ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

দেশে ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু

  • আপডেট সময় : ০২:০১:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২
  • ১৪৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে দুইজনের মৃত্যু হয়েছে; আরও ৩১ জনের শরীরে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। মারা যাওয়া দুজনই পুরুষ, দুজনই ফরিদপুর জেলার বাসিন্দা ছিলেন। তাদের একজনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে অন্যজনের ৬০ বছরের বেশি।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত এক দিনে ৪ হাজার ৬৫৯ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। আগের দিন ২৯ জন রোগী শনাক্তের তথ্য দিয়েছিল অধিদপ্তর।
গত রোববার করোনাভাইরাসে কারও মৃত্যু হয়নি। তার আগের দিন একজনের মৃত্যু হয়েছিল এ ভাইরাসে। এর আগে টানা ৩০ দিন কোভিডে মৃত্যুহীন ছিল বাংলাদেশ। নমুনা পরীক্ষার বিপরীতে দৈনিক শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৬৭ শতাংশ। একদিন আগে যা ছিল শূন্য দশমিক ৭৮ শতাংশ। নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ২৬৪ জন। মৃত্যুর মোট সংখ্যা বেড়ে ২৯ হাজার ১৩০ জন হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৯৩ জন কোভিড রোগী। তাদের নিয়ে ১৯ লাখ ১ হাজার ১৫৭ জন সেরে উঠলেন। নতুন শনাক্ত ৩১ রোগীর মধ্যে ২৪ জনই ঢাকা জেলার বাসিন্দা। এছাড়া জয়পুরহাটে দুইজন এবং ফরিদপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও কক্সবাজারে একজন করে রোগী শনাক্ত হয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

দেশে ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু

আপডেট সময় : ০২:০১:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে দুইজনের মৃত্যু হয়েছে; আরও ৩১ জনের শরীরে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। মারা যাওয়া দুজনই পুরুষ, দুজনই ফরিদপুর জেলার বাসিন্দা ছিলেন। তাদের একজনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে অন্যজনের ৬০ বছরের বেশি।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত এক দিনে ৪ হাজার ৬৫৯ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। আগের দিন ২৯ জন রোগী শনাক্তের তথ্য দিয়েছিল অধিদপ্তর।
গত রোববার করোনাভাইরাসে কারও মৃত্যু হয়নি। তার আগের দিন একজনের মৃত্যু হয়েছিল এ ভাইরাসে। এর আগে টানা ৩০ দিন কোভিডে মৃত্যুহীন ছিল বাংলাদেশ। নমুনা পরীক্ষার বিপরীতে দৈনিক শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৬৭ শতাংশ। একদিন আগে যা ছিল শূন্য দশমিক ৭৮ শতাংশ। নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ২৬৪ জন। মৃত্যুর মোট সংখ্যা বেড়ে ২৯ হাজার ১৩০ জন হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৯৩ জন কোভিড রোগী। তাদের নিয়ে ১৯ লাখ ১ হাজার ১৫৭ জন সেরে উঠলেন। নতুন শনাক্ত ৩১ রোগীর মধ্যে ২৪ জনই ঢাকা জেলার বাসিন্দা। এছাড়া জয়পুরহাটে দুইজন এবং ফরিদপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও কক্সবাজারে একজন করে রোগী শনাক্ত হয়েছে।