ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬

ইরান-তুর্কমেনিস্তানের যৌথ বাণিজ্যকেন্দ্র

  • আপডেট সময় : ০২:০৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২
  • ১৭১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : দু’দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়ানোর লক্ষ্যে ইরান ও তুর্কমেনিস্তান একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র প্রতিষ্ঠা করবে। মঙ্গলবার (১৫ জুন) ইরানের বাণিজ্যমন্ত্রী রেজা ফাতেমি আমিন ও তুর্কমেনিস্তানের মন্ত্রিপরিষদের উপপ্রধান বাতির আদ-দায়েভ যৌথ বাণিজ্যকেন্দ্র প্রতিষ্ঠা করার বিষয়টি নিয়ে আলোচনা করেন। এর আগে আদ-দায়েভ ও তুর্কমেনিস্তানের একটি শীর্ষ পর্যায়ের অর্থনৈতিক প্রতিনিধিদল তেহরানে পৌঁছায়। একইদিনে তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট সরদার বারদিমুহামেদভ দুই দিনের সরকারি সফরে ইরানে যান। ইরানের বাণিজ্যমন্ত্রী ফাতেমি আমিন বলেন, ইরান ও তুর্কমেনিস্তানের মধ্যে একটি অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তিতে সই করার জন্য দুই দেশের মধ্যে যৌথ বাণিজ্যকেন্দ্র প্রতিষ্ঠা করা দরকার। যৌথ বাণিজ্যকেন্দ্র প্রতিষ্ঠা ও দু’দেশের মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি হলে দুই প্রতিবেশী মধ্যে বাণিজ্যের পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়ে যাবে। ইরানের বাণিজ্যমন্ত্রী বলেন, তুর্কমেনিস্তানের প্রতিনিধিদল ইরান সফরের সময় তাদের সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্যের ক্ষেত্রে দু দেশের পণ্যের তালিকা নিয়ে আলোচনা হবে যাতে এসব পণ্য কম শূল্কে দুদেশ রপ্তানি করতে পারে। গত বছরের আগস্ট মাসে ইরানের প্রেসিডেন্ট হিসেবে সাইয়েদ ইব্রাহিম রাইসির সরকার দায়িত্ব নেওয়ার পর তুর্কমেনিস্তানের সঙ্গে অর্থনৈতিক ও জ্বালানি সম্পর্ক জোরদার করা হয়েছে। ইরানের ভেতর দিয়ে তুর্কমেনিস্তানের প্রাকৃতিক গ্যাস অন্য দেশে রপ্তানির জন্য তেহরান ও আশখাবাদের মধ্যে চুক্তি হয়েছে। অন্যদিকে, ইরান থেকে বিভিন্ন ধরনের পণ্য মধ্য এশিয়ার দেশগুলোতে রপ্তানি করার জন্য তুর্কমেনিস্তানের ভূমি ব্যবহার করতে পারছে। এরইমধ্যে ইরান ও তুর্কমেনিস্তানের শ্রমমন্ত্রী একটি সমঝোতা স্মারকে সই করেছেন যাতে দু’দেশের মধ্যে সহযোগিতা জোরদার হয়। এছাড়া, ইরান ও তুর্কেমেনিস্তানের মধ্যে পণ্যবাহী কার্গো চলাচল বাড়ানোর জন্য পরিকল্পনা নিয়েছে দেশ দুটির সরকার। সূত্র: পার্সটুডে

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ইরান-তুর্কমেনিস্তানের যৌথ বাণিজ্যকেন্দ্র

আপডেট সময় : ০২:০৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : দু’দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়ানোর লক্ষ্যে ইরান ও তুর্কমেনিস্তান একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র প্রতিষ্ঠা করবে। মঙ্গলবার (১৫ জুন) ইরানের বাণিজ্যমন্ত্রী রেজা ফাতেমি আমিন ও তুর্কমেনিস্তানের মন্ত্রিপরিষদের উপপ্রধান বাতির আদ-দায়েভ যৌথ বাণিজ্যকেন্দ্র প্রতিষ্ঠা করার বিষয়টি নিয়ে আলোচনা করেন। এর আগে আদ-দায়েভ ও তুর্কমেনিস্তানের একটি শীর্ষ পর্যায়ের অর্থনৈতিক প্রতিনিধিদল তেহরানে পৌঁছায়। একইদিনে তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট সরদার বারদিমুহামেদভ দুই দিনের সরকারি সফরে ইরানে যান। ইরানের বাণিজ্যমন্ত্রী ফাতেমি আমিন বলেন, ইরান ও তুর্কমেনিস্তানের মধ্যে একটি অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তিতে সই করার জন্য দুই দেশের মধ্যে যৌথ বাণিজ্যকেন্দ্র প্রতিষ্ঠা করা দরকার। যৌথ বাণিজ্যকেন্দ্র প্রতিষ্ঠা ও দু’দেশের মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি হলে দুই প্রতিবেশী মধ্যে বাণিজ্যের পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়ে যাবে। ইরানের বাণিজ্যমন্ত্রী বলেন, তুর্কমেনিস্তানের প্রতিনিধিদল ইরান সফরের সময় তাদের সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্যের ক্ষেত্রে দু দেশের পণ্যের তালিকা নিয়ে আলোচনা হবে যাতে এসব পণ্য কম শূল্কে দুদেশ রপ্তানি করতে পারে। গত বছরের আগস্ট মাসে ইরানের প্রেসিডেন্ট হিসেবে সাইয়েদ ইব্রাহিম রাইসির সরকার দায়িত্ব নেওয়ার পর তুর্কমেনিস্তানের সঙ্গে অর্থনৈতিক ও জ্বালানি সম্পর্ক জোরদার করা হয়েছে। ইরানের ভেতর দিয়ে তুর্কমেনিস্তানের প্রাকৃতিক গ্যাস অন্য দেশে রপ্তানির জন্য তেহরান ও আশখাবাদের মধ্যে চুক্তি হয়েছে। অন্যদিকে, ইরান থেকে বিভিন্ন ধরনের পণ্য মধ্য এশিয়ার দেশগুলোতে রপ্তানি করার জন্য তুর্কমেনিস্তানের ভূমি ব্যবহার করতে পারছে। এরইমধ্যে ইরান ও তুর্কমেনিস্তানের শ্রমমন্ত্রী একটি সমঝোতা স্মারকে সই করেছেন যাতে দু’দেশের মধ্যে সহযোগিতা জোরদার হয়। এছাড়া, ইরান ও তুর্কেমেনিস্তানের মধ্যে পণ্যবাহী কার্গো চলাচল বাড়ানোর জন্য পরিকল্পনা নিয়েছে দেশ দুটির সরকার। সূত্র: পার্সটুডে