ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

রাশিয়ায় ধাতবপণ্য নিয়ে যেতে মারিউপোল এসেছে আরেকটি জাহাজ

  • আপডেট সময় : ০৩:০৭:১৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২
  • ১৪৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেইনের মারিউপোল বন্দর থেকে ধাতবপণ্য বোঝাই করে রাশিয়ায় নিয়ে যেতে সেখানে আরেকটি জাহাজ পাঠানো হয়েছে। গত মাসে রাশিয়া ইউক্রেইনের দক্ষিণপূর্বাঞ্চলীয় শহরটির পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে দ্বিতীয়বারের মতো আরেকটি জাহাজ সেখানে হাজির হল। শনিবার বার্তা সংস্থা তাস বন্দর কর্তৃপক্ষের এক প্রতিনিধির উদ্ধৃতি দিয়েছে, তাতে তিনি বলেছেন, “জাহাজটি এসেছে, বন্দরে আছে।” এখন জাহাজটিতে ধাতবপণ্য বোঝাই করা হবে বলে জানিয়েছেন তিনি। গত সপ্তাহের প্রথমদিকে ধাতবপণ্য বোঝাই আরেকটি জাহাজ রাশিয়ার উদ্দেশ্যে মারিউপোল বন্দর ছেড়ে যায়। এর পুরোটাই ‘লুটের মাল’ বলে অভিযোগ ইউক্রেইনের। গত মাসের প্রথমদিকে মারিউপোলের পূর্ণ নিয়ন্ত্রণ নেয় রাশিয়া। ওই সময় প্রায় তিন মাস অবরুদ্ধ থাকার পর নগরীটির আজভস্তাইল ইস্পাত কারখানার ভূগর্ভের বাংকারে লুকিয়ে থাকা প্রায় আড়াই হাজার ইউক্রেইনীয় সেনা আত্মসমর্পণ করে। রাশিয়া তাদের নিজেদের হেফাজতে নিয়ে যায়। এই নগরীটি দখলের মাধ্যমে রাশিয়ার মূল ভূখ-ের সঙ্গে তাদের অঙ্গীভূত করে নেওয়া ক্রাইমিয়ার সরাসরি যোগাযোগের পথ খুলে যায়। গত মাসের শেষ দিকে রাশিয়া জানায়, মারিউপোল বন্দর মাইনমুক্ত করে বাণিজ্যিক জাহাজের জন্য খুলে দেওয়া হয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

রাশিয়ায় ধাতবপণ্য নিয়ে যেতে মারিউপোল এসেছে আরেকটি জাহাজ

আপডেট সময় : ০৩:০৭:১৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেইনের মারিউপোল বন্দর থেকে ধাতবপণ্য বোঝাই করে রাশিয়ায় নিয়ে যেতে সেখানে আরেকটি জাহাজ পাঠানো হয়েছে। গত মাসে রাশিয়া ইউক্রেইনের দক্ষিণপূর্বাঞ্চলীয় শহরটির পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে দ্বিতীয়বারের মতো আরেকটি জাহাজ সেখানে হাজির হল। শনিবার বার্তা সংস্থা তাস বন্দর কর্তৃপক্ষের এক প্রতিনিধির উদ্ধৃতি দিয়েছে, তাতে তিনি বলেছেন, “জাহাজটি এসেছে, বন্দরে আছে।” এখন জাহাজটিতে ধাতবপণ্য বোঝাই করা হবে বলে জানিয়েছেন তিনি। গত সপ্তাহের প্রথমদিকে ধাতবপণ্য বোঝাই আরেকটি জাহাজ রাশিয়ার উদ্দেশ্যে মারিউপোল বন্দর ছেড়ে যায়। এর পুরোটাই ‘লুটের মাল’ বলে অভিযোগ ইউক্রেইনের। গত মাসের প্রথমদিকে মারিউপোলের পূর্ণ নিয়ন্ত্রণ নেয় রাশিয়া। ওই সময় প্রায় তিন মাস অবরুদ্ধ থাকার পর নগরীটির আজভস্তাইল ইস্পাত কারখানার ভূগর্ভের বাংকারে লুকিয়ে থাকা প্রায় আড়াই হাজার ইউক্রেইনীয় সেনা আত্মসমর্পণ করে। রাশিয়া তাদের নিজেদের হেফাজতে নিয়ে যায়। এই নগরীটি দখলের মাধ্যমে রাশিয়ার মূল ভূখ-ের সঙ্গে তাদের অঙ্গীভূত করে নেওয়া ক্রাইমিয়ার সরাসরি যোগাযোগের পথ খুলে যায়। গত মাসের শেষ দিকে রাশিয়া জানায়, মারিউপোল বন্দর মাইনমুক্ত করে বাণিজ্যিক জাহাজের জন্য খুলে দেওয়া হয়েছে।