ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

ফল বিক্রেতা সেজে আত্মগোপন, সিআইডির হাতে ‘ডাকাত সর্দার’ ধরা

  • আপডেট সময় : ০২:০১:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২
  • ৮৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ডাকাতি ও অস্ত্র আইনসহ সাতটি মামলায় জামিনে বেরিয়ে মৌসুমী ফল বিক্রেতা সেজে আত্মগোপনে থাকা আন্তঃজেলা ডাকাত দলের এক সর্দারকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।
মোবাইল ফোন ট্র্যাক করে অপরাধী শনাক্ত করার কাজে নিয়োজিত সিআইডির এলআইসির শাখা মঙ্গলবার রাতে উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে শহিদুল মোল্লা (৪১)নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।
গতকাল বুধবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর বলেন, “গ্রেপ্তার শহিদুল আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। দেশের দক্ষিণাঞ্চলে তার নামে নিজস্ব ডাকাত বাহিনী আছে।
“সে ২০১০ সাল থেকে দেশের বিভিন্ন জায়গায় সাধারণ লোকদের অস্ত্রের মুখে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে টাকা, স্বর্নালংকার ও মূল্যবান সামগ্রী ডাকাতি করে আসছিল।”
তার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির দুটি, অস্ত্র আইনে দুটি, চুরির দুটি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি এবং অন্য একটি ধারাসহ মোট আটটি মামলা রয়েছে। আদালত থেকে তার বিরুদ্ধে সাতটি মামলায় ওয়ারেন্ট জারি করা হয়। সিআইডির বিশেষ পুলিশ সুপার বলেন, “সাতটি মামলায় সে আদালত থেকে জামিনে ছাড়া পাওয়ার পর আত্মগোপনে এসে সাময়িক সময়ের জন্য রাজধানীর উত্তরা এলাকায় মৌসুমী ফল বিক্রেতার বেশ ধরে ছিল।”
তিনি জানান শহিদুলের নেতৃত্বে ১০ থেকে ১২ সদস্যের একটি ডাকাত দল রয়েছে। সেই দল নিয়ে শহিদুল বরিশালের উজিরপুর, বিমানবন্দর থানা, গৌরনদী, মাদারীপুরের কালকিনীসহ বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছে।
২০১৭ সালের ডিসেম্বরে বরিশালের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তার বিরুদ্ধে বরিশালের উজিরপুর থানায় একটি মামলা করেন, যেখানে বিচারিক কার্যক্রম শেষে তাকে পাঁচ বছরের সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ১৫ দিনের কারাদন্ড দেওয়া হয়, যা তামিলের অপেক্ষায় মুলতবি ছিল। শহিদুলের অন্যান্য সহযোগী আসামিদের সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে বলে জানান সিআইডির এই কর্মকর্তা।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ফল বিক্রেতা সেজে আত্মগোপন, সিআইডির হাতে ‘ডাকাত সর্দার’ ধরা

আপডেট সময় : ০২:০১:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২

নিজস্ব প্রতিবেদক : ডাকাতি ও অস্ত্র আইনসহ সাতটি মামলায় জামিনে বেরিয়ে মৌসুমী ফল বিক্রেতা সেজে আত্মগোপনে থাকা আন্তঃজেলা ডাকাত দলের এক সর্দারকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।
মোবাইল ফোন ট্র্যাক করে অপরাধী শনাক্ত করার কাজে নিয়োজিত সিআইডির এলআইসির শাখা মঙ্গলবার রাতে উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে শহিদুল মোল্লা (৪১)নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।
গতকাল বুধবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর বলেন, “গ্রেপ্তার শহিদুল আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। দেশের দক্ষিণাঞ্চলে তার নামে নিজস্ব ডাকাত বাহিনী আছে।
“সে ২০১০ সাল থেকে দেশের বিভিন্ন জায়গায় সাধারণ লোকদের অস্ত্রের মুখে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে টাকা, স্বর্নালংকার ও মূল্যবান সামগ্রী ডাকাতি করে আসছিল।”
তার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির দুটি, অস্ত্র আইনে দুটি, চুরির দুটি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি এবং অন্য একটি ধারাসহ মোট আটটি মামলা রয়েছে। আদালত থেকে তার বিরুদ্ধে সাতটি মামলায় ওয়ারেন্ট জারি করা হয়। সিআইডির বিশেষ পুলিশ সুপার বলেন, “সাতটি মামলায় সে আদালত থেকে জামিনে ছাড়া পাওয়ার পর আত্মগোপনে এসে সাময়িক সময়ের জন্য রাজধানীর উত্তরা এলাকায় মৌসুমী ফল বিক্রেতার বেশ ধরে ছিল।”
তিনি জানান শহিদুলের নেতৃত্বে ১০ থেকে ১২ সদস্যের একটি ডাকাত দল রয়েছে। সেই দল নিয়ে শহিদুল বরিশালের উজিরপুর, বিমানবন্দর থানা, গৌরনদী, মাদারীপুরের কালকিনীসহ বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছে।
২০১৭ সালের ডিসেম্বরে বরিশালের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তার বিরুদ্ধে বরিশালের উজিরপুর থানায় একটি মামলা করেন, যেখানে বিচারিক কার্যক্রম শেষে তাকে পাঁচ বছরের সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ১৫ দিনের কারাদন্ড দেওয়া হয়, যা তামিলের অপেক্ষায় মুলতবি ছিল। শহিদুলের অন্যান্য সহযোগী আসামিদের সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে বলে জানান সিআইডির এই কর্মকর্তা।