ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

দেশে গণতন্ত্র নেই, মেগা দুর্নীতি চলছে: ফখরুল

  • আপডেট সময় : ০১:২৬:২৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২
  • ৭৪ বার পড়া হয়েছে

দিনাজপুর প্রতিনিধি : দেশে এখন গণতন্ত্র নেই, কথা বলার অধিকার নেই মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে সব জায়গায় দুর্নীতি চলছে। শুধু দুর্নীতি নয়, মেগা দুর্নীতি চলছে। আমরা দেশে গণতন্ত্র চাই, দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনতে চাই।
গতকাল শনিবার দিনাজপুর জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে ফখরুল এসব কথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, ‘আমরা কথা বললে পুলিশি হয়রানির শিকার হই। দিনাজপুরেও অসংখ্য নেতা–কর্মী মাসের পর মাস জেল খাটছেন। আমি নিজেও বহুবার জেলে গিয়েছি। অসংখ্য মামলার আসামি হয়ে আছি। প্রতিদিন পত্রিকার পাতা খুললে দেখবেন হাজার হাজার কোটি টাকার দুর্নীতির খবর। তাদের কিছু হয় না। যত দোষ বিএনপির। আবার বলে, বিএনপি নাই। বিএনপি নাই তো সারাক্ষণ বিএনপির কথা বলেন কেন?’
আওয়ামী লীগ সরকার নির্বাচনী প্রতিশ্রুতি রাখতে পারেনি মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, ভোটের সময় বলেছিল ১০ টাকা কেজি ধরে চাল দেবে। এখন চালের কেজি ৬০ টাকা। ভোজ্যতেলের লিটার ২০০ টাকা। ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলেছে, সেখানে টাকা ও আওয়ামী লীগের সিল ছাড়া চাকরি হয় না।
কাউন্সিলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগের দায়িত্বরত আসাদুল হক হাবিব দুলু সহ অন্যান্যরা বক্তব্য দেন।
এদিকে দিনাজপুরে দীর্ঘ এক যুগ পর কাউন্সিলকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। এ কাউন্সিলে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাতটি পদের বিপরীতে একজন মহিলা প্রার্থীসহ ১৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন পরিচালনার জন্য পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আশফাক আহমেদ জানিয়েছেন, দলীয় কার্যালয়ে দুপুর ১২টা থেকে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। জেলা কাউন্সিলে মোট ভোটার এক হাজার ৯১৯ জন। দিনাজপুর জেলা বিএনপির সবশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০১০ সালের ২৬ জানুয়ারি। পরে ২০১৬ সালের আগস্ট মাসে ওই কমিটি ভেঙে দিয়ে ১৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটি দিয়েই এতদিন জেলা বিএনপির কার্যক্রম পরিচালনা করা হয়। কাউন্সিলে বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক ইন্টারনেটের মাধ্যমে সরাসরি নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

দেশে গণতন্ত্র নেই, মেগা দুর্নীতি চলছে: ফখরুল

আপডেট সময় : ০১:২৬:২৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২

দিনাজপুর প্রতিনিধি : দেশে এখন গণতন্ত্র নেই, কথা বলার অধিকার নেই মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে সব জায়গায় দুর্নীতি চলছে। শুধু দুর্নীতি নয়, মেগা দুর্নীতি চলছে। আমরা দেশে গণতন্ত্র চাই, দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনতে চাই।
গতকাল শনিবার দিনাজপুর জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে ফখরুল এসব কথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, ‘আমরা কথা বললে পুলিশি হয়রানির শিকার হই। দিনাজপুরেও অসংখ্য নেতা–কর্মী মাসের পর মাস জেল খাটছেন। আমি নিজেও বহুবার জেলে গিয়েছি। অসংখ্য মামলার আসামি হয়ে আছি। প্রতিদিন পত্রিকার পাতা খুললে দেখবেন হাজার হাজার কোটি টাকার দুর্নীতির খবর। তাদের কিছু হয় না। যত দোষ বিএনপির। আবার বলে, বিএনপি নাই। বিএনপি নাই তো সারাক্ষণ বিএনপির কথা বলেন কেন?’
আওয়ামী লীগ সরকার নির্বাচনী প্রতিশ্রুতি রাখতে পারেনি মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, ভোটের সময় বলেছিল ১০ টাকা কেজি ধরে চাল দেবে। এখন চালের কেজি ৬০ টাকা। ভোজ্যতেলের লিটার ২০০ টাকা। ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলেছে, সেখানে টাকা ও আওয়ামী লীগের সিল ছাড়া চাকরি হয় না।
কাউন্সিলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগের দায়িত্বরত আসাদুল হক হাবিব দুলু সহ অন্যান্যরা বক্তব্য দেন।
এদিকে দিনাজপুরে দীর্ঘ এক যুগ পর কাউন্সিলকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। এ কাউন্সিলে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাতটি পদের বিপরীতে একজন মহিলা প্রার্থীসহ ১৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন পরিচালনার জন্য পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আশফাক আহমেদ জানিয়েছেন, দলীয় কার্যালয়ে দুপুর ১২টা থেকে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। জেলা কাউন্সিলে মোট ভোটার এক হাজার ৯১৯ জন। দিনাজপুর জেলা বিএনপির সবশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০১০ সালের ২৬ জানুয়ারি। পরে ২০১৬ সালের আগস্ট মাসে ওই কমিটি ভেঙে দিয়ে ১৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটি দিয়েই এতদিন জেলা বিএনপির কার্যক্রম পরিচালনা করা হয়। কাউন্সিলে বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক ইন্টারনেটের মাধ্যমে সরাসরি নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন।