ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

সুশৃঙ্খল ছাত্র সংগঠনকে মিথ্যা অপবাদ দেবেন না: ছাত্রলীগ সভাপতি

  • আপডেট সময় : ০১:৩৬:১৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২
  • ৫৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ছাত্রলীগকে সুশৃঙ্খল সংগঠন আখ্যা দিয়ে গণমাধ্যমের উদ্দেশে সংগঠনটির সভাপতি আল নাহিয়ান খান জয় মিথ্যা অপবাদ না দেওয়ার আহবান জানিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষের বিষয়ে ছাত্রলীগ নেতাদের মারমুখী আচরণের সচিত্র সংবাদ প্রকাশের পর ক্ষোভ ঝেড়ে একথা বলেন তিনি।
গতকাল রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টিএসসিতে ছাত্রলীগের মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে আল নাহিয়ান খান জয় এ ক্ষোভ ঝাড়েন। ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের ওপর বহিরাগত ছাত্রদল ক্যাডারদের সশস্ত্র হামলার প্রতিবাদে এবং সকল শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে’ এ মানববন্ধনের আয়োজন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির উদ্দেশে আল নাহিয়ান খান জয় বলেন, ‘আপনারা সত্যকে সত্য বলুন, আপত্তি নাই। কিন্তু তথাকথিত ছাত্র সংগঠন নামে (ছাত্রদল) অছাত্রদের মায়াকান্না দেখে নিউজ করবেন না।’
‘আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অনেকেই…ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারে পড়েৃ তারা ছাত্রলীগকে নিয়ে নিউজ করে। তাদের উদ্দেশে বলছি, সুশৃঙ্খল একটি ছাত্র সংগঠনকে মিথ্যা অপবাদ দেবেন না।’
সাংবাদিকদের সমালোচনা করে তিনি বলেন, ‘আপনারা কোনোকিছু হলেই ছাত্রলীগকে নিয়ে নিউজ করেন। আমাদের খারাপ দিকগুলো নিয়ে লিখেন, আমরা সাধুবাদ জানাই। কিন্তু ছাত্রলীগ হামলা করেছে- এমনভাবে ঢালাও অভিযোগ করবেন না।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন হলে গেস্টরুমের প্রসঙ্গ টেনে ছাত্রলীগ সভাপতি বলেন, ‘আপনারা গেস্টরুম নিয়ে নিউজ করেন না জেনেই। আপনারা বলছেন, গেস্টরুম নাকি টর্চার সেল, আবদ্ধ কক্ষ। কিন্তু বাস্তবপক্ষে গেস্টরুমের অবস্থা ভালো, ওখানে অনেক বাতাস আছেৃঅনেক ফ্যান আছেৃসেখানে এসে কোনো শিক্ষার্থী যদি সিনিয়রদের সঙ্গে পরিচয় হতে চায়, মতবিনিময় করতে চায়, তাহলে সমস্যা কি?’
ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষের ঘটনায় ছাত্রদল অছাত্র বহিরাগতদের নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি চেষ্টা করছে অভিযোগ করে বলেন, ‘প্রাণঘাতী করোনা মহামারির ক্ষতি কাটিয়ে শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে ছাত্র-শিক্ষকরা যখন প্রস্তুতি নিচ্ছে ঠিক তখনই ছাত্রদলের ক্যাডাররা অছাত্র-বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে অস্ত্রশস্ত্রসহ শিক্ষাপ্রতিষ্ঠানের শান্তিপূর্ণ ও স্বাভাবিক পরিবেশ নষ্ট করে অস্থিতিশীল করার অপকৌশল নিয়েছে। যারা ক্যাম্পাসে এসে বঙ্গবন্ধুকে, বঙ্গবন্ধু কন্যাকে নিয়ে কটূক্তি করে, তাদের ক্যাম্পাসে আসার দরকার নাই। ক্যাম্পাসের বাইরে থেকে রাজনীতি করুক তারা।’
ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ারও আহ্বান জানান জয়। ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। এসময় ছাত্রলীগের কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন হল ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সুশৃঙ্খল ছাত্র সংগঠনকে মিথ্যা অপবাদ দেবেন না: ছাত্রলীগ সভাপতি

আপডেট সময় : ০১:৩৬:১৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২

নিজস্ব প্রতিবেদক : ছাত্রলীগকে সুশৃঙ্খল সংগঠন আখ্যা দিয়ে গণমাধ্যমের উদ্দেশে সংগঠনটির সভাপতি আল নাহিয়ান খান জয় মিথ্যা অপবাদ না দেওয়ার আহবান জানিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষের বিষয়ে ছাত্রলীগ নেতাদের মারমুখী আচরণের সচিত্র সংবাদ প্রকাশের পর ক্ষোভ ঝেড়ে একথা বলেন তিনি।
গতকাল রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টিএসসিতে ছাত্রলীগের মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে আল নাহিয়ান খান জয় এ ক্ষোভ ঝাড়েন। ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের ওপর বহিরাগত ছাত্রদল ক্যাডারদের সশস্ত্র হামলার প্রতিবাদে এবং সকল শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে’ এ মানববন্ধনের আয়োজন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির উদ্দেশে আল নাহিয়ান খান জয় বলেন, ‘আপনারা সত্যকে সত্য বলুন, আপত্তি নাই। কিন্তু তথাকথিত ছাত্র সংগঠন নামে (ছাত্রদল) অছাত্রদের মায়াকান্না দেখে নিউজ করবেন না।’
‘আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অনেকেই…ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারে পড়েৃ তারা ছাত্রলীগকে নিয়ে নিউজ করে। তাদের উদ্দেশে বলছি, সুশৃঙ্খল একটি ছাত্র সংগঠনকে মিথ্যা অপবাদ দেবেন না।’
সাংবাদিকদের সমালোচনা করে তিনি বলেন, ‘আপনারা কোনোকিছু হলেই ছাত্রলীগকে নিয়ে নিউজ করেন। আমাদের খারাপ দিকগুলো নিয়ে লিখেন, আমরা সাধুবাদ জানাই। কিন্তু ছাত্রলীগ হামলা করেছে- এমনভাবে ঢালাও অভিযোগ করবেন না।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন হলে গেস্টরুমের প্রসঙ্গ টেনে ছাত্রলীগ সভাপতি বলেন, ‘আপনারা গেস্টরুম নিয়ে নিউজ করেন না জেনেই। আপনারা বলছেন, গেস্টরুম নাকি টর্চার সেল, আবদ্ধ কক্ষ। কিন্তু বাস্তবপক্ষে গেস্টরুমের অবস্থা ভালো, ওখানে অনেক বাতাস আছেৃঅনেক ফ্যান আছেৃসেখানে এসে কোনো শিক্ষার্থী যদি সিনিয়রদের সঙ্গে পরিচয় হতে চায়, মতবিনিময় করতে চায়, তাহলে সমস্যা কি?’
ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষের ঘটনায় ছাত্রদল অছাত্র বহিরাগতদের নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি চেষ্টা করছে অভিযোগ করে বলেন, ‘প্রাণঘাতী করোনা মহামারির ক্ষতি কাটিয়ে শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে ছাত্র-শিক্ষকরা যখন প্রস্তুতি নিচ্ছে ঠিক তখনই ছাত্রদলের ক্যাডাররা অছাত্র-বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে অস্ত্রশস্ত্রসহ শিক্ষাপ্রতিষ্ঠানের শান্তিপূর্ণ ও স্বাভাবিক পরিবেশ নষ্ট করে অস্থিতিশীল করার অপকৌশল নিয়েছে। যারা ক্যাম্পাসে এসে বঙ্গবন্ধুকে, বঙ্গবন্ধু কন্যাকে নিয়ে কটূক্তি করে, তাদের ক্যাম্পাসে আসার দরকার নাই। ক্যাম্পাসের বাইরে থেকে রাজনীতি করুক তারা।’
ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ারও আহ্বান জানান জয়। ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। এসময় ছাত্রলীগের কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন হল ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন।