ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

পাকিস্তানি রুপির রেকর্ড দরপতন

  • আপডেট সময় : ১২:২৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২
  • ১৪৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ডলারের বিপরীতে পাকিস্তানি মুদ্রা রুপির রেকর্ড দরপতন হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে প্রতি ডলার বিক্রি হয়েছে ২০৩.৪৫ পাকিস্তানি রুপিতে। বিশ্লেষকরা বলছেন, জ্বালানির মূল্য পরিশোধে ব্যয় বৃদ্ধি এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ সুবিধা ফেরা নিয়ে অনিশ্চয়তায় ডলারের দাম বাড়ছে।
ফরেক্স অ্যাসোসিয়েশন অব পাকিস্তানের হিসেবে আগের দিনের শেষ সময়ের তুলনায় ডলারের দর বেড়েছে ২.৮৫ রুপি। আর এতে সোমবারের শেষ দর ২০০.৪০ রুপির জায়গায় মঙ্গলবার ডলারের দাম বেড়ে হয়েছে ২০৩.৪৫ রুপি। উল্লেখ্য, ফরেক্স অ্যাসোসিয়েশন অব পাকিস্তানের চূড়ান্ত দর স্টেট ব্যাংক অব পাকিস্তানের সরকারি দর ২০০.৬ রুপির চেয়ে সামান্য বেশি।

খোলা বাজারে মঙ্গলবার পাকিস্তানে ডলার বিক্রি হয়েছে ২০৪ রুপি। আর্থিক তথ্য ও উপাত্ত বিশ্লেষণকারী পোর্টাল মেত্তিস গ্লোবালের পরিচালক সাদ বিন নাসের বলেন, রুপির আরেক দফা দরপতনের সঙ্গে জ্বালানির মূল্য পরিশোধ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটের সম্পর্ক রয়েছে। এছাড়া আগামী সপ্তাহে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের বৈঠক নিয়ে রুপি চাপে রয়েছে বলেও জানান তিনি। নাসের বলেন, ‘এইসব কারণের সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কার্যক্রম পুনরায় শুরু হওয়া এবং চীনের ২.৩ বিলিয়ন ডলার পুনঃঅর্থায়নের অনিশ্চয়তার সঙ্গে মিলে রুপিকে নতুন দর পতনের দিকে ঠেলে দিয়েছে।’
ফরেক্স অ্যাসোসিয়েশন অব পাকিস্তানের প্রধান মালিক বোস্তান জানান, আগামী ৩০ জুন পর্যন্ত চাপে থাকবে রুপি। তিনি বলেন, আইএমএফ এর ৬ বিলিয়ন ডলারের ঋণ চুক্তির অনিশ্চয়তা, জ্বালানি, গ্যাস, বিদ্যুতের মূল্য বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতি বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এতে সুদের হার আরও বাড়াতে হতে পারে ফলে রুপির দর কমছে। এছাড়া আন্তর্জাতিক বাজারে ডলারের শক্ত অবস্থানের কথাও উল্লেখ করেন বোস্তান। সূত্র: ডন

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

পাকিস্তানি রুপির রেকর্ড দরপতন

আপডেট সময় : ১২:২৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ডলারের বিপরীতে পাকিস্তানি মুদ্রা রুপির রেকর্ড দরপতন হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে প্রতি ডলার বিক্রি হয়েছে ২০৩.৪৫ পাকিস্তানি রুপিতে। বিশ্লেষকরা বলছেন, জ্বালানির মূল্য পরিশোধে ব্যয় বৃদ্ধি এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ সুবিধা ফেরা নিয়ে অনিশ্চয়তায় ডলারের দাম বাড়ছে।
ফরেক্স অ্যাসোসিয়েশন অব পাকিস্তানের হিসেবে আগের দিনের শেষ সময়ের তুলনায় ডলারের দর বেড়েছে ২.৮৫ রুপি। আর এতে সোমবারের শেষ দর ২০০.৪০ রুপির জায়গায় মঙ্গলবার ডলারের দাম বেড়ে হয়েছে ২০৩.৪৫ রুপি। উল্লেখ্য, ফরেক্স অ্যাসোসিয়েশন অব পাকিস্তানের চূড়ান্ত দর স্টেট ব্যাংক অব পাকিস্তানের সরকারি দর ২০০.৬ রুপির চেয়ে সামান্য বেশি।

খোলা বাজারে মঙ্গলবার পাকিস্তানে ডলার বিক্রি হয়েছে ২০৪ রুপি। আর্থিক তথ্য ও উপাত্ত বিশ্লেষণকারী পোর্টাল মেত্তিস গ্লোবালের পরিচালক সাদ বিন নাসের বলেন, রুপির আরেক দফা দরপতনের সঙ্গে জ্বালানির মূল্য পরিশোধ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটের সম্পর্ক রয়েছে। এছাড়া আগামী সপ্তাহে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের বৈঠক নিয়ে রুপি চাপে রয়েছে বলেও জানান তিনি। নাসের বলেন, ‘এইসব কারণের সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কার্যক্রম পুনরায় শুরু হওয়া এবং চীনের ২.৩ বিলিয়ন ডলার পুনঃঅর্থায়নের অনিশ্চয়তার সঙ্গে মিলে রুপিকে নতুন দর পতনের দিকে ঠেলে দিয়েছে।’
ফরেক্স অ্যাসোসিয়েশন অব পাকিস্তানের প্রধান মালিক বোস্তান জানান, আগামী ৩০ জুন পর্যন্ত চাপে থাকবে রুপি। তিনি বলেন, আইএমএফ এর ৬ বিলিয়ন ডলারের ঋণ চুক্তির অনিশ্চয়তা, জ্বালানি, গ্যাস, বিদ্যুতের মূল্য বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতি বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এতে সুদের হার আরও বাড়াতে হতে পারে ফলে রুপির দর কমছে। এছাড়া আন্তর্জাতিক বাজারে ডলারের শক্ত অবস্থানের কথাও উল্লেখ করেন বোস্তান। সূত্র: ডন