ঢাকা ১১:১৯ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

জাতীয় উৎপাদনশীলতা পুরস্কার পেল প্রাণের ২ কোম্পানি

  • আপডেট সময় : ০২:৩৬:০৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২
  • ১৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : কারখানায় উৎপাদনশীলতা বৃদ্ধি ও গুণগত মানসম্পন্ন পণ্য তৈরির স্বীকৃতি হিসেবে জাতীয় উৎপাদনশীলতা পুরস্কার পেয়েছে প্রাণ গ্রুপের দুই সহযোগী কোম্পানি হবিগঞ্জ এগ্রো লিমিটেড ও সিলভান টেকনোলোজিস লিমিটেড। গতকাল রোববার বিকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে কোম্পানি দুটির প্রতিনিধিদের হাতে ‘ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২০’ তুলে দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। প্রাণের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হবিগঞ্জ এগ্রোর পক্ষে প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা এবং সিলভান টেকনোলোজিসের পক্ষে প্রধান পরিচালন কর্মকর্তা প্রকৌশলী মোস্তাফিজুর রহমান পুরস্কার গ্রহণ করেন। বৃহৎ শিল্প ক্যাটাগরিতে খাদ্য শিল্প খাতে দ্বিতীয় পুরস্কার পেয়েছে হবিগঞ্জ এগ্রো।
অন্যদিকে, মাঝারি শিল্প ক্যাটাগরিতে ইস্পাত ও প্রকৌশল খাতের জন্য প্রথম পুরস্কার গেছে সিলভান টেকনোলোজিসের ঘরে। দেশে বিস্কুট, ওয়েফারসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন ও বিপণন করে আসছে হবিগঞ্জ এগ্রো। অপরদিকে সিলভান টেকনোলোজিস উন্নত প্রযুক্তিতে ট্রান্সফর্মারসহ বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণের বিভিন্ন সরঞ্জাম ও প্রি-ইঞ্জিনিয়ার্ড বিল্ডিং নির্মাণ করে আসছে। পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় ইলিয়াছ মৃধা বলেন, “আমরা প্রতিনিয়ত কারখানার উৎপাদনশীলতা বৃদ্ধি ও গুণগত মানের পণ্য উৎপাদনে কাজ করে যাচ্ছি। এ ধরনের পুরস্কার আমাদেরকে আরও ভালো কাজ করতে অনুপ্রেরণা জোগাবে।” অনুষ্ঠানে অন্যদের মধ্যে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা ও এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় উৎপাদনশীলতা পুরস্কার পেল প্রাণের ২ কোম্পানি

আপডেট সময় : ০২:৩৬:০৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২

নিজস্ব প্রতিবেদক : কারখানায় উৎপাদনশীলতা বৃদ্ধি ও গুণগত মানসম্পন্ন পণ্য তৈরির স্বীকৃতি হিসেবে জাতীয় উৎপাদনশীলতা পুরস্কার পেয়েছে প্রাণ গ্রুপের দুই সহযোগী কোম্পানি হবিগঞ্জ এগ্রো লিমিটেড ও সিলভান টেকনোলোজিস লিমিটেড। গতকাল রোববার বিকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে কোম্পানি দুটির প্রতিনিধিদের হাতে ‘ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২০’ তুলে দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। প্রাণের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হবিগঞ্জ এগ্রোর পক্ষে প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা এবং সিলভান টেকনোলোজিসের পক্ষে প্রধান পরিচালন কর্মকর্তা প্রকৌশলী মোস্তাফিজুর রহমান পুরস্কার গ্রহণ করেন। বৃহৎ শিল্প ক্যাটাগরিতে খাদ্য শিল্প খাতে দ্বিতীয় পুরস্কার পেয়েছে হবিগঞ্জ এগ্রো।
অন্যদিকে, মাঝারি শিল্প ক্যাটাগরিতে ইস্পাত ও প্রকৌশল খাতের জন্য প্রথম পুরস্কার গেছে সিলভান টেকনোলোজিসের ঘরে। দেশে বিস্কুট, ওয়েফারসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন ও বিপণন করে আসছে হবিগঞ্জ এগ্রো। অপরদিকে সিলভান টেকনোলোজিস উন্নত প্রযুক্তিতে ট্রান্সফর্মারসহ বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণের বিভিন্ন সরঞ্জাম ও প্রি-ইঞ্জিনিয়ার্ড বিল্ডিং নির্মাণ করে আসছে। পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় ইলিয়াছ মৃধা বলেন, “আমরা প্রতিনিয়ত কারখানার উৎপাদনশীলতা বৃদ্ধি ও গুণগত মানের পণ্য উৎপাদনে কাজ করে যাচ্ছি। এ ধরনের পুরস্কার আমাদেরকে আরও ভালো কাজ করতে অনুপ্রেরণা জোগাবে।” অনুষ্ঠানে অন্যদের মধ্যে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা ও এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।