আন্তর্জাতিক ডেস্ক : চীনের হুবেই প্রদেশের শিয়ান শহরের ঝাংওয়ান এলাকায় গ্যাসলাইন বিস্ফোরণে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। দেশটির সরকারি গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। স্থানীয় কর্মকর্তারা বলছেন, হুবেই প্রদেশের আবাসিক এলাকায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। শিয়ান শহরের দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে। বেইজিং নিউজে প্রত্যক্ষদর্শীদের করা ভিডিওতে দেখা গেছে, বেশ কয়েকটি ভবন বিধ্বস্ত হয়ে গেছে। উদ্ধারকর্মীরা আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে গেছেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টার দিকে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের কারণ জানতে তদন্ত চলছে। চীনে শিল্পপ্রতিষ্ঠানে এ ধরনের দুর্ঘটনার ঘটনা প্রায়ই ঘটে। কর্মস্থলে দুর্বল নিরাপত্তাব্যবস্থা ও কর্মকর্তাদের দুর্নীতির কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।
চীনে গ্যাসলাইন বিস্ফোরণে নিহত ১২, আহত শতাধিক
ট্যাগস :
চীনে গ্যাসলাইন বিস্ফোরণে নিহত ১২
জনপ্রিয় সংবাদ