ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

অনলাইনে লাইসেন্স নবায়ন করতে পারবে আইএসপিরা

  • আপডেট সময় : ১০:২৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১ জুন ২০২২
  • ১১৪ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) আয়োজনে ও আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের সহযোগিতায় অনুষ্ঠিত সেমিনার ও কর্মশালা গত মঙ্গলবার (৩১ মে) শেষ হয়েছে। এছাড়া সংগঠনটির উদ্যোগে নেটওয়ার্ক প্রকৌশলীদের প্রশিক্ষণের জন্য গঠিত ল্যাবও এ সময় উদ্বোধন করা হয়। চার দিনের এই সম্মেলন অনুষ্ঠিত হয় কক্সবাজারের হোটেল কক্স টুডে-তে। গত শুক্রবার সম্মেলন উদ্বোধন করেছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার। তিনি বলেন, ‘কারিগরি সব কাজ শেষ, শিগগিরই অনলাইনে লাইসেন্স নবায়ন করতে পারবেন ইন্টারনেট সেবাদাতারা। নতুন আইএলডিটিএস পলিসি অনুযায়ী, যে ইউনিফায়েড লাইসেন্স প্রবর্তন করা হবে, তাতে আইএসপিদেরও স্বার্থ রক্ষা ও ব্যবসা সুরক্ষিত করা হবে।’
আরও বেশি বেশি প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের তাগিদ দিয়ে শ্যাম সুন্দর সিকদার বলেন, ‘বিভাগীয় ও জেলা পর্যায়ে আপনারা আরও প্রশিক্ষণের উদ্যোগ নিন। এতে বিটিআরসি সর্বাত্মক সহযোগিতা করবে।’ রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে জুন মাসের মধ্যেই স্থানীয়ভাবে স্থাপিত ক্যাশ সার্ভার ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) ও ন্যাশনাল ইন্টারনেট এক্সচেঞ্জ (নিক্স), মোবাইল অপারেটর নেটওয়ার্ক এবং নেশনওয়াইড আইএসপিদের কাছে হস্তান্তরের নির্দেশনা দিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান। আইএসপিএবি পরিচালক জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ। তিনি বলেন, ‘আপনাদের যত সমস্যাই থাকুক তার সমাধান বিটিআরসি’র হাতেই আছে। কিন্তু এ জন্য আমাদের সময় দিতে হবে।’ মোবাইল অপারেটরদের চেয়ে আইএসপিরা সাধারণ মানুষের বেশি কাছাকাছি থাকে উল্লেখ করে তিনি বলেন, ‘ডেটা নিয়ে যখন কাজ করতে হয়, তখন ফিক্সড ইন্টারনেটের বিকল্প নেই।’
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ইমদাদুল হক প্রমুখ। কর্মশালায় ১৩০ জন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার প্রশিক্ষণার্থীকে জুনিপার ও মাইক্রোটিক নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

অনলাইনে লাইসেন্স নবায়ন করতে পারবে আইএসপিরা

আপডেট সময় : ১০:২৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১ জুন ২০২২

প্রযুক্তি ডেস্ক : ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) আয়োজনে ও আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের সহযোগিতায় অনুষ্ঠিত সেমিনার ও কর্মশালা গত মঙ্গলবার (৩১ মে) শেষ হয়েছে। এছাড়া সংগঠনটির উদ্যোগে নেটওয়ার্ক প্রকৌশলীদের প্রশিক্ষণের জন্য গঠিত ল্যাবও এ সময় উদ্বোধন করা হয়। চার দিনের এই সম্মেলন অনুষ্ঠিত হয় কক্সবাজারের হোটেল কক্স টুডে-তে। গত শুক্রবার সম্মেলন উদ্বোধন করেছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার। তিনি বলেন, ‘কারিগরি সব কাজ শেষ, শিগগিরই অনলাইনে লাইসেন্স নবায়ন করতে পারবেন ইন্টারনেট সেবাদাতারা। নতুন আইএলডিটিএস পলিসি অনুযায়ী, যে ইউনিফায়েড লাইসেন্স প্রবর্তন করা হবে, তাতে আইএসপিদেরও স্বার্থ রক্ষা ও ব্যবসা সুরক্ষিত করা হবে।’
আরও বেশি বেশি প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের তাগিদ দিয়ে শ্যাম সুন্দর সিকদার বলেন, ‘বিভাগীয় ও জেলা পর্যায়ে আপনারা আরও প্রশিক্ষণের উদ্যোগ নিন। এতে বিটিআরসি সর্বাত্মক সহযোগিতা করবে।’ রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে জুন মাসের মধ্যেই স্থানীয়ভাবে স্থাপিত ক্যাশ সার্ভার ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) ও ন্যাশনাল ইন্টারনেট এক্সচেঞ্জ (নিক্স), মোবাইল অপারেটর নেটওয়ার্ক এবং নেশনওয়াইড আইএসপিদের কাছে হস্তান্তরের নির্দেশনা দিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান। আইএসপিএবি পরিচালক জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ। তিনি বলেন, ‘আপনাদের যত সমস্যাই থাকুক তার সমাধান বিটিআরসি’র হাতেই আছে। কিন্তু এ জন্য আমাদের সময় দিতে হবে।’ মোবাইল অপারেটরদের চেয়ে আইএসপিরা সাধারণ মানুষের বেশি কাছাকাছি থাকে উল্লেখ করে তিনি বলেন, ‘ডেটা নিয়ে যখন কাজ করতে হয়, তখন ফিক্সড ইন্টারনেটের বিকল্প নেই।’
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ইমদাদুল হক প্রমুখ। কর্মশালায় ১৩০ জন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার প্রশিক্ষণার্থীকে জুনিপার ও মাইক্রোটিক নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।