ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

স্কুল খুললে সরকারের খরচ, বার খুললে সরকারের লাভ: বিজেপি নেতা

  • আপডেট সময় : ১২:২৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১
  • ১৩৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : বিতর্কিত মন্তব্যে তার জুড়ি মেলাভার। কখনও গরুর দুধে সোনা খুঁজে পান তিনি, কখনও পাল্টা মার দেওয়ার কথা বলেন, আবার কখনও চর্বি কমে গেলে দলের স্বাস্থ্য ভালো হবে বলেও জ্ঞান দিতে দেখা যায় তাকে। তিনি ভারতের ক্ষমতাসীন দল বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবার তিনি করোনাভাইরাসের জেরে রাজ্য সরকারের ঘোষিত বিধিনিষেধ নিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন।
করোনা ঠেকাতে পশ্চিমবঙ্গে আপাতত বন্ধ থাকছে বাস, লোকাল ট্রেন ও মেট্রো। শুধু স্টাফদের বহনকারী স্পেশাল ট্রেন চলবে। তবে ট্রেন, বাস, মেট্রো বন্ধ থাকলেও ৩০ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত বিধিনিষেধে একগুচ্ছ ছাড় ঘোষণা করেছে রাজ্য সরকার। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, ২৫ শতাংশ কর্মী নিয়ে সরকারি ও বেসরকারি অফিস চালু হবে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা যাবে বেসরকারি সংস্থা। তবে খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠান। বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত হোটেল, বার, রেস্তোরাঁ খোলা থাকবে।
এই বার খোলা নিয়ে কটাক্ষ করতে গিয়েই বিতর্কের জন্ম দেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘স্কুল খোলা থাকলে রাজ্য সরকারের খরচ হয়। আর বার খোলা থাকলে সরকারের লাভ হয়। তাই স্কুল বন্ধ করে নির্দিষ্ট সময়ে বার খোলার অনুমতি দেওয়া হয়েছে।’
আবগারি দফতর থেকে রাজ্যের রাজস্ব আদায় হয় ঠিকই। কিন্তু স্কুল খোলা থাকলে শিক্ষার্থীদের করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ে। তার ওপর ভারতে এখন করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ চলছে। সেখানে বিজেপির একজন প্রভাবশালী নেতার এমন মন্তব্য অনেককেই বিস্মিত করেছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ

স্কুল খুললে সরকারের খরচ, বার খুললে সরকারের লাভ: বিজেপি নেতা

আপডেট সময় : ১২:২৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : বিতর্কিত মন্তব্যে তার জুড়ি মেলাভার। কখনও গরুর দুধে সোনা খুঁজে পান তিনি, কখনও পাল্টা মার দেওয়ার কথা বলেন, আবার কখনও চর্বি কমে গেলে দলের স্বাস্থ্য ভালো হবে বলেও জ্ঞান দিতে দেখা যায় তাকে। তিনি ভারতের ক্ষমতাসীন দল বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবার তিনি করোনাভাইরাসের জেরে রাজ্য সরকারের ঘোষিত বিধিনিষেধ নিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন।
করোনা ঠেকাতে পশ্চিমবঙ্গে আপাতত বন্ধ থাকছে বাস, লোকাল ট্রেন ও মেট্রো। শুধু স্টাফদের বহনকারী স্পেশাল ট্রেন চলবে। তবে ট্রেন, বাস, মেট্রো বন্ধ থাকলেও ৩০ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত বিধিনিষেধে একগুচ্ছ ছাড় ঘোষণা করেছে রাজ্য সরকার। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, ২৫ শতাংশ কর্মী নিয়ে সরকারি ও বেসরকারি অফিস চালু হবে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা যাবে বেসরকারি সংস্থা। তবে খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠান। বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত হোটেল, বার, রেস্তোরাঁ খোলা থাকবে।
এই বার খোলা নিয়ে কটাক্ষ করতে গিয়েই বিতর্কের জন্ম দেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘স্কুল খোলা থাকলে রাজ্য সরকারের খরচ হয়। আর বার খোলা থাকলে সরকারের লাভ হয়। তাই স্কুল বন্ধ করে নির্দিষ্ট সময়ে বার খোলার অনুমতি দেওয়া হয়েছে।’
আবগারি দফতর থেকে রাজ্যের রাজস্ব আদায় হয় ঠিকই। কিন্তু স্কুল খোলা থাকলে শিক্ষার্থীদের করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ে। তার ওপর ভারতে এখন করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ চলছে। সেখানে বিজেপির একজন প্রভাবশালী নেতার এমন মন্তব্য অনেককেই বিস্মিত করেছে।