ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

নিত্যপণ্যের বাজারে অভিযান, ৭৬ প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট সময় : ০২:৪০:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২
  • ১৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে নিত্যপণ্যের বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানকালে ভোক্তার স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে ৭৬টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
গতকাল বুধবার দিনব্যাপী অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয় বলে অধিদপ্তর সূত্রে জানা গেছে। এদিন অধিদপ্তরের বিভিন্ন কার্যালয়ের ৩৭ জন কর্মকর্তার নেতৃত্বে ঢাকা মহানগরসহ দেশের ৩৩টি জেলায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ঢাকা মহানগরের আদাবর সম্পা সুপার মার্কেট, বনানী কাঁচাবাজার, গ্রীনরোডসহ দেশব্যাপী মোট ৪৪টি বাজার ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কার্যক্রমের মাধ্যমে ভোক্তার স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে ৭৬টি প্রতিষ্ঠানকে ৪ লাখ ২৩ হাজার ১০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সহ সংশ্লিষ্ট শিল্প বণিক সমিতির প্রতিনিধিরা অধিদপ্তর পরিচালিত এসব অভিযানে সহযোগিতা করেন।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

নিত্যপণ্যের বাজারে অভিযান, ৭৬ প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট সময় : ০২:৪০:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে নিত্যপণ্যের বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানকালে ভোক্তার স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে ৭৬টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
গতকাল বুধবার দিনব্যাপী অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয় বলে অধিদপ্তর সূত্রে জানা গেছে। এদিন অধিদপ্তরের বিভিন্ন কার্যালয়ের ৩৭ জন কর্মকর্তার নেতৃত্বে ঢাকা মহানগরসহ দেশের ৩৩টি জেলায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ঢাকা মহানগরের আদাবর সম্পা সুপার মার্কেট, বনানী কাঁচাবাজার, গ্রীনরোডসহ দেশব্যাপী মোট ৪৪টি বাজার ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কার্যক্রমের মাধ্যমে ভোক্তার স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে ৭৬টি প্রতিষ্ঠানকে ৪ লাখ ২৩ হাজার ১০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সহ সংশ্লিষ্ট শিল্প বণিক সমিতির প্রতিনিধিরা অধিদপ্তর পরিচালিত এসব অভিযানে সহযোগিতা করেন।