ঢাকা ১২:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

দুবাইয়ে ফেয়ারব্রেক টুর্নামেন্টের ফাইনালে জাহানারার দল

  • আপডেট সময় : ১০:৪২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২
  • ৮৭ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : দুবাইয়ে ফেয়ারব্রেক টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে উঠেছে জাহানারা আলমের দল ফ্যালকন উইমেন। গত (শনিবার) দিবারাত্রির প্রথম সেমিফাইনালে জাহানারারা ২৫ রানে হারিয়েছেন স্পিরিট উইমেনকে। টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৭২ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল ফ্যালকন। দুই ওপেনার ড্যানি ওয়াট আর চামারি আতাপাত্তুই বড় সংগ্রহের ভিত গড়ে দেন দলকে। ওয়াট ৪৮ বলে ৮৩ আর আতাপাত্তু ৫২ বলে করেন ৬৩ রান। স্পিরিট উইমেনের নিকোলা কারে ৩০ রানে নেন দুটি উইকেট। জবাবে নাত্তাকান চামথাম (৪০ বলে ৪২) আর সোফিয়া ডাঙ্কলের (৩০ বলে ৪৫) ব্যাটে একটা সময় ভালো অবস্থানে থাকলেও পরে আর বড় লক্ষ্য তাড়া করে উঠতে পারেনি স্পিরিট উইমেন। শেষদিকে সোফি একলেস্টোন ১৮ বলে ২৭ রানের ঝড়ো ইনিংস খেলে পরাজয়ে ব্যবধানই যা একটু কমিয়েছেন। ৫ উইকেটে ১৪৭ রানে থামে স্পিরিট উইমেন। অনুজ গুরাজ ৪ ওভারে ২৬ রানে নেন ২টি উইকেট। বাংলাদেশের জাহানারা ২ ওভারে ২৩ রান দিলে তার কোটা আর পূরণ করেননি অধিনায়ক।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

দুবাইয়ে ফেয়ারব্রেক টুর্নামেন্টের ফাইনালে জাহানারার দল

আপডেট সময় : ১০:৪২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২

ক্রীড়া ডেস্ক : দুবাইয়ে ফেয়ারব্রেক টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে উঠেছে জাহানারা আলমের দল ফ্যালকন উইমেন। গত (শনিবার) দিবারাত্রির প্রথম সেমিফাইনালে জাহানারারা ২৫ রানে হারিয়েছেন স্পিরিট উইমেনকে। টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৭২ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল ফ্যালকন। দুই ওপেনার ড্যানি ওয়াট আর চামারি আতাপাত্তুই বড় সংগ্রহের ভিত গড়ে দেন দলকে। ওয়াট ৪৮ বলে ৮৩ আর আতাপাত্তু ৫২ বলে করেন ৬৩ রান। স্পিরিট উইমেনের নিকোলা কারে ৩০ রানে নেন দুটি উইকেট। জবাবে নাত্তাকান চামথাম (৪০ বলে ৪২) আর সোফিয়া ডাঙ্কলের (৩০ বলে ৪৫) ব্যাটে একটা সময় ভালো অবস্থানে থাকলেও পরে আর বড় লক্ষ্য তাড়া করে উঠতে পারেনি স্পিরিট উইমেন। শেষদিকে সোফি একলেস্টোন ১৮ বলে ২৭ রানের ঝড়ো ইনিংস খেলে পরাজয়ে ব্যবধানই যা একটু কমিয়েছেন। ৫ উইকেটে ১৪৭ রানে থামে স্পিরিট উইমেন। অনুজ গুরাজ ৪ ওভারে ২৬ রানে নেন ২টি উইকেট। বাংলাদেশের জাহানারা ২ ওভারে ২৩ রান দিলে তার কোটা আর পূরণ করেননি অধিনায়ক।