নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পুরান ঢাকার নিমতলী ট্র্যাজেডির এক যুগ পূর্ণ হলো আজ। ২০১০ সালের ৩ জুন রাসায়নিকের গুদাম থেকে ছড়িয়ে পড়া আগুনে পুড়ে ১২৪ জনের মৃত্যু হয়েছিল। যেখান থেকে আগুনের সূত্রপাত হয় তার পাশে নির্মিত স্মৃতিস্তম্ভে গতকাল শুক্রবার (৩ জুন) ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। সকাল থেকে সামাজিক, রাজনৈতিক এবং নিহতদের পরিবারের সদস্যরা শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত হন। এসময় নিহতদের আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়। স্থানীয় বাসিন্দারা বলেন, ঘটনাস্থল থেকে এখনো সরানো হয়নি রাসায়নিকের গুদাম। নিমতলী ট্র্যাজেডির পর বিভিন্ন সময়ে রাসায়নিকের গুদামের কারণে আগুনের ঘটনা ঘটেছে কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের কার্যকর পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। নিহতের স্বজনরা অভিযোগ করেন, পুরান ঢাকায় দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিছুদিনের জন্য সজাগ হন। বিভিন্ন অভিযান পরিচালনা করেন কিন্তু দিন কয়েক পর তাদের আর কোনো তৎপরতা দেখা যায় না। আমরা স্বজনদের হারিয়েছি, আমরাই জানি স্বজন হারানোর ব্যথা। এই ক্ষত বাকি জীবন আমাদের বয়ে বেড়াতে হবে। নিহতের স্বজনরা আরও অভিযোগ করেন, নিমতলীর ঘটনার পর রাসায়নিকের গোডাউন কেরানীগঞ্জ ও মুন্সীগঞ্জে স্থানান্তরের তোড়জোড় শুরু হলেও দীর্ঘ ১২ বছরে কোনো ধরনের দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। এসময় তারা রাসায়নিকের গুদাম সরানো দাবি জানান।
জনপ্রিয় সংবাদ