নিজস্ব প্রতিবেদক : ঢাকার শ্যামপুরে পারিবারিক কলহের জের ধরে দেবরের ছুরিকাঘাতে এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম নাজমা আক্তার (৩২)। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। গতকাল শনিবার সকালে পশ্চিম জুরাইন আইজি গেইট এলাকায় এই ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, গুরুতর আহত নাজমাকে সকাল ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাজমার আরেক দেবর সোহেল জানান, পারিবারিক বিষয়াদি নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে তার ভাই আবুল কালাম আজাদ সেন্টু ধারালো ছুরি দিয়ে তার ভাবিকে আঘাত করেন। নাজমার দেবর সেন্টুকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান শ্যামপুর থানার এসআই তন্ময় মন্ডল। নাজমা দুই ছেলে এক মেয়ে রয়েছে, স্বামীর নাম আবুল কাশেম। আবুল কাশেম বেঁচে নেই বলে জানান সোহেল।