ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

যাত্রা শুরু করলো বেকারি শপ কেক স্টোরিজ

  • আপডেট সময় : ০৩:০৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
  • ৮৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ঢাকা শহরের নাগরিকদের খাঁটি এবং সুস্বাদু বেকারি খাবারের স্বাদ দিতে যাত্রা শুরু করলো বেকারি শপ কেক স্টোরিজ। স্পেস প্রাইভেট লিমিটেডের আওতাধীন কেক স্টোরিজ গত ২৬ মে খিলগাঁও এবং ২৭ মে মিরপুরের আমতলায় উৎসবমুখর পরিবেশে তাদের প্রথম বেকারি শপের উদ্বোধন ঘোষণা করে। এ সময় কোম্পানির উর্দ্ধতন কর্মকর্তাসহ অন্যান্য কর্মচারী এবং অনেক শুভাকাংখী উপস্থিত ছিলেন। কেক স্টোরিজ তার গ্রাহকদের জন্য কেক, পেস্ট্রি, ব্রেড, কুকিজ, ডোনাট, স্যাভরি ইত্যাদি বেকারি আইটেম পরিবেশন করছে। কেক স্টোরিজ তাদের উদ্বোধনী দিন থেকে পরবর্তী ৭ দিন পর্যন্ত ক্রেতাদের জন্য সব ধরণের খাবারের উপর ১০% ছাড় দিচ্ছে। কেক স্টোরিজের চিফ এক্সিকিউটিভ নুরুল হাসান বলেন, সেরা মানের এবং সুস্বাদু খাবার সরবরাহের মাধ্যমে তারা তাদের গ্রাহকদের সন্তুষ্টি অর্জন করতে চায়। চিফ অপারেটিং অফিসার জাহিদ হোসাইন বলেন, গ্রাহকদের সন্তুষ্ট করার মাধ্যমে মুনাফা অর্জন করতে চায় কেক স্টোরিজ। তাই কেক স্টোরিজ পণ্যের গুণগতমান এবং স্বাদের সঙ্গে কখনই আপস করবে না। চিফ মার্কেটিং অফিসার আজমীর হোসেন এবং চিফ বিসনেস অফিসার মাইনুল ইসলাম বলেন, গ্রাহকদের খাঁটি এবং সুস্বাদু খাবার পরিবেশন করাই কেক স্টোরিজের প্রধান লক্ষ্য। কেক স্টোরিজ শীঘ্রই উত্তরা, মিরপুর-১০, খিলক্ষেত এবং মোহাম্মদপুর সহ ঢাকার ৩৬টি স্থানে তাদের পরবর্তী আউটলেট উদ্বোধনের আশাবাদ ব্যক্ত করেন তারা। উল্লেখ্য, কেক স্টোরিজ অনলাইন পরিষেবা চালু করায় গ্রাহকরা ঘরে বসেই খাবার অর্ডার করতে পারবেন। কেক স্টোরিজ এর খাবারগুলি পেতে ভিজিট করুন কেক স্টোরিজ এর ওয়েবসাইট (িি.িপধশবংঃড়ৎুং.পড়স) ও ফেসবুক পেজ (যঃঃঢ়ং://িি.িভধপবনড়ড়শ.পড়স/ঈধশবঝঃড়ৎুং৩১৯)।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

এক নারীকে দুই ভাই বিয়ে করে বললেন- আমরা গর্বিত

যাত্রা শুরু করলো বেকারি শপ কেক স্টোরিজ

আপডেট সময় : ০৩:০৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২

নিজস্ব প্রতিবেদক : ঢাকা শহরের নাগরিকদের খাঁটি এবং সুস্বাদু বেকারি খাবারের স্বাদ দিতে যাত্রা শুরু করলো বেকারি শপ কেক স্টোরিজ। স্পেস প্রাইভেট লিমিটেডের আওতাধীন কেক স্টোরিজ গত ২৬ মে খিলগাঁও এবং ২৭ মে মিরপুরের আমতলায় উৎসবমুখর পরিবেশে তাদের প্রথম বেকারি শপের উদ্বোধন ঘোষণা করে। এ সময় কোম্পানির উর্দ্ধতন কর্মকর্তাসহ অন্যান্য কর্মচারী এবং অনেক শুভাকাংখী উপস্থিত ছিলেন। কেক স্টোরিজ তার গ্রাহকদের জন্য কেক, পেস্ট্রি, ব্রেড, কুকিজ, ডোনাট, স্যাভরি ইত্যাদি বেকারি আইটেম পরিবেশন করছে। কেক স্টোরিজ তাদের উদ্বোধনী দিন থেকে পরবর্তী ৭ দিন পর্যন্ত ক্রেতাদের জন্য সব ধরণের খাবারের উপর ১০% ছাড় দিচ্ছে। কেক স্টোরিজের চিফ এক্সিকিউটিভ নুরুল হাসান বলেন, সেরা মানের এবং সুস্বাদু খাবার সরবরাহের মাধ্যমে তারা তাদের গ্রাহকদের সন্তুষ্টি অর্জন করতে চায়। চিফ অপারেটিং অফিসার জাহিদ হোসাইন বলেন, গ্রাহকদের সন্তুষ্ট করার মাধ্যমে মুনাফা অর্জন করতে চায় কেক স্টোরিজ। তাই কেক স্টোরিজ পণ্যের গুণগতমান এবং স্বাদের সঙ্গে কখনই আপস করবে না। চিফ মার্কেটিং অফিসার আজমীর হোসেন এবং চিফ বিসনেস অফিসার মাইনুল ইসলাম বলেন, গ্রাহকদের খাঁটি এবং সুস্বাদু খাবার পরিবেশন করাই কেক স্টোরিজের প্রধান লক্ষ্য। কেক স্টোরিজ শীঘ্রই উত্তরা, মিরপুর-১০, খিলক্ষেত এবং মোহাম্মদপুর সহ ঢাকার ৩৬টি স্থানে তাদের পরবর্তী আউটলেট উদ্বোধনের আশাবাদ ব্যক্ত করেন তারা। উল্লেখ্য, কেক স্টোরিজ অনলাইন পরিষেবা চালু করায় গ্রাহকরা ঘরে বসেই খাবার অর্ডার করতে পারবেন। কেক স্টোরিজ এর খাবারগুলি পেতে ভিজিট করুন কেক স্টোরিজ এর ওয়েবসাইট (িি.িপধশবংঃড়ৎুং.পড়স) ও ফেসবুক পেজ (যঃঃঢ়ং://িি.িভধপবনড়ড়শ.পড়স/ঈধশবঝঃড়ৎুং৩১৯)।