ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই : জামাল

  • আপডেট সময় : ০২:০৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২
  • ১২৬ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে আজ (৮ জুন) বাহরাইনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। যদিও র‌্যাংকিংয়ে ৯৯ ধাপ এগিয়ে রয়েছে বাহরাইন, তবে বাংলাদেশকে হালকা ভাবে নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। মঙ্গলবার (৭ জুন) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে নিজেদের প্রস্তুত বলে জানিয়েছেন জামাল। এই সঙ্গে লড়াইটা বাহরাইনের জন্য কঠিন হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশের অধিনায়ক। তিনি বলেন, ‘অন্য দলগুলো মনে করতে পারে বাংলাদেশ সহজ প্রতিপক্ষ। ম্যাচটা আমরা সহজেই জিতে যাবো। তবে আমি তাদের বলে রাখতে চাই ম্যাচটা সহজ হবে না। আমরা নিজেদের মানসিকভাবে প্রস্তুত করেছি। আগামী ম্যাচগুলোতে আমরা চমক দেখাতে চাই। ’
প্রতিপক্ষের প্রতিও সম্মান রয়েছে জামালের। ম্যাচে টিকে থাকতে কঠিন লড়াই করতে হবে বলে মনে করেন তিনি। এই ব্যাপারে জামাল বলেন, ‘ম্যাচটা মোটেও সহজ হবে না। তারা শক্ত প্রতিপক্ষ এটা বলার অপেক্ষা রাখে না। আমরা কোচের সঙ্গে এই ম্যাচের পরিকল্পনা করেছি। দলের সকলেই নিজেদের প্রস্তুত করে নিয়েছেন। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে ম্যাচে ভালো ফল আশা করতেই পারি। প্রতিটি ম্যাচ নিয়ে আমরা আলাদাভাবে পরিকল্পনা করেছি। এই ম্যাচের জন্য আমরা প্রস্তুত। মাঠে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে আমরা ভালো কিছু উপহার দিতে পারবো। ’ ‘যদিও আমাদের কিছু কমতি রয়েছে। এই বিষয়ে আমরা কোচের সঙ্গে কথা বলেছি। তবে সব দলেরই কিছু না কিছু কমতি রয়েছে। আমরা নিজেদের ভুলগুলো শুধরে নেয়ার কাজ করছি। আর প্রতিপক্ষের ভুলগুলো কাজে লাগানোর জন্য নিজেদের প্রস্তুত করছি।’ এএফসি কাপ বাছাইয়ে খেলার আগে ইন্দোনেশিয়ার জাকার্তায় তাদের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। ম্যাচটি গোলশূন্য ড্র হয়। এটি থেকেই শিক্ষা নিয়ে এগিয়ে যেতে চান কোচ কাবরেরা। আক্রমনের চাইতে ডিফেন্সে বেশি নজর দিতে হবে বলে জানিয়েছেন তিনি, ‘আমরা আজকে যেই দলের বিপক্ষে খেলছি তারা র‌্যাংকিংয়ে আমাদের চেয়ে অনেক এগিয়ে। এই ম্যাচে আমরা ইন্দোনেশিয়ার বিপক্ষে ডিফেন্সে জোর দিয়ে সফলতা পেয়েছি। এই ম্যাচেও আমাদের সেভাবে এগিয়ে যেতে হবে।’ ‘কঠিন ম্যাচকে সামনে রেখে আমরা নিজেদের প্রস্তুতি ঠিক ভাবেই সেরে রেখেছি। ভিন্ন প্রতিপক্ষ, ভিন্ন পরিককল্পনা নিয়েই এগিয়ে যাচ্ছি। পরিকল্পনা অনুযায়ি মাঠে পারফরম্যান্স করতে পারলে ইন্দোনেশিয়ার মতো এই ম্যাচেও আমরা ভালো কিছু করতে পারবো।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই : জামাল

আপডেট সময় : ০২:০৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২

ক্রীড়া ডেস্ক : এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে আজ (৮ জুন) বাহরাইনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। যদিও র‌্যাংকিংয়ে ৯৯ ধাপ এগিয়ে রয়েছে বাহরাইন, তবে বাংলাদেশকে হালকা ভাবে নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। মঙ্গলবার (৭ জুন) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে নিজেদের প্রস্তুত বলে জানিয়েছেন জামাল। এই সঙ্গে লড়াইটা বাহরাইনের জন্য কঠিন হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশের অধিনায়ক। তিনি বলেন, ‘অন্য দলগুলো মনে করতে পারে বাংলাদেশ সহজ প্রতিপক্ষ। ম্যাচটা আমরা সহজেই জিতে যাবো। তবে আমি তাদের বলে রাখতে চাই ম্যাচটা সহজ হবে না। আমরা নিজেদের মানসিকভাবে প্রস্তুত করেছি। আগামী ম্যাচগুলোতে আমরা চমক দেখাতে চাই। ’
প্রতিপক্ষের প্রতিও সম্মান রয়েছে জামালের। ম্যাচে টিকে থাকতে কঠিন লড়াই করতে হবে বলে মনে করেন তিনি। এই ব্যাপারে জামাল বলেন, ‘ম্যাচটা মোটেও সহজ হবে না। তারা শক্ত প্রতিপক্ষ এটা বলার অপেক্ষা রাখে না। আমরা কোচের সঙ্গে এই ম্যাচের পরিকল্পনা করেছি। দলের সকলেই নিজেদের প্রস্তুত করে নিয়েছেন। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে ম্যাচে ভালো ফল আশা করতেই পারি। প্রতিটি ম্যাচ নিয়ে আমরা আলাদাভাবে পরিকল্পনা করেছি। এই ম্যাচের জন্য আমরা প্রস্তুত। মাঠে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে আমরা ভালো কিছু উপহার দিতে পারবো। ’ ‘যদিও আমাদের কিছু কমতি রয়েছে। এই বিষয়ে আমরা কোচের সঙ্গে কথা বলেছি। তবে সব দলেরই কিছু না কিছু কমতি রয়েছে। আমরা নিজেদের ভুলগুলো শুধরে নেয়ার কাজ করছি। আর প্রতিপক্ষের ভুলগুলো কাজে লাগানোর জন্য নিজেদের প্রস্তুত করছি।’ এএফসি কাপ বাছাইয়ে খেলার আগে ইন্দোনেশিয়ার জাকার্তায় তাদের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। ম্যাচটি গোলশূন্য ড্র হয়। এটি থেকেই শিক্ষা নিয়ে এগিয়ে যেতে চান কোচ কাবরেরা। আক্রমনের চাইতে ডিফেন্সে বেশি নজর দিতে হবে বলে জানিয়েছেন তিনি, ‘আমরা আজকে যেই দলের বিপক্ষে খেলছি তারা র‌্যাংকিংয়ে আমাদের চেয়ে অনেক এগিয়ে। এই ম্যাচে আমরা ইন্দোনেশিয়ার বিপক্ষে ডিফেন্সে জোর দিয়ে সফলতা পেয়েছি। এই ম্যাচেও আমাদের সেভাবে এগিয়ে যেতে হবে।’ ‘কঠিন ম্যাচকে সামনে রেখে আমরা নিজেদের প্রস্তুতি ঠিক ভাবেই সেরে রেখেছি। ভিন্ন প্রতিপক্ষ, ভিন্ন পরিককল্পনা নিয়েই এগিয়ে যাচ্ছি। পরিকল্পনা অনুযায়ি মাঠে পারফরম্যান্স করতে পারলে ইন্দোনেশিয়ার মতো এই ম্যাচেও আমরা ভালো কিছু করতে পারবো।’