ঢাকা ১১:১৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

সন্তানের মরদেহ আনতে প্রয়োজন ঘুষ, ভিক্ষায় নেমেছেন বাবা-মা!

  • আপডেট সময় : ০১:৪০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
  • ১৫৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : সন্তানের মরদেহ আনতে প্রয়োজন ঘুষ, ভিক্ষায় নেমেছেন বাবা-মা! সন্তানের মরদেহ আনতে ভিক্ষা করছেন বাবা-মা
সরকারি হাসপাতাল থেকে সন্তানের মরদেহ আনতে প্রয়োজন ঘুষ। এ জন্য রাস্তায় নেমে ভিক্ষা করছেন বাবা-মা। এ ঘটনা ঘটেছে ভারতের বিহারে। স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বিহারের সমষ্টিপুরের সরকারি হাসপাতাল থেকে এক যুবকের মরদেহ আনতে গেলে তার বাবা-মায়ের কাছে ৫০ হাজার রুপি ঘুষ চাওয়া হয়। এরপর সেই টাকা যোগাড় করতে ভিক্ষায় নেমে পড়েন বৃদ্ধ বাবা-মা। এরইমধ্যে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই যুবকের বাবা জানান, তার ছেলে কিছুদিন ধরে নিখোঁজ ছিলেন। পরে সমষ্টিপুরের সদর হাসপাতাল থেকে জানানো হয়, তার সন্তানের মরদেহ সেখানে রয়েছে। কিন্তু আনতে ৫০ হাজার রুপি প্রয়োজন। অভিযোগ রয়েছে, সমষ্টিপুরের সরকারি হাসপাতালের বেশিরভাগ স্বাস্থ্যকর্মী সময়মতো বেতনভাতা পান না। রোগীর আত্মীয় স্বজনদের কাছ থেকে টাকা নিয়েই চলতে হয় তাদের। এ নিয়ে সমষ্টিপুরের সিভিল সার্জন ডা.এসকে চৌধুরী ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে বলেন, যারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দায়ীদের রেহাই দেওয়া হবে না।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

সন্তানের মরদেহ আনতে প্রয়োজন ঘুষ, ভিক্ষায় নেমেছেন বাবা-মা!

আপডেট সময় : ০১:৪০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : সন্তানের মরদেহ আনতে প্রয়োজন ঘুষ, ভিক্ষায় নেমেছেন বাবা-মা! সন্তানের মরদেহ আনতে ভিক্ষা করছেন বাবা-মা
সরকারি হাসপাতাল থেকে সন্তানের মরদেহ আনতে প্রয়োজন ঘুষ। এ জন্য রাস্তায় নেমে ভিক্ষা করছেন বাবা-মা। এ ঘটনা ঘটেছে ভারতের বিহারে। স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বিহারের সমষ্টিপুরের সরকারি হাসপাতাল থেকে এক যুবকের মরদেহ আনতে গেলে তার বাবা-মায়ের কাছে ৫০ হাজার রুপি ঘুষ চাওয়া হয়। এরপর সেই টাকা যোগাড় করতে ভিক্ষায় নেমে পড়েন বৃদ্ধ বাবা-মা। এরইমধ্যে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই যুবকের বাবা জানান, তার ছেলে কিছুদিন ধরে নিখোঁজ ছিলেন। পরে সমষ্টিপুরের সদর হাসপাতাল থেকে জানানো হয়, তার সন্তানের মরদেহ সেখানে রয়েছে। কিন্তু আনতে ৫০ হাজার রুপি প্রয়োজন। অভিযোগ রয়েছে, সমষ্টিপুরের সরকারি হাসপাতালের বেশিরভাগ স্বাস্থ্যকর্মী সময়মতো বেতনভাতা পান না। রোগীর আত্মীয় স্বজনদের কাছ থেকে টাকা নিয়েই চলতে হয় তাদের। এ নিয়ে সমষ্টিপুরের সিভিল সার্জন ডা.এসকে চৌধুরী ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে বলেন, যারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দায়ীদের রেহাই দেওয়া হবে না।