আন্তর্জাতিক ডেস্ক : গত শনিবার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার শাংলা জেলার চাকেসার তহসিলের আলি জান কাপরাইয়ের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ে ভয়াবহ দাবানল। দাবানলের ফলে এক পরিবারের চারজন নিহত ও একজন আহত হয়েছে। খবর ডনের।
স্থানীয় সহকারী উপ-পরিদর্শক মাসুদ খানের বরাত দিয়ে ডনের প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে তিন নারী ও এক ছেলে রয়েছে।
জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র ইনামুল্লাহ খান বলেছেন, রেসকিউ টিম ১১২২ জনকে উদ্ধার করেছে। বন, রাজস্ব ও উদ্ধার কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। আগুন নেভাতে তাদের সহায়তায় ঘটনাস্থলে হেলিকপ্টার পাঠানোর আদেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
তিনি আরো বলেন, ঝোপ থেকে আগুন ধীরে ধীরে বৃহত্তর এলাকায় ছড়িয়ে পড়ে। নিহতদের মরদেহ চাকেসার গুননগর এলাকার প্রাথমিক স্বাস্থ্য ইউনিটে নেওয়া হয়েছে।
উদ্ধারকারী কর্মকর্তা ও স্থানীয়দের মতে শনিবার শাংলা, হরিপুর, সোয়াত, লোয়ার দির ও মহমান্দ জেলার বিভিন্ন এলাকায় দাবানল ছড়িয়ে পড়ে। আগুনে সবুজ গাছ এবং গবাদি পশুর চারণভূমি পুড়ে গেছে।
পাকিস্তানের পাঁচ জেলায় ছড়িয়ে পড়েছে ভায়বহ দাবানল, এক পরিবারে নিহত ৪
জনপ্রিয় সংবাদ























