ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

শক্তিশালী অগ্নি-৪ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত

  • আপডেট সময় : ১২:৩৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২
  • ১৪৯ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম অগ্নি-৪ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। এ ক্ষেপণাস্ত্র চার হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। গত সোমবার সন্ধ্যায় ওডিশা উপকূল থেকে এই পরীক্ষা চালানো হয়। খবর এনডিটিভির।
ভারতের সামরিক সক্ষমতার উল্লেখযোগ্য অগ্রগতির অংশ হিসেবে এ পরীক্ষা চালানো হয়। স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের তত্ত্বাবধানে ব্যবহারকারীদের নিয়মিত উৎক্ষেপণ প্রশিক্ষণের অংশ হিসেবে এই পরীক্ষা চালানো হয় বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় ওডিশার এ পি জে আবদুল কালাম দ্বীপ থেকে অগ্নি-৪ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এ সফল পরীক্ষা ভারতের একটি বিশ্বাসযোগ্য ন্যূনতম প্রতিরোধক্ষমতা থাকার নীতিকে আবারও নিশ্চিত করল। সরকার বলেছে, এই উৎক্ষেপণে সব ধরনের প্রায়োগিক মানদ- এবং এই ব্যবস্থার নির্ভরযোগ্যতা যথার্থভাবে যাচাই করা গেছে। অগ্নি-৪ ক্ষেপণাস্ত্রটি ‘অগ্নিশ্রেণি’র চতুর্থ ক্ষেপণাস্ত্র। এটি আগে অগ্নি-২ প্রাইম হিসেবে পরিচিত ছিল। ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) এই ক্ষেপণাস্ত্রের উদ্ভাবক।
‘অগ্নিশ্রেণি’র সর্বোচ্চ পাল্লার ক্ষেপণাস্ত্র অগ্নি-৫। এই ক্ষেপণাস্ত্র পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত পাড়ি দিতে সক্ষম। এটি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) শ্রেণির। গত বছরের অক্টোবরের শেষ দিকে অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছিল। এর আগে একই বছর পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম কৌশলগত অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় ভারত। অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্র এক হাজার থেকে দুই হাজার কিলোমিটারের মধ্যে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। অগ্নি প্রাইম ‘অগ্নিশ্রেণি’র ক্ষেপণাস্ত্রগুলোর আরও অত্যাধুনিক সংস্করণ। ভারত নতুন প্রযুক্তি ও সক্ষমতা সংযোজনের মাধ্যমে দেশটির কৌশলগত ক্ষেপণাস্ত্রের মজুত আরও বাড়াতে চায়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

শক্তিশালী অগ্নি-৪ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত

আপডেট সময় : ১২:৩৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২

প্রত্যাশা ডেস্ক : পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম অগ্নি-৪ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। এ ক্ষেপণাস্ত্র চার হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। গত সোমবার সন্ধ্যায় ওডিশা উপকূল থেকে এই পরীক্ষা চালানো হয়। খবর এনডিটিভির।
ভারতের সামরিক সক্ষমতার উল্লেখযোগ্য অগ্রগতির অংশ হিসেবে এ পরীক্ষা চালানো হয়। স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের তত্ত্বাবধানে ব্যবহারকারীদের নিয়মিত উৎক্ষেপণ প্রশিক্ষণের অংশ হিসেবে এই পরীক্ষা চালানো হয় বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় ওডিশার এ পি জে আবদুল কালাম দ্বীপ থেকে অগ্নি-৪ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এ সফল পরীক্ষা ভারতের একটি বিশ্বাসযোগ্য ন্যূনতম প্রতিরোধক্ষমতা থাকার নীতিকে আবারও নিশ্চিত করল। সরকার বলেছে, এই উৎক্ষেপণে সব ধরনের প্রায়োগিক মানদ- এবং এই ব্যবস্থার নির্ভরযোগ্যতা যথার্থভাবে যাচাই করা গেছে। অগ্নি-৪ ক্ষেপণাস্ত্রটি ‘অগ্নিশ্রেণি’র চতুর্থ ক্ষেপণাস্ত্র। এটি আগে অগ্নি-২ প্রাইম হিসেবে পরিচিত ছিল। ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) এই ক্ষেপণাস্ত্রের উদ্ভাবক।
‘অগ্নিশ্রেণি’র সর্বোচ্চ পাল্লার ক্ষেপণাস্ত্র অগ্নি-৫। এই ক্ষেপণাস্ত্র পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত পাড়ি দিতে সক্ষম। এটি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) শ্রেণির। গত বছরের অক্টোবরের শেষ দিকে অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছিল। এর আগে একই বছর পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম কৌশলগত অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় ভারত। অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্র এক হাজার থেকে দুই হাজার কিলোমিটারের মধ্যে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। অগ্নি প্রাইম ‘অগ্নিশ্রেণি’র ক্ষেপণাস্ত্রগুলোর আরও অত্যাধুনিক সংস্করণ। ভারত নতুন প্রযুক্তি ও সক্ষমতা সংযোজনের মাধ্যমে দেশটির কৌশলগত ক্ষেপণাস্ত্রের মজুত আরও বাড়াতে চায়।