প্রত্যাশা ডেস্ক : প্রতি জুন মাসের তৃতীয় রোববার বিশ্ব বাবা দিবস। এই দিবসটি নানাভাবে উদযাপিত হয়ে আসছে। এবারের বাবা দিবসে এক আবেগঘন বার্তা দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, ‘বাবা হওয়া এক মহান দায়িত্ব এবং মহান সুখ। এটি শক্তি, প্রজ্ঞা, এগিয়ে যাওয়ার প্রেরণা এবং হাল না ছাড়া’। ভিডিও বার্তায় জেলেনস্কি আরও বলেন, ‘এটি যতই কঠিন হোক না কেনও- আপনাদের পরিবার, সন্তান এবং পুরো ইউক্রেনকে রক্ষা করতে হবে’। ইউক্রেন যুদ্ধে রুশ হামলায় এ পর্যন্ত অনেক বাবা তার সন্তানকে হারিয়েছে। রাশিয়ার গোলার আঘাত থেকে সন্তানকে বাঁচাতে বাধ্য হয়ে ইউক্রেন ছেড়ে প্রতিবেশি দেশগুলোতে আশ্রয় নিয়েছেন অনেক বাবা। সূত্র: বিবিসি।

























