ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

সূচকের পতন থামেনি

  • আপডেট সময় : ০২:৪০:৩১ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২
  • ১০১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল রোববারও পুঁজিবাজারে সূচকের বড় পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এই নিয়ে টানা ৮ কার্যদিবস পুঁজিবাজারে সূচকের পতন হলো। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়লেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১১৫ পয়েন্ট কমে ৬ হাজার ১৩৭ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ২১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩৯ পয়েন্ট কমে যথাক্রমে ১৩৬১ ও ২২৭৭ পয়েন্টে অবস্থান করছে। রোববার ডিএসইতে মোট ৬৮২ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ১৪ কোটি টাকা বেশি। আগের দিন ডিএসইতে এক হাজার ৬৬৮ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়েছিল। রোববার ডিএসইতে মোট ৩৭৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়। এগুলোর মধ্যে দাম বেড়েছে ২১টি কোম্পানির এবং কমেছে ৩৪৫টির। আর অপরিবর্তিত রয়েছে ১৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের দর। এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হচ্ছে- সাউথইস্ট ব্যাংক, বেক্সিমকো লিমিটেড, আইপিডিসি, ডেল্টা লাইফ, বিএসই, জেএমআই হসপিটাল, সিলভো কেমিক্যাল, জিএসপি ফাইন্যান্স, এসিআই ফর্মুলেশন ও শাইনপুকুর সিরামিক। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৩৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৭৭ পয়েন্টে। এদিন সিএসইতে হাতবদল হওয়া ২৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারের দর বেড়েছে ১৭টির, কমেছে ২৪২টির। আর অপরিবর্তিত রয়েছে ১৭টির কোম্পানির শেয়ারের দর। রোববার সিএসইতে মোট ১৭ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়। যা আগের দিনের চেয়ে ১০ কোটি টাকা কম। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ২৭ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সূচকের পতন থামেনি

আপডেট সময় : ০২:৪০:৩১ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল রোববারও পুঁজিবাজারে সূচকের বড় পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এই নিয়ে টানা ৮ কার্যদিবস পুঁজিবাজারে সূচকের পতন হলো। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়লেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১১৫ পয়েন্ট কমে ৬ হাজার ১৩৭ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ২১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩৯ পয়েন্ট কমে যথাক্রমে ১৩৬১ ও ২২৭৭ পয়েন্টে অবস্থান করছে। রোববার ডিএসইতে মোট ৬৮২ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ১৪ কোটি টাকা বেশি। আগের দিন ডিএসইতে এক হাজার ৬৬৮ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়েছিল। রোববার ডিএসইতে মোট ৩৭৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়। এগুলোর মধ্যে দাম বেড়েছে ২১টি কোম্পানির এবং কমেছে ৩৪৫টির। আর অপরিবর্তিত রয়েছে ১৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের দর। এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হচ্ছে- সাউথইস্ট ব্যাংক, বেক্সিমকো লিমিটেড, আইপিডিসি, ডেল্টা লাইফ, বিএসই, জেএমআই হসপিটাল, সিলভো কেমিক্যাল, জিএসপি ফাইন্যান্স, এসিআই ফর্মুলেশন ও শাইনপুকুর সিরামিক। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৩৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৭৭ পয়েন্টে। এদিন সিএসইতে হাতবদল হওয়া ২৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারের দর বেড়েছে ১৭টির, কমেছে ২৪২টির। আর অপরিবর্তিত রয়েছে ১৭টির কোম্পানির শেয়ারের দর। রোববার সিএসইতে মোট ১৭ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়। যা আগের দিনের চেয়ে ১০ কোটি টাকা কম। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ২৭ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট।