাইলে আদালত প্রত্যেকের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মঙ্গলবার (১৫ জুন) রাতে ঢাকা জেলা পুলিশ দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।