ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫

তেল মজুত রাখায় ৭০ হাজার টাকা জরিমানা

  • আপডেট সময় : ০১:১৭:১৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২
  • ৮৮ বার পড়া হয়েছে

পাবনা সংবাদদাতা : পাবনার ভাঙ্গুড়ায় অভিযান চালিয়ে মজুত রাখা ৩ হাজার ২৯৭ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় দুই ব্যবসাপ্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল শনিবার দুপুরে উপজেলার শরৎনগর বাজারে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের পাবনার সহকারী পরিচালক মো. জহিরুল ইসলাম। জানা গেছে, শরৎনগর বাজারে মুদি দোকান মাহাদি হাসান ট্রেডার্সের গোডাউনে অভিযান চালিয়ে ৩ হাজার ১২৫ লিটার ও মেসার্স কুন্ডু ট্রেডার্সের দোকান থেকে ১৭২ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। ভোজ্য তেলের গুদামজাত ও বাজারে কৃত্রিম সংকট তৈরির অপরাধে মাহাদি হাসান ট্রেডার্সকে ৫০ হাজার এবং মেসার্স কুন্ডু ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে উদ্ধার হওয়া তেল ন্যায্যমূল্যে সাধারণ মানুষের মধ্যে বিক্রি করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনার সহকারী পরিচালক জহিরুল ইসলাম বলেন, দু’টি দোকানেই পুরাতন তেল পাওয়া গেছে। এসব ভোজ্য তেলের কন্টেইনারের গায়ে প্রতি লিটার তেলের দাম লেখা রয়েছে ১৬০টাকা। অথচ দোকানিরা মজুত রেখে এবং দাম বাড়িয়ে তা এখন গ্রাহকের কাছ থেকে নিচ্ছেন ১৯০ টাকা। এছাড়া ভোজ্য তেল মজুতের জন্য তাদের কোনো লাইসেন্স না থাকায় জরিমানা করা হয়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

তেল মজুত রাখায় ৭০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০১:১৭:১৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২

পাবনা সংবাদদাতা : পাবনার ভাঙ্গুড়ায় অভিযান চালিয়ে মজুত রাখা ৩ হাজার ২৯৭ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় দুই ব্যবসাপ্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল শনিবার দুপুরে উপজেলার শরৎনগর বাজারে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের পাবনার সহকারী পরিচালক মো. জহিরুল ইসলাম। জানা গেছে, শরৎনগর বাজারে মুদি দোকান মাহাদি হাসান ট্রেডার্সের গোডাউনে অভিযান চালিয়ে ৩ হাজার ১২৫ লিটার ও মেসার্স কুন্ডু ট্রেডার্সের দোকান থেকে ১৭২ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। ভোজ্য তেলের গুদামজাত ও বাজারে কৃত্রিম সংকট তৈরির অপরাধে মাহাদি হাসান ট্রেডার্সকে ৫০ হাজার এবং মেসার্স কুন্ডু ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে উদ্ধার হওয়া তেল ন্যায্যমূল্যে সাধারণ মানুষের মধ্যে বিক্রি করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনার সহকারী পরিচালক জহিরুল ইসলাম বলেন, দু’টি দোকানেই পুরাতন তেল পাওয়া গেছে। এসব ভোজ্য তেলের কন্টেইনারের গায়ে প্রতি লিটার তেলের দাম লেখা রয়েছে ১৬০টাকা। অথচ দোকানিরা মজুত রেখে এবং দাম বাড়িয়ে তা এখন গ্রাহকের কাছ থেকে নিচ্ছেন ১৯০ টাকা। এছাড়া ভোজ্য তেল মজুতের জন্য তাদের কোনো লাইসেন্স না থাকায় জরিমানা করা হয়।