প্রত্যাশা ডেস্ক : ডমিনিকান রিপাবলিকের সাবেক প্রেসিডেন্টের ছেলে ও বর্তমান সরকারের পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী অরলান্ডো জর্জ মেরা নিজ অফিসে বাল্যবন্ধু মিগুয়েল ক্রুজের গুলিতে মারা গেছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত সোমবার সকালে নিজ অফিসে অরলান্ডো জর্জ মেরাকে গুলি করে হত্যা করেন মিগুয়েল। পরে নিকটস্থ একটি চার্চে গিয়ে বন্ধুকে হত্যার কথা স্বীকার করেন মিগুয়েল। আইনশৃঙ্খলা বাহিনী তাকে হত্যা করবে না এই শর্তে সে তার বন্দুক চার্চের ফাদারের নিকট হস্তান্তর করে। পরে পুলিশ তাকে আটক করে নিকটস্থ একটি কারাগারে নিয়ে যায়। তবে কী কারণে মিগুয়েল নিজের বাল্যবন্ধুকে হত্যা করেছেন তা স্পষ্ট নয়। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, হত্যার উদ্দেশ্য খুঁজে বের করতে তদন্ত চলছে। পরিবেশমন্ত্রীর মৃত্যুতে গভীর সমবেদনা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট। নিহত জর্জ একজন আইনজীবী। ২০২০ সালের আগস্ট মাসে তাকে পরিবেশমন্ত্রী ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। তাদের পরিবার ডমিনিকান রিপাবলিকের খুবই প্রভাবশালী। তার বোন সরকারের একজন উপমন্ত্রী। আর জর্জের ছেলে মর্ডান রিভোলোশনারি পার্টির একজন সংসদ সদস্য। এই পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন জর্জ।
বাল্যবন্ধুর গুলিতে নিহত ডমিনিকার মন্ত্রী
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ























