ঢাকা ১১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

এমবাপের আশা ছেড়ে দিয়েছে পিএসজি

  • আপডেট সময় : ১১:৩৬:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২
  • ১২৫ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) আগামী মৌসুমে কিলিয়ান এমবাপেকে ক্লাবে রাখার আশা ছেড়ে দিয়েছে। তারা ধরেই নিয়েছে ফরাসি ফরোয়ার্ড দ্রুতই রিয়াল মাদ্রিদে চলে যাওয়ার ঘোষণা দেবেন। ‘ইএসপিএন’কে এমন কথা জানিয়েছে নির্ভরযোগ্য এক সূত্র।
এমবাপে এবং লা লিগা চ্যাম্পিয়ন মাদ্রিদের মধ্যে এখনও কিছু বিষয় নিয়ে দর কষাকষি চলছে। তবে সেগুলো আনুষ্ঠানিকতা মাত্র। সূত্রটি মনে করছে, এমন কিছুই বাকি নেই, যা এমবাপে ও রিয়ালের চুক্তিতে বাধা হতে পারে।
সূত্রটি আরও জানিয়েছে, ২৩ বছর বয়সী এমবাপেকে ক্লাবে রাখার জন্য অনেক বুঝিয়েছে পিএসজি কর্তৃপক্ষ। তারা এমবাপেকে একটি বিশাল নতুন চুক্তির প্রস্তাব দিয়েছিল।
বলা হয়েছিল, তাকে পরবর্তী মৌসুমে অধিনায়কের আর্মব্যান্ড দেওয়া হবে এবং দলও আরও শক্তিশালী করা হবে । এছাড়া এমবাপের সব রকমের স্বার্থ রক্ষা করার প্রতিশ্রুতি ছিল পিএসজির। কিন্তু কিছুই মন গলাতে পারেনি ফরাসি তারকার।
৩৪ টি লিগ ওয়ান ম্যাচে ২৫ গোল আর ১৭ অ্যাসিস্ট করে ক্যারিয়ারসেরা মৌসুম কাটানো এমবাপের জন্য অবশ্য টাকাটাই সব নয়। তার উচ্চাকাঙ্ক্ষা ছিল রিয়াল মাদ্রিদের হয়ে একদিন খেলার, সেই সুযোগটিই এবার লুফে নিচ্ছেন।
এই গ্রীষ্মে পিএসজিতে এমবাপের চুক্তির মেয়াদ শেষ হবে। গত সোমবার এই তারকা বলেন, তিনি চুক্তির বিষয়টি ‘প্রায়’ ঘোষণা করার দ্বারপ্রান্তে চলে এসেছেন। যদিও নতুন ক্লাবটি রিয়াল মাদ্রিদই, এমন কথা মুখ ফুটে বলেননি ফান্সের বিশ্বকাপজয়ী তারকা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

এমবাপের আশা ছেড়ে দিয়েছে পিএসজি

আপডেট সময় : ১১:৩৬:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২

ক্রীড়া ডেস্ক : প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) আগামী মৌসুমে কিলিয়ান এমবাপেকে ক্লাবে রাখার আশা ছেড়ে দিয়েছে। তারা ধরেই নিয়েছে ফরাসি ফরোয়ার্ড দ্রুতই রিয়াল মাদ্রিদে চলে যাওয়ার ঘোষণা দেবেন। ‘ইএসপিএন’কে এমন কথা জানিয়েছে নির্ভরযোগ্য এক সূত্র।
এমবাপে এবং লা লিগা চ্যাম্পিয়ন মাদ্রিদের মধ্যে এখনও কিছু বিষয় নিয়ে দর কষাকষি চলছে। তবে সেগুলো আনুষ্ঠানিকতা মাত্র। সূত্রটি মনে করছে, এমন কিছুই বাকি নেই, যা এমবাপে ও রিয়ালের চুক্তিতে বাধা হতে পারে।
সূত্রটি আরও জানিয়েছে, ২৩ বছর বয়সী এমবাপেকে ক্লাবে রাখার জন্য অনেক বুঝিয়েছে পিএসজি কর্তৃপক্ষ। তারা এমবাপেকে একটি বিশাল নতুন চুক্তির প্রস্তাব দিয়েছিল।
বলা হয়েছিল, তাকে পরবর্তী মৌসুমে অধিনায়কের আর্মব্যান্ড দেওয়া হবে এবং দলও আরও শক্তিশালী করা হবে । এছাড়া এমবাপের সব রকমের স্বার্থ রক্ষা করার প্রতিশ্রুতি ছিল পিএসজির। কিন্তু কিছুই মন গলাতে পারেনি ফরাসি তারকার।
৩৪ টি লিগ ওয়ান ম্যাচে ২৫ গোল আর ১৭ অ্যাসিস্ট করে ক্যারিয়ারসেরা মৌসুম কাটানো এমবাপের জন্য অবশ্য টাকাটাই সব নয়। তার উচ্চাকাঙ্ক্ষা ছিল রিয়াল মাদ্রিদের হয়ে একদিন খেলার, সেই সুযোগটিই এবার লুফে নিচ্ছেন।
এই গ্রীষ্মে পিএসজিতে এমবাপের চুক্তির মেয়াদ শেষ হবে। গত সোমবার এই তারকা বলেন, তিনি চুক্তির বিষয়টি ‘প্রায়’ ঘোষণা করার দ্বারপ্রান্তে চলে এসেছেন। যদিও নতুন ক্লাবটি রিয়াল মাদ্রিদই, এমন কথা মুখ ফুটে বলেননি ফান্সের বিশ্বকাপজয়ী তারকা।