বিনোদন প্রতিবেদক : দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর। তার কণ্ঠের শ্রুতিমধুর গানগুলো দিয়ে সারা বছরই শ্রোতাদের মাতিয়ে রাখেন এ শিল্পী। সেই ধারাবাহিকতায় সম্প্রতি নতুন একটি গানে কণ্ঠ দিলেন আঁখি। গানের শিরোনাম ‘পাগলী বানাইলি’। এ গানের কথা লিখেছেন মামুন আফনান রুমী। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন শাহরিয়ার রাফাত। আঁখি আলমগীর বলেন, ‘পাগলী বানাইলি’ গানটি খুবই সুন্দর একটি পার্টি সং। গানের কথা এবং সুর আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এর আগেও আমি রাফাতের সুরে গান গেয়েছি। তবে এই গানটি একটু অন্যরকম মনে হয়েছে। আশা করছি, শ্রোতাদেরও বেশ ভালো লাগবে।’ গীতিকার রুমী বলেন, ‘গানটি আঁখি আপুর কণ্ঠে ভীষণ মানিয়েছে। রাফাত ভাই দারুণ সুর ও সংগীতায়োজন করেছেন গানটির। সব মিলিয়ে ভালো কিছু হতে যাচ্ছে। আশা করছি, শ্রোতারা গানটি পছন্দ করবেন।’ জানা গেছে, আসছে কোরবানির ঈদে তালুকদার মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে আঁখি আলমগীরের গাওয়া নতুন এ গানটি। সেই পর্যন্ত অপেক্ষা।