ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫

নতুন পরিচয়ে আসছেন বুবলী

  • আপডেট সময় : ১২:০২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
  • ৮৫ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা বুবলী। শুধু সিনেমাপাড়া নয়, সমান তালে টিভিসি কিংবা ওটিটি প্ল্যাটফর্ম কাজ করছেন। এবার তাকে দেখা যাবে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থাপক হিসাবে। বিষয়টি নিয়ে বুবলী গণমাধ্যমে বলেন, ‘আমি এখন সিনেমার শুটিং করছি বরগুনায়। সেখান থেকে দুই-একদিনের মধ্যে ফিরবো ঢাকায়। তারপর অ্যাওয়ার্ড অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নেবো। এর আগে সংবাদ উপস্থাপনা করলেও মঞ্চে কখনো কাজ করা হয়নি। এটি বেশ চ্যালেঞ্জিং হবে। কেননা ভিন্ন একটি প্ল্যাটফর্ম। নতুন অভিজ্ঞতাও।’ তিনি আরও করেন, ‘এই অ্যাওয়ার্ড প্রোগ্রামটি একটু অন্যরকম। যে কোনো অ্যাওয়ার্ড প্রোগ্রাম সাধারণত সাংবাদিকরা কভার করে থাকেন। তবে এখানে সাংবাদিকরাই অতিথি এবং তাদের অ্যাওয়ার্ড দেওয়া হবে। এমন ব্যতিক্রমী আয়োজনের অংশ হতে পেরে সত্যিই আমি আনন্দিত।’ এদিকে মুক্তির অপেক্ষায় আছে বুবলী অভিনীত বেশ কিছু সিনেমা। তারমধ্যে ‘তালাশ’ আগামী ১৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। এছাড়াও আগামী ঈদুল আজহায় শাকিব খানের সঙ্গে অভিনীত সিনেমা ‘লিডার, আমিই বাংলাদেশ’মুক্তি পাবে বলেও শোনা যাচ্ছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নতুন পরিচয়ে আসছেন বুবলী

আপডেট সময় : ১২:০২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা বুবলী। শুধু সিনেমাপাড়া নয়, সমান তালে টিভিসি কিংবা ওটিটি প্ল্যাটফর্ম কাজ করছেন। এবার তাকে দেখা যাবে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থাপক হিসাবে। বিষয়টি নিয়ে বুবলী গণমাধ্যমে বলেন, ‘আমি এখন সিনেমার শুটিং করছি বরগুনায়। সেখান থেকে দুই-একদিনের মধ্যে ফিরবো ঢাকায়। তারপর অ্যাওয়ার্ড অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নেবো। এর আগে সংবাদ উপস্থাপনা করলেও মঞ্চে কখনো কাজ করা হয়নি। এটি বেশ চ্যালেঞ্জিং হবে। কেননা ভিন্ন একটি প্ল্যাটফর্ম। নতুন অভিজ্ঞতাও।’ তিনি আরও করেন, ‘এই অ্যাওয়ার্ড প্রোগ্রামটি একটু অন্যরকম। যে কোনো অ্যাওয়ার্ড প্রোগ্রাম সাধারণত সাংবাদিকরা কভার করে থাকেন। তবে এখানে সাংবাদিকরাই অতিথি এবং তাদের অ্যাওয়ার্ড দেওয়া হবে। এমন ব্যতিক্রমী আয়োজনের অংশ হতে পেরে সত্যিই আমি আনন্দিত।’ এদিকে মুক্তির অপেক্ষায় আছে বুবলী অভিনীত বেশ কিছু সিনেমা। তারমধ্যে ‘তালাশ’ আগামী ১৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। এছাড়াও আগামী ঈদুল আজহায় শাকিব খানের সঙ্গে অভিনীত সিনেমা ‘লিডার, আমিই বাংলাদেশ’মুক্তি পাবে বলেও শোনা যাচ্ছে।