প্রযুক্তি ডেস্ক : সাশ্রয়ী মূল্যে নানান রকম উদ্ভাবনী ফিচার মানুষের কাছে পৌঁছে দিতে স্যামসাং ‘এ’ সিরিজের ফোনগুলো স্মার্টফোন বাজারে অত্যন্ত জনপ্রিয়। সম্প্রতি স্যামসাং এই ‘অসাম’ সিরিজে যুক্ত করেছে আরেকটি চমৎকার ফোন– স্যামসাং গ্যালাক্সি এ১৩। আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে দুর্দান্ত প্রসেসরের দারুণ সমন্বয় গ্যালাক্সি এ১৩-কে এই সেগমেন্টের অন্যতম আকর্ষণীয় স্মার্টফোনে পরিণত করেছে।
স্টাইলিশ লুক্স : স্মার্টফোন প্রয়োজনীয়তার পাশাপাশি ব্যক্তিগত রুচি এবং লাইফস্টাইলকেও অনেকাংশে অন্যদের সামনে তুলে ধরে। তাই স্মার্টফোন নির্মাতারা ফোনের ডিজাইনের দিকে বিশেষ নজর দিচ্ছে। স্যামসাং গ্যালাক্সি এ১৩-এর এর ডিজাইন স্যামসাংয়ের জনপ্রিয় ফ্ল্যাগশিপ ফোন গ্যালাক্সি এস২২-এর ডিজাইনের সঙ্গে অনেকটাই সাদৃশ্যপূর্ণ।
বিউটিফুল ডিসপ্লে : গ্যালাক্সি এ১৩ স্মার্টফোনে স্যামসাং দিচ্ছে ৬.৬ ইঞ্চির এফএইচডি+ ইনফিনিটি ভি ডিসপ্লে। ফোনটির ১২০০ী২৪০৮ ডিসপ্লেতে ইউটিউব শর্টস হোক বা নেটফ্লিক্সে মুভি– যেকোনও ভিডিও কনটেন্ট দেখার অভিজ্ঞতা হবে আরও অসাধারণ। আর স্যামসাংয়ের অন্য বেশিরভাগ ফোনের মতো এই ফোনেও থাকছে ডলবি অ্যাটমস।
অসাম কোয়াড ক্যামেরা : ফোনের ডিসপ্লে যেমন দারুণ হওয়া চাই, তেমনি ফোনের ক্যামেরার গুরুত্বও কোনও অংশে কম নয়। গ্যালাক্সি এ১৩-এ রয়েছে ৫০ মেগা পিক্সেল মেইন ক্যামেরা, ৫ মেগা পিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা, ২ মেগা পিক্সেল ম্যাক্রো ও ২ মেগা পিক্সেল ডেপথ ক্যামেরার কোয়াড ক্যামেরা সেটআপ।
মাস্কুলার ব্যাটারি : গ্যালাক্সি এ১৩-এর ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি সকাল থেকে রাত পর্যন্ত ফোনের ব্যাটারির বিষয়ে ব্যবহারকারীকে রাখবে চিন্তামুক্ত। এতে রয়েছে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। এছাড়াও ফোনটির অ্যাডাপ্টিভ পাওয়ার সেভিং মোড ও অ্যাপ পাওয়ার ম্যানেজমেন্ট ব্যবহারকারীর ব্যবহারের ধরন অনুযায়ী অ্যাপ অপ্টিমাইজ করবে। ৫০ শতাংশ ব্যাটারি লাইফের পর স্বয়ংক্রিয়ভাবে ফোনটি পাওয়ার সেভিং মোডে কাজ করবে।
অ্যাডভান্সড প্রসেসর : দ্রুতগতির বৈশিষ্ট্যের কারণে এক্সিনোস ৮৫০ প্রসেসর ইতোমধ্যে স্মার্টফোন বাজারে ব্যাপক সাড়া ফেলেছে। স্যামসাং গ্যালাক্সি এ১৩ স্মার্টফোনে কোয়াড ২.০ গিগা হার্জ+কোয়াড ২.০ গিগা হার্জের এক্সিনোস ৮৫০ অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর সঙ্গে শক্তিশালী মালিঞগ-জি৫২ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট গেমিংয়ে দেবে অসাধারণ অভিজ্ঞতা। দ্রুতগতির ফোরজি, স্ট্রিমিং কিংবা ইন্টারনেট ব্রাউজিংয়ে যোগ করবে নতুন মাত্রা।
সিল্কি স্মুথ ইন্টারফেস : গ্যালাক্সি এ১৩-এ স্যামসাংয়ের সর্বশেষ ইউজার ইন্টারফেস ওয়ান ইউআই ৪ ব্যবহার করা হয়েছে।
অসাম অ্যান্ড ফিটফাট : ৪/৬৪ এবং ৬/১২৮ এই দুটি ভ্যারিয়েন্ট থেকে কেনা যাবে গ্যালাক্সি এ১৩। এছাড়া ফোনের ইন্টারনাল স্টোরেজ এক টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। ভ্যারিয়েন্ট দুটির বর্তমান বাজারদর যথাক্রমে ১৭ হাজার ৯৯৯ টাকা ও ২০ হাজার ৯৯৯ টাকা। ব্ল্যাক, ব্লু ও পিচ– ভিন্ন এই তিনটি আকর্ষণীয় ও ট্রেন্ডি রঙে পাওয়া যাচ্ছে গ্যালাক্সি এ১৩।
দুর্দান্ত প্রসেসরের সমন্বয় স্যামসাং গ্যালাক্সি এ১৩
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ