ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫

বিএইচবিএফসিতে ফিনটেক সেমিনার অনুষ্ঠিত

  • আপডেট সময় : ০৩:০২:৪১ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
  • ৮৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ফিনটেক বিষয়ক এক গুরুত্বপূর্ণ সেমিনারের আয়োজন করে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিবিএফসি)। রবিবার রাজধানীতে প্রতিষ্ঠানটির সদর দফতর ট্রেনিং ইনস্টিটিউট মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বিএইচবিএফসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ প্রধান অতিথি হিসেবে সেমিনারটি উদ্বোধনের পাশাপাশি এর মূল প্রবন্ধ উপস্থাপন এবং গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন। বিএইচবিএফসি’র ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন এবং একটি গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন। প্রতিষ্ঠানের উপব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী অন্যতম রিসোর্স পার্সন হিসেবে একটি সেশন পরিচালনা করেন।
কর্পোরেশনের মহাব্যবস্থাপকবৃন্দ এবং বিভাগীয় প্রধান উপমহাব্যবস্থাপকবৃন্দসহ মোট ৫০জন কর্মকর্তা সেমিনারে সরাসরি অংশগ্রহণ করেন। প্রতিষ্ঠানের সকল মাঠ কার্যালয়ের ব্যবস্থাপকবৃন্দসহ সর্বস্তরের কর্মকর্তাবৃন্দ ভার্চুয়ালি সেমিনারে সংযুক্ত ছিলেন। মহাব্যবস্থাপক প্রলয় কুমার ভট্টাচার্য্য সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সেমিনারে প্রধান অতিথি ও মূল প্রবন্ধ উপস্থাপক ড. সেলিম উদ্দিন ঋরহঞবপয ভড়ৎ ঝঁংঃধরহধনষব উবাবষড়ঢ়সবহঃ রহ ঋরহধহপরধষ ঝবপঃড়ৎ ড়ভ ইধহমষধফবংয শীর্ষক এ সেমিনারে বর্তমানে ফিনটেক প্রক্রিয়াকে আলোচিত অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় আখ্যায়িত করে সনাতন ফাইনান্সিয়াল সার্ভিসগুলোকে প্রযুক্তির আওতায় এনে তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার উপর গুরুত্বারোপ করেন। তিনি ব্যাংক ও আর্থিক সেবা ব্যবস্থায় বৈশ্বিক অগ্রগতির সাথে তাল মিলিয়ে চলার প্রয়োজনে ফিনটেক বিষয়ে সচেতনতা বৃদ্ধিসহ এ বিষয়ে সরকারি বেসরকারি পর্যায়ে প্রভূত কাজ করতে হবে বলে উল্লেখ করেন। ব্যবস্থাপনা পরিচালক তাঁর বক্তব্যে, ফিনটেক প্রযুক্তিতে নিরবে ঘটে যাওয়া বিপ্লবের সাথে পরিচিত হওয়ার পাশাপাশি এ প্রযুক্তির সাথে নিজেকে এবং প্রতিষ্ঠানকে এগিয়ে নেয়ার আহবান জানান।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বিএইচবিএফসিতে ফিনটেক সেমিনার অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:০২:৪১ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২

নিজস্ব প্রতিবেদক : ফিনটেক বিষয়ক এক গুরুত্বপূর্ণ সেমিনারের আয়োজন করে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিবিএফসি)। রবিবার রাজধানীতে প্রতিষ্ঠানটির সদর দফতর ট্রেনিং ইনস্টিটিউট মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বিএইচবিএফসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ প্রধান অতিথি হিসেবে সেমিনারটি উদ্বোধনের পাশাপাশি এর মূল প্রবন্ধ উপস্থাপন এবং গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন। বিএইচবিএফসি’র ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন এবং একটি গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন। প্রতিষ্ঠানের উপব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী অন্যতম রিসোর্স পার্সন হিসেবে একটি সেশন পরিচালনা করেন।
কর্পোরেশনের মহাব্যবস্থাপকবৃন্দ এবং বিভাগীয় প্রধান উপমহাব্যবস্থাপকবৃন্দসহ মোট ৫০জন কর্মকর্তা সেমিনারে সরাসরি অংশগ্রহণ করেন। প্রতিষ্ঠানের সকল মাঠ কার্যালয়ের ব্যবস্থাপকবৃন্দসহ সর্বস্তরের কর্মকর্তাবৃন্দ ভার্চুয়ালি সেমিনারে সংযুক্ত ছিলেন। মহাব্যবস্থাপক প্রলয় কুমার ভট্টাচার্য্য সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সেমিনারে প্রধান অতিথি ও মূল প্রবন্ধ উপস্থাপক ড. সেলিম উদ্দিন ঋরহঞবপয ভড়ৎ ঝঁংঃধরহধনষব উবাবষড়ঢ়সবহঃ রহ ঋরহধহপরধষ ঝবপঃড়ৎ ড়ভ ইধহমষধফবংয শীর্ষক এ সেমিনারে বর্তমানে ফিনটেক প্রক্রিয়াকে আলোচিত অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় আখ্যায়িত করে সনাতন ফাইনান্সিয়াল সার্ভিসগুলোকে প্রযুক্তির আওতায় এনে তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার উপর গুরুত্বারোপ করেন। তিনি ব্যাংক ও আর্থিক সেবা ব্যবস্থায় বৈশ্বিক অগ্রগতির সাথে তাল মিলিয়ে চলার প্রয়োজনে ফিনটেক বিষয়ে সচেতনতা বৃদ্ধিসহ এ বিষয়ে সরকারি বেসরকারি পর্যায়ে প্রভূত কাজ করতে হবে বলে উল্লেখ করেন। ব্যবস্থাপনা পরিচালক তাঁর বক্তব্যে, ফিনটেক প্রযুক্তিতে নিরবে ঘটে যাওয়া বিপ্লবের সাথে পরিচিত হওয়ার পাশাপাশি এ প্রযুক্তির সাথে নিজেকে এবং প্রতিষ্ঠানকে এগিয়ে নেয়ার আহবান জানান।