ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

সুযোগ নষ্ট করে ইংল্যান্ড-ইতালির ড্র

  • আপডেট সময় : ১১:৪১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২
  • ৭৯ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : আক্রমণ-পাল্টা আক্রমণে লড়াই জমল বেশ। সুযোগও মিলল, কিন্তু কাজে লাগাতে পারলেন না কেউই। বাঁধ সাধল ক্রসবারও। পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হলো ইংল্যান্ড ও ইতালিকে। উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের ঘরের মাঠ মলিনিউ স্টেডিয়ামে শনিবার রাতে নেশন্স লিগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। এবারের আসরে ‘এ’ লিগের ৩ নম্বর গ্রুপে তিন ম্যাচ খেলে জয়শূন্যই রইল ইংল্যান্ড। মাঝে একটি জয়ের পর আবার ড্র করল ইতালি।
জার্মানির সঙ্গে ১-১ ড্রয়ে আসর শুরুর পর হাঙ্গেরিকে ২-১ গোলে হারায় ইতালিয়ানরা। হাঙ্গেরির কাছে ১-০ গোলে হারের পর জার্মানির বিপক্ষে শেষ দিকের গোলে ১-১ ড্র করে ইংল্যান্ড। গত বছরের জুলাইয়ে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইংল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা উৎসব করেছিল ইতালি। ওই ম্যাচের পর প্রথমবার দেখা হলো দল দুটির। ইউরোর ফাইনালে দর্শকদের হট্টগোলের শাস্তি হিসেবে ইংল্যান্ডকে এই ম্যাচ খেলতে হয় ‘দর্শকশূন্য স্টেডিয়ামে।’ তবে ২ হাজার শিশুকে গ্যালারিতে বসে খেলা দেখার অনুমতি দিয়েছিল উয়েফা। হাঙ্গেরি ম্যাচ থেকে ৯টি পরিবর্তন এনে খেলতে নামা ইতালি দ্বিতীয় মিনিটে সুবর্ণ সুযোগ পায়। লরেন্সো পেল্লেগ্রিনি থ্রু বল বাড়ান দাভিদে ফ্রাত্তেজিকে। তার সামনে একমাত্র বাধা গোলরক্ষক। কিন্তু বল বাইরে মারেন ২২ বছর বয়সী এই মিডফিল্ডার।
অষ্টম মিনিটে এগিয়ে যেতে পারত ইংল্যান্ড। রাহিম স্টার্লিংয়ের পাসে ম্যাসন মাউন্টের জোরাল শট ক্রসবার কাঁপিয়ে ফেরে। ফিরতি বলে ট্যামি অ্যাব্রাহামের হেড বাইরে দিয়ে যায়। ২৫তম মিনিটে দুর্দান্ত সেভে জাল অক্ষত রাখেন অ্যারন র‌্যামসডেল। কাছ থেকে সান্দ্রো তোনালির নেওয়া শট পা দিয়ে ঠেকান আর্সেনালের ইংলিশ গোলরক্ষক। বিরতির আগে মাত্তেও পেস্সিনা ও মানুয়েল লোকাতেল্লির প্রচেষ্টাও রুখে দেন তিনি। দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে বড় সুযোগ হাতছাড়া করেন স্টার্লিং। ডান দিক থেকে রিস জেমসের ক্রস দূরের পোস্টে পেয়ে মাত্র কয়েক গজ দূর থেকে অবিশ্বাস্যভাবে উড়িয়ে মারেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড। ৬৫তম মিনিটে একসঙ্গে হ্যারি কেইন, জ্যারড বোয়েন ও ক্যালভিন ফিলিপসকে বদলি নামান ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট। শেষ দিকে প্রতিপক্ষের ওপর স্বাগতিকরা চাপ বাড়ালেও কাঙ্ক্ষিত গোলের দেখা আর মেলেনি। ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে ইতালি। আরেক ম্যাচে জার্মানির সঙ্গে ১-১ ড্র করা হাঙ্গেরি ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। তিনে জার্মানির পয়েন্ট ৩। ২ পয়েন্ট নিয়ে তালানিতে আছে ইংল্যান্ড। নেশন্স লিগে এই পর্বের শেষ ম্যাচে আগামী মঙ্গলবার জার্মানি ফিরতি লেগে ঘরের মাঠে খেলবে ইতালির বিপক্ষে। একই সময়ে ইংল্যান্ড ঘরের মাঠে মুখোমুখি হবে হাঙ্গেরির।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আবু সাঈদের নৃশংস হত্যাকাণ্ডে গণঅভ্যুত্থানের সূচনা

সুযোগ নষ্ট করে ইংল্যান্ড-ইতালির ড্র

আপডেট সময় : ১১:৪১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২

ক্রীড়া ডেস্ক : আক্রমণ-পাল্টা আক্রমণে লড়াই জমল বেশ। সুযোগও মিলল, কিন্তু কাজে লাগাতে পারলেন না কেউই। বাঁধ সাধল ক্রসবারও। পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হলো ইংল্যান্ড ও ইতালিকে। উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের ঘরের মাঠ মলিনিউ স্টেডিয়ামে শনিবার রাতে নেশন্স লিগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। এবারের আসরে ‘এ’ লিগের ৩ নম্বর গ্রুপে তিন ম্যাচ খেলে জয়শূন্যই রইল ইংল্যান্ড। মাঝে একটি জয়ের পর আবার ড্র করল ইতালি।
জার্মানির সঙ্গে ১-১ ড্রয়ে আসর শুরুর পর হাঙ্গেরিকে ২-১ গোলে হারায় ইতালিয়ানরা। হাঙ্গেরির কাছে ১-০ গোলে হারের পর জার্মানির বিপক্ষে শেষ দিকের গোলে ১-১ ড্র করে ইংল্যান্ড। গত বছরের জুলাইয়ে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইংল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা উৎসব করেছিল ইতালি। ওই ম্যাচের পর প্রথমবার দেখা হলো দল দুটির। ইউরোর ফাইনালে দর্শকদের হট্টগোলের শাস্তি হিসেবে ইংল্যান্ডকে এই ম্যাচ খেলতে হয় ‘দর্শকশূন্য স্টেডিয়ামে।’ তবে ২ হাজার শিশুকে গ্যালারিতে বসে খেলা দেখার অনুমতি দিয়েছিল উয়েফা। হাঙ্গেরি ম্যাচ থেকে ৯টি পরিবর্তন এনে খেলতে নামা ইতালি দ্বিতীয় মিনিটে সুবর্ণ সুযোগ পায়। লরেন্সো পেল্লেগ্রিনি থ্রু বল বাড়ান দাভিদে ফ্রাত্তেজিকে। তার সামনে একমাত্র বাধা গোলরক্ষক। কিন্তু বল বাইরে মারেন ২২ বছর বয়সী এই মিডফিল্ডার।
অষ্টম মিনিটে এগিয়ে যেতে পারত ইংল্যান্ড। রাহিম স্টার্লিংয়ের পাসে ম্যাসন মাউন্টের জোরাল শট ক্রসবার কাঁপিয়ে ফেরে। ফিরতি বলে ট্যামি অ্যাব্রাহামের হেড বাইরে দিয়ে যায়। ২৫তম মিনিটে দুর্দান্ত সেভে জাল অক্ষত রাখেন অ্যারন র‌্যামসডেল। কাছ থেকে সান্দ্রো তোনালির নেওয়া শট পা দিয়ে ঠেকান আর্সেনালের ইংলিশ গোলরক্ষক। বিরতির আগে মাত্তেও পেস্সিনা ও মানুয়েল লোকাতেল্লির প্রচেষ্টাও রুখে দেন তিনি। দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে বড় সুযোগ হাতছাড়া করেন স্টার্লিং। ডান দিক থেকে রিস জেমসের ক্রস দূরের পোস্টে পেয়ে মাত্র কয়েক গজ দূর থেকে অবিশ্বাস্যভাবে উড়িয়ে মারেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড। ৬৫তম মিনিটে একসঙ্গে হ্যারি কেইন, জ্যারড বোয়েন ও ক্যালভিন ফিলিপসকে বদলি নামান ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট। শেষ দিকে প্রতিপক্ষের ওপর স্বাগতিকরা চাপ বাড়ালেও কাঙ্ক্ষিত গোলের দেখা আর মেলেনি। ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে ইতালি। আরেক ম্যাচে জার্মানির সঙ্গে ১-১ ড্র করা হাঙ্গেরি ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। তিনে জার্মানির পয়েন্ট ৩। ২ পয়েন্ট নিয়ে তালানিতে আছে ইংল্যান্ড। নেশন্স লিগে এই পর্বের শেষ ম্যাচে আগামী মঙ্গলবার জার্মানি ফিরতি লেগে ঘরের মাঠে খেলবে ইতালির বিপক্ষে। একই সময়ে ইংল্যান্ড ঘরের মাঠে মুখোমুখি হবে হাঙ্গেরির।