ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

রাঙামাটিতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নারীর মৃত্যু

  • আপডেট সময় : ০৯:৫৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
  • ৯৫ বার পড়া হয়েছে

রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটির নানিয়ারচর উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন।
উপজেলার ঘিলাছড়ি এলাকায় বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে বলে নানিয়ারচর থানার ওসি সুজন হালদার জানান।
মৃত কৃঞ্চা জিনা চাকমা পপির বাড়ি দীঘিনালার বাবুছড়া এলাকায়। তিনি সোনালী লাইফ ইন্স্যুরেন্স এর খাগড়াছড়ি জেলা শাখায় কর্মরত ছিলেন।
আহত অলবিন চাকমা খাগড়াছড়ি জেলা সদরের উপালিপাড়া এলাকার জ্ঞান দত্ত চাকমার ছেলে। তাকে রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, পপি অফিস শেষে তার সহকর্মী অলবিনের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই পপির মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।
ব্রাহ্মণবাড়িয়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার বুধন্তি ইউনিয়নের বীরপাশা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি সুখেন্দ্র বসু জানান।
হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
ওসি বলেন, সিলেটমুখী দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকামুখী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায় এবং বাসটি সড়কের পাশে একটি খাদে পড়ে যায়। এতে মাইক্রোবাসের এক আরোহী ঘটনাস্থলেই মারা যান।
আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রাণ গেল শিশুর
চট্টগ্রাম প্রতিনিধি : আনোয়ারায় রাস্তা পার হওয়ার সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় দীপংকর কুমার নাথ (১১) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে চট্টগ্রাম-বাঁশখালী সড়কের কালাবিবির দিঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় গাড়ির চালককে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ।
নিহত দীপংকর পটিয়ার জিরি ইউনিয়নের মালিয়ারা গ্রামের মৃত সুমন কান্তি নাথের ছেলে।
জানা গেছে, আনোয়ারার চাতরী গ্রামে মাসির বাড়িতে বেড়াতে গিয়েছিল দীপংকর। সকালে মাসতুতো ভাই ও মামার সঙ্গে আনোয়ারা সদরে যাওয়ার সময় কালাবিবির দিঘির মোড়ে নামেন তারা। রাস্তা পার হওয়ার সময় একটি ওষুধ কোম্পানির কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে নিয়ে যায়।
আনোয়ারা থানার উপ-পরিদর্শক মংছাই মারমা বাংলানিউজকে বলেন, সকালে একটি ওষুধ কোম্পানির কাভার্ড ভ্যানের ধাক্কায় এক শিশু ঘটনাস্থলে নিহত হয়। পরে তাকে উদ্ধার করে মর্গে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় চালককে আটক করা হয়েছে। মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
থানচিতে পর্যটকবাহী মাইক্রোবাস খাদে, নিহত ২
বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের থানচি উপজেলার জীবননগরে পর্যটকবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ জন নিহত হয়েছেন। এছাড়া ৮ জন আহত হয়েছেন।
স্থানীয়রা জানায়, জীবননগর সড়কের ঢালুতে পর্যটকবাহী একটি কালো রঙের মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়। এতে ২ পর্যটকের মৃত্যু হয়।
এ সময় আরও ৮ জন পর্যটক আহত হন। নিহতের নাম নিশ্চিত হওয়া যায়নি। আহতদের মধ্যে হামিদুল ইসলামের অবস্থা সংকটাপন্ন। আহত ৫ জনকে থানচি এবং বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের উদ্ধারে কাজ করছে বিজিবি ও স্থানীয়রা।
আহত পর্যটক মো. ওয়াহিদ বলেন, ঢাকা থেকে থানচিতে যাওয়ার পথে জীবননগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে পড়ে।
থানচি থানার এএসআই সত্যব্রত চাকমা জানান, পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে ২ জন মারা যান। ৮ জন পর্যটক আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। গাড়িটি বান্দরবান থেকে থানচি যাচ্ছিলো।
প্রসঙ্গত, গত রাতে একই উপজেলার লিটক্রে সীমান্ত সড়কে চাঁদের গাড়ি উল্টে ৫ নির্মাণ শ্রমিক আহত হয়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনবহুল এলাকায় যুদ্ধবিমানের প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন

রাঙামাটিতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নারীর মৃত্যু

আপডেট সময় : ০৯:৫৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২

রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটির নানিয়ারচর উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন।
উপজেলার ঘিলাছড়ি এলাকায় বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে বলে নানিয়ারচর থানার ওসি সুজন হালদার জানান।
মৃত কৃঞ্চা জিনা চাকমা পপির বাড়ি দীঘিনালার বাবুছড়া এলাকায়। তিনি সোনালী লাইফ ইন্স্যুরেন্স এর খাগড়াছড়ি জেলা শাখায় কর্মরত ছিলেন।
আহত অলবিন চাকমা খাগড়াছড়ি জেলা সদরের উপালিপাড়া এলাকার জ্ঞান দত্ত চাকমার ছেলে। তাকে রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, পপি অফিস শেষে তার সহকর্মী অলবিনের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই পপির মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।
ব্রাহ্মণবাড়িয়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার বুধন্তি ইউনিয়নের বীরপাশা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি সুখেন্দ্র বসু জানান।
হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
ওসি বলেন, সিলেটমুখী দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকামুখী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায় এবং বাসটি সড়কের পাশে একটি খাদে পড়ে যায়। এতে মাইক্রোবাসের এক আরোহী ঘটনাস্থলেই মারা যান।
আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রাণ গেল শিশুর
চট্টগ্রাম প্রতিনিধি : আনোয়ারায় রাস্তা পার হওয়ার সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় দীপংকর কুমার নাথ (১১) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে চট্টগ্রাম-বাঁশখালী সড়কের কালাবিবির দিঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় গাড়ির চালককে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ।
নিহত দীপংকর পটিয়ার জিরি ইউনিয়নের মালিয়ারা গ্রামের মৃত সুমন কান্তি নাথের ছেলে।
জানা গেছে, আনোয়ারার চাতরী গ্রামে মাসির বাড়িতে বেড়াতে গিয়েছিল দীপংকর। সকালে মাসতুতো ভাই ও মামার সঙ্গে আনোয়ারা সদরে যাওয়ার সময় কালাবিবির দিঘির মোড়ে নামেন তারা। রাস্তা পার হওয়ার সময় একটি ওষুধ কোম্পানির কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে নিয়ে যায়।
আনোয়ারা থানার উপ-পরিদর্শক মংছাই মারমা বাংলানিউজকে বলেন, সকালে একটি ওষুধ কোম্পানির কাভার্ড ভ্যানের ধাক্কায় এক শিশু ঘটনাস্থলে নিহত হয়। পরে তাকে উদ্ধার করে মর্গে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় চালককে আটক করা হয়েছে। মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
থানচিতে পর্যটকবাহী মাইক্রোবাস খাদে, নিহত ২
বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের থানচি উপজেলার জীবননগরে পর্যটকবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ জন নিহত হয়েছেন। এছাড়া ৮ জন আহত হয়েছেন।
স্থানীয়রা জানায়, জীবননগর সড়কের ঢালুতে পর্যটকবাহী একটি কালো রঙের মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়। এতে ২ পর্যটকের মৃত্যু হয়।
এ সময় আরও ৮ জন পর্যটক আহত হন। নিহতের নাম নিশ্চিত হওয়া যায়নি। আহতদের মধ্যে হামিদুল ইসলামের অবস্থা সংকটাপন্ন। আহত ৫ জনকে থানচি এবং বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের উদ্ধারে কাজ করছে বিজিবি ও স্থানীয়রা।
আহত পর্যটক মো. ওয়াহিদ বলেন, ঢাকা থেকে থানচিতে যাওয়ার পথে জীবননগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে পড়ে।
থানচি থানার এএসআই সত্যব্রত চাকমা জানান, পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে ২ জন মারা যান। ৮ জন পর্যটক আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। গাড়িটি বান্দরবান থেকে থানচি যাচ্ছিলো।
প্রসঙ্গত, গত রাতে একই উপজেলার লিটক্রে সীমান্ত সড়কে চাঁদের গাড়ি উল্টে ৫ নির্মাণ শ্রমিক আহত হয়।