ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬

চালু হলো চীন-রাশিয়ার প্রথম সড়ক সেতু

  • আপডেট সময় : ০৮:৪৭:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২
  • ১৫১ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : রাশিয়া ও চীনের মধ্যে প্রথম সড়ক সেতু চালু হয়েছে। শুক্রবার এই সেতুটি চালু হয়। ইউক্রেনে রুশ আক্রমণ নিয়ে পশ্চিমাদের মোকাবিলায় মস্কো যখন এশিয়ার দিকে ঝুঁকছে তখন এই সেতুটি চালু হলো। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে। প্রায় এক কিলোমিটার দীর্ঘ সেতুটি আমুর নদীতে তৈরি করা হয়েছে। এই সেতুর মাধ্যমে রাশিয়ার ব্লাগোভেসচেনস্ক শহরের সঙ্গে চীনের উত্তরাঞ্চলীয় শহর হেইহে সংযুক্ত হলো। দুই বছর আগে সেতুটির নির্মাণ কাজ সমাপ্ত হয়। তবে করোনাভাইরাস মহামারির কারণে এটির উদ্বোধন করা হয়নি।
গতকাল শুক্রবার ব্লাগোভেসচেনস্কতে একটি অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে যান চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এসময় প্রথম ট্রাককে আতশবাজি পুড়িয়ে স্বাগত জানানো হয়। সেতুটিতে যান চলাচলের জন্য দুটি লেন রয়েছে। এটি নির্মাণে ব্যয় হয়েছে ৩২৮ মিলিয়ন মার্কিন ডলার। শীতল যুদ্ধের সময় বিরোধপূর্ণ অবস্থানে থাকলেও সম্প্রতি মস্কো ও বেইজিং রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা বাড়িয়েছে। উভয় দেশই যুক্তরাষ্ট্রের বৈশ্বিক প্রভাব মোকাবিলায় পাল্টা ভারসাম্য সৃষ্টির প্রচেষ্টা হিসেবে এই সহযোগিতাকে বিবেচনা করে থাকে। রাশিয়া ও চীনের ৪ হাজার ২৫৯ কিলোমিটার সীমান্ত রয়েছে। ১৯৮০ দশকের শেষ দিকে সম্পর্ক স্বাভাবিক হওয়ার দেশ দুটির বাণিজ্য বেড়েছে। তবে পরিবহন অবকাঠামোর ঘাটতির কারণে বাণিজ্য বৃদ্ধি বাধাগ্রস্ত হয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

চালু হলো চীন-রাশিয়ার প্রথম সড়ক সেতু

আপডেট সময় : ০৮:৪৭:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২

প্রত্যাশা ডেস্ক : রাশিয়া ও চীনের মধ্যে প্রথম সড়ক সেতু চালু হয়েছে। শুক্রবার এই সেতুটি চালু হয়। ইউক্রেনে রুশ আক্রমণ নিয়ে পশ্চিমাদের মোকাবিলায় মস্কো যখন এশিয়ার দিকে ঝুঁকছে তখন এই সেতুটি চালু হলো। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে। প্রায় এক কিলোমিটার দীর্ঘ সেতুটি আমুর নদীতে তৈরি করা হয়েছে। এই সেতুর মাধ্যমে রাশিয়ার ব্লাগোভেসচেনস্ক শহরের সঙ্গে চীনের উত্তরাঞ্চলীয় শহর হেইহে সংযুক্ত হলো। দুই বছর আগে সেতুটির নির্মাণ কাজ সমাপ্ত হয়। তবে করোনাভাইরাস মহামারির কারণে এটির উদ্বোধন করা হয়নি।
গতকাল শুক্রবার ব্লাগোভেসচেনস্কতে একটি অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে যান চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এসময় প্রথম ট্রাককে আতশবাজি পুড়িয়ে স্বাগত জানানো হয়। সেতুটিতে যান চলাচলের জন্য দুটি লেন রয়েছে। এটি নির্মাণে ব্যয় হয়েছে ৩২৮ মিলিয়ন মার্কিন ডলার। শীতল যুদ্ধের সময় বিরোধপূর্ণ অবস্থানে থাকলেও সম্প্রতি মস্কো ও বেইজিং রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা বাড়িয়েছে। উভয় দেশই যুক্তরাষ্ট্রের বৈশ্বিক প্রভাব মোকাবিলায় পাল্টা ভারসাম্য সৃষ্টির প্রচেষ্টা হিসেবে এই সহযোগিতাকে বিবেচনা করে থাকে। রাশিয়া ও চীনের ৪ হাজার ২৫৯ কিলোমিটার সীমান্ত রয়েছে। ১৯৮০ দশকের শেষ দিকে সম্পর্ক স্বাভাবিক হওয়ার দেশ দুটির বাণিজ্য বেড়েছে। তবে পরিবহন অবকাঠামোর ঘাটতির কারণে বাণিজ্য বৃদ্ধি বাধাগ্রস্ত হয়েছে।