ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

ইরাকের ইরবিলে গাড়িতে ড্রোন হামলায় ইসরাইলি কমান্ডার নিহত: রিপোর্ট

  • আপডেট সময় : ০২:০১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
  • ১৫৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের ইরবিল শহরের প্রধান সড়কে কয়েকটি গাড়িতে ড্রোন হামলায় ইসরাইলি গুপ্তচর বাহিনীর ঘাতক স্কোয়াডের কমান্ডার নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইংরেজি ও আরবি ভাষার বিভিন্ন সূত্র জানিয়েছে, ইরবিলে মার্কিন কনস্যুলেটে ড্রোন হামলার একই সময়ে প্রধান সড়কে তিনটি গাড়িতেও আঘাত হানা হয়েছে। গাড়িতে এমন সব ড্রোনের সাহায্যে আঘাত হানা হয়েছে যেগুলো লক্ষ্যবস্তুতে আঘাতের পরপরই বিস্ফোরিত হয়। ঐ ঘটনার কয়েক ঘণ্টা পর ঐসব সূত্র জানায়, গাড়ি বহরটি ইসরাইলি গুপ্তচর সংস্থা মোসাদের একদল সদস্যকে বহন করছিল। সেখানে ঘাতক স্কোয়াডের কমান্ডারও ছিল। তাদেরকে লক্ষ্য করেই এই ড্রোন হামলা চালানো হয়েছে। আন্তর্জাতিক ঝুঁকি ও বিমানের উড্ডয়ন সংক্রান্ত বিষয়াদি নিয়ে নিয়মিত কাজ করছে ইন্টেল স্কাই। এই সংস্থাটির টুইটার অ্যাকাউন্টে বলা হয়েছে, ইরবিলে ড্রোন হামলায় মোসাদের একজন পদস্থ কর্মকর্তা নিহত হয়েছে। নিহত ঐ ব্যক্তির নাম ইলাক রন বলে উল্লেখ করা হয়েছে। এদিকে, লেবাননের আল-মায়াদিন টিভি চ্যানেল এক টুইটার বার্তায় জানিয়েছে, ইরাকি সূত্রগুলোর তথ্যমতে মোসাদের উচ্চপদস্থ কমান্ডার ইলাক রন ড্রোন হামলায় প্রাণ হারিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী ইরবিলে ড্রোন হামলার দায় স্বীকার করেনি। ইরাকের কুর্দিস্তানের ইরবিলে ইসরাইলি গুপ্তচর সংস্থা মোসাদ ব্যাপক তৎপরতা চালাচ্ছে বলে দেশটির বিভিন্ন সূত্র এর আগে নিশ্চিত করেছে।#

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ইরাকের ইরবিলে গাড়িতে ড্রোন হামলায় ইসরাইলি কমান্ডার নিহত: রিপোর্ট

আপডেট সময় : ০২:০১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের ইরবিল শহরের প্রধান সড়কে কয়েকটি গাড়িতে ড্রোন হামলায় ইসরাইলি গুপ্তচর বাহিনীর ঘাতক স্কোয়াডের কমান্ডার নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইংরেজি ও আরবি ভাষার বিভিন্ন সূত্র জানিয়েছে, ইরবিলে মার্কিন কনস্যুলেটে ড্রোন হামলার একই সময়ে প্রধান সড়কে তিনটি গাড়িতেও আঘাত হানা হয়েছে। গাড়িতে এমন সব ড্রোনের সাহায্যে আঘাত হানা হয়েছে যেগুলো লক্ষ্যবস্তুতে আঘাতের পরপরই বিস্ফোরিত হয়। ঐ ঘটনার কয়েক ঘণ্টা পর ঐসব সূত্র জানায়, গাড়ি বহরটি ইসরাইলি গুপ্তচর সংস্থা মোসাদের একদল সদস্যকে বহন করছিল। সেখানে ঘাতক স্কোয়াডের কমান্ডারও ছিল। তাদেরকে লক্ষ্য করেই এই ড্রোন হামলা চালানো হয়েছে। আন্তর্জাতিক ঝুঁকি ও বিমানের উড্ডয়ন সংক্রান্ত বিষয়াদি নিয়ে নিয়মিত কাজ করছে ইন্টেল স্কাই। এই সংস্থাটির টুইটার অ্যাকাউন্টে বলা হয়েছে, ইরবিলে ড্রোন হামলায় মোসাদের একজন পদস্থ কর্মকর্তা নিহত হয়েছে। নিহত ঐ ব্যক্তির নাম ইলাক রন বলে উল্লেখ করা হয়েছে। এদিকে, লেবাননের আল-মায়াদিন টিভি চ্যানেল এক টুইটার বার্তায় জানিয়েছে, ইরাকি সূত্রগুলোর তথ্যমতে মোসাদের উচ্চপদস্থ কমান্ডার ইলাক রন ড্রোন হামলায় প্রাণ হারিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী ইরবিলে ড্রোন হামলার দায় স্বীকার করেনি। ইরাকের কুর্দিস্তানের ইরবিলে ইসরাইলি গুপ্তচর সংস্থা মোসাদ ব্যাপক তৎপরতা চালাচ্ছে বলে দেশটির বিভিন্ন সূত্র এর আগে নিশ্চিত করেছে।#