আদি সানম : অথচ এই দিনগুলো, আজও বাতাসে ওড়ে।
ফিটকিরি ধোয়া বিশুদ্ধ দূর বন হতে
হরিণসন্ধ্যায়-মাংসত জ্যোৎস্নার মুখস্থ
এক শব্দের পাশে পয়সার মতো
বৃষ্টির ফোঁটা জমাট বেঁধে একটা
নির্জন স্নানের গান বেজে যাচ্ছে।
বোধহয়, কারোর সুর চুরি করে
আমিও নবান্ন প্রেমের মুখোমুখি
প্রিয় ঘনিষ্ঠ চুমুর দুরূদ শব্দ ঘটাই।
আর বাইসাইকেল হেলান দিয়ে
বিষণ্ণ ঠোঁটবতী নারীর মেঘময় শহরে
দাড়ি-কমার ঢেউয়ে শিকারি ধরে
বেল বাজায়ে যায়
ল্যাম্পপোস্টের গা ঘেঁষে বেড়ে ওঠা
কাঠ চেরাইয়ের বাণিজ্য মেশিন,
রাত্রি নেমে আসে-মেঘের ভেতরে
বহু উদাসীন জলের গায়ে বিউগল ফেনা ঢুকে…
হরিণসন্ধ্যায় জলের গান
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ